হোম > সারা দেশ > চট্টগ্রাম

নোয়াখালীতে ১০ অবৈধ ডেন্টাল সিলগালা 

নোয়াখালী প্রতিনিধি

নিবন্ধন না থাকা, চিকিৎসক ও ল্যাব টেকনোলজিস্ট না থাকায় নোয়াখালীর সদর উপজেলা ও জেলা শহর মাইজদীতে অভিযান চালিয়ে ১০টি অবৈধ ডেন্টাল ক্লিনিক সিলগালা করে দিয়েছে জেলা স্বাস্থ্য অধিদপ্তরের কর্মকর্তারা। একই সঙ্গে আরও একাধিক ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারকে সতর্ক করা হয়েছে।

আজ বৃহস্পতিবার সকাল থেকে বিকেল পর্যন্ত এ অভিযান পরিচালনা করেন সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. নাঈমা নুসরাত জাবিন। অভিযানে সহযোগিতা করেন, জেলা সিভিল সার্জন অফিসের মেডিকেল অফিসার ডা. যিশু দাসসহ অন্যান্য কর্মকর্তারা।
  
অভিযান সূত্রে জানা গেছে, স্বাস্থ্য অধিদপ্তরের নির্দেশনা অনুযায়ী সকাল থেকে জেলা শহর মাইজদী ও কয়েকটি ইউনিয়নে অভিযান চালায় জেলা স্বাস্থ্য বিভাগ। অভিযানকালে নিবন্ধন, বৈধ কোনো কাগজপত্র, চিকিৎসক ও টেকনোলজিস্ট না থাকায় মাইজদীর ৮টি ডেন্টাল ক্লিনিক ও চরমটুয়া ইউনিয়নে ২টি ডেন্টাল কেয়ার সিলগালা করে দেওয়া হয়েছে।

সিলগালা করা হয়েছে দি ডেন্টাল পয়েন্ট, মা ডেন্টাল কেয়ার, জামাল দন্ত চিকিৎসালয়, মডার্ন ডেন্টাল কেয়ার, নোয়াখালী ডেন্টাল কেয়ার, নাজমুল ডেন্টাল কেয়ার, নিপেন ডেন্টাল কেয়ার, আশা ডেন্টাল কেয়ার, মেঘ ডেন্টাল কেয়ার ও জাহানার ডেন্টাল।

সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. নাঈমা নুসরাত জাবিন আজকের পত্রিকাকে বলেন, ‘আমরা জেলা শহর মাইজদীতে মোট ১১টি ডেন্টাল ও ক্লিনিকে অভিযান পরিচালনা করি। এরমধ্যে বৈধ কাগজপত্র, চিকিৎসক ও প্রয়োজনীয় চিকিৎসা সামগ্রী না থাকায় ৮টি ডেন্টালকে সিলগালা করে তালা ঝুলিয়ে দিয়েছি।’

জেলা সিভিল সার্জন ডা. মাসুম ইফতেখার বলেন, ‘স্বাস্থ্য অধিদপ্তরের নির্দেশনা অনুযায়ি আমরা আজ জেলার সদর উপজেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়েছি। আমাদের একাধিক দল এ অভিযান পরিচালনা করি। সকাল থেকে বিকেল পর্যন্ত মোট ১০টি ডেন্টাল ক্লিনিক বন্ধ করা হয়েছে। বৈধ কাগজপত্র ছাড়া কোনো ক্লিনিক ও হাসপাতাল পরিচালনা করা যাবে না। আমাদের এ অভিযান অব্যহত থাকবে।’

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ভুয়া শিক্ষার্থী আটক

চট্টগ্রাম রেলওয়ে: ল্যান্ডক্রুজারে অফিসে যান দ্বিতীয় শ্রেণির কর্মচারী

রাষ্ট্রের ক্ষমতা কমিয়ে জনগণের বাড়াতে হবে: আমীর খসরু

কুমিল্লায় র‍্যাবের অভিযানে পুলিশের লুট হওয়া চায়নিজ রাইফেল উদ্ধার

রাঙামাটিতে গাছবোঝাই মিনি পিকআপ খাদে পড়ে নিহত ২, আহত ১

নোয়াখালীতে ৬২ মণ জাটকা জব্দ, আটক ৬ জনকে জরিমানা

বর্ষার দুর্ভোগ কাটাল সামিরা দুরহাট ছড়ার টেকসই ভেলা

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় প্রশাসনকে ৪৮ ঘণ্টার আলটিমেটাম ছাত্রদলের

জুলাই সনদে একাত্তর ও বিসমিল্লাহ বাদ নিয়ে কিছু বলা হয়নি: আলী রীয়াজ

আওয়ামী লীগের ২ শতাধিক নেতা-কর্মীর বিএনপিতে যোগদান