হোম > সারা দেশ > কক্সবাজার

রাতে বাড়ি থেকে ডেকে নেওয়া হলো কৃষককে, ভোরে মিলল গুলিবিদ্ধ লাশ

কক্সবাজার প্রতিনিধি

কক্সবাজারের রামুতে এক কৃষকের গুলিবিদ্ধ লাশ উদ্ধার করা হয়েছে। আজ বৃহস্পতিবার ভোরে উপজেলার গর্জনিয়া ইউনিয়নের বড়বিল এলাকা থেকে লাশটি উদ্ধার করে পুলিশ। 

নিহত আবুল কাশেম (৪০) গর্জনিয়া ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের বড়বিল এলাকার মৃত আলী আহমদের ছেলে। তিনি পেশায় কৃষক। 

নিহতের ভাই মো. শহীদুল্লাহ বলেন, তাঁর ভাই কৃষিকাজের পাশাপাশি ভাড়ায় মোটরসাইকেল চালাতেন। গতকাল বুধবার রাতে ডাকাত শাহীনের দলের ২০-২৫ জন সদস্য তাঁকে বাড়ি থেকে ডেকে নিয়ে যায়। পরে তাঁকে গুলি করে হত্যা করে। আজ বৃহস্পতিবার সকালে তাঁর রক্তাক্ত মরদেহ উদ্ধার করা হয়। 

গর্জনিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মুজিবুর রহমান চৌধুরী বাবুল বলেন, রাতে গরু পাচারের সময় ডাকাত দল আবুল কাশেমকে গুলি করে হত্যা করেছে। প্রথমে ওই এলাকায় গরু পাচারকারীরা ডাকাত দলের আক্রমণের শিকার হন। এ সময় উভয় পক্ষের মধ্যে গোলাগুলি হলে গুলিবিদ্ধ হয়ে আবুল কাশেম ঘটনাস্থলে প্রাণ হারান। 

চেয়ারম্যান বাবুল আরও জানান, গত তিন মাসে গরু পাচারকে কেন্দ্র করে চারজনকে হত্যা করা হয়েছে। এতে মানুষ আতঙ্কে আছেন। 

রামু থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু তাহের দেওয়ান বলেন, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। হত্যার কারণ অনুসন্ধানে পুলিশ কাজ করছে। পাশাপাশি জড়িতদের গ্রেপ্তারে অভিযান চালানো হচ্ছে। 

উল্লেখ্য, ২১ এপ্রিল গরু পাচারের দ্বন্দ্বে গর্জনিয়া ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের থোয়াইঙ্গাকাটা মৌলভীরঘোনা জাফর আলম (৫২) এবং তাঁর ছেলে মোহাম্মদ সেলিম (৩৩) দুর্বৃত্তের কাছে প্রাণ হারান। গত ২ মাসে আরও দুই ব্যক্তিকে গুলি করে হত্যা করা হয়।

চট্টগ্রামে সংসদ নির্বাচন: তিন আসনে বিএনপির প্রার্থী নিয়ে উত্তেজনা

পেট্রোলিয়াম করপোরেশন: দেড় বছরেও চালু হয়নি ৮ হাজার কোটি টাকার প্রকল্প

সাঈদ আল নোমানের বিরুদ্ধে মনোনয়নপত্র দাখিলের সময় আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ

ভোটের মাঠে যারা বাধা হবে, তাদের অস্তিত্ব থাকবে না: আমীর খসরু

কুমিল্লা-৪: হাসনাত আবদুল্লাহর সমর্থনে সরে দাঁড়ালেন জামায়াত প্রার্থী

পটিয়ায় বাস-ট্রাকের মুখোমুখি সংঘর্ষে ট্রাকচালক নিহত, আহত ৪

সাতকানিয়ায় খালের পাড় কেটে মাটি বিক্রি

সাতকানিয়ায় বন্দুকসহ এক ব্যক্তি গ্রেপ্তার

চট্টগ্রাম-১৪ আসনে ধানের শীষ পেলেন বেনজীরের ব্যবসায়িক সহযোগী জসিম

চট্টগ্রামে গিয়াস কাদেরের আসনে গোলাম আকবরকেও মনোনয়ন বিএনপির