হোম > সারা দেশ > চট্টগ্রাম

ভাইকে মাদ্রাসায় দিয়ে ফেরার পথে অটোরিকশাচাপায় শিশু নিহত

চন্দনাইশ (চট্টগ্রাম) প্রতিনিধি

চট্টগ্রামের চন্দনাইশে সিএনজিচালিত অটোরিকশার ধাক্কায় নুর উদ্দিন (১৩) নামের এক শিশু নিহত হয়েছে। আজ সোমবার সকালে উপজেলার বরমা ডিগ্রি কলেজের সামনে এই দুর্ঘটনা ঘটে। সে একটি বিদ্যালয়ে পঞ্চম শ্রেণিতে পড়ত।

নিহত নুর উদ্দিন চন্দনাইশ পৌরসভার দক্ষিণ হারলা ৫ নম্বর ওয়ার্ডের নিজাম উদ্দিনপাড়া এলাকার রিকশাচালক শাহ আলমের ছেলে।

এলাকাবাসী জানায়, ছোট ভাই সাজুকে প্রতিদিন সাইকেলে করে বরমা রাউলিবাগ মাদ্রাসায় নামিয়ে দিত নুর উদ্দিন। আজ সোমবারও ছোট ভাইকে মাদ্রাসায় নামিয়ে দিয়ে বাড়ি ফিরছিল সে। পথে বরমা কলেজের সামনে এক সিএনজিচালিত অটোরিকশা অপর অটোরিকশাকে ওভারটেক করতে গিয়ে নুর উদ্দিনকে ধাক্কা দেয়। তাতে পড়ে গেলে আশপাশের লোকজন গুরুতর অবস্থায় তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা আবদুল্লাহ আল ইফরান বলেন, আজ সকালে উপজেলার বরমা ডিগ্রি কলেজের সামনে নুর উদ্দিন নামের একটি ছেলে সাইকেল চালিয়ে তার ছোট ভাইকে মাদ্রাসায় দিয়ে ফেরার সময় অটোরিকশাচাপায় আহত হয়। হাসপাতালে নিয়ে আসার আগেই তার মৃত্যু হয়।

টেকনাফে গুলিবিদ্ধ শিশুটিকে পাঠানো হচ্ছে ঢাকায়, মাথার খুলির এক পাশ খুলে রাখা হয়েছে

মেরিন একাডেমি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের মিলনমেলা

চট্টগ্রামে নালা থেকে বস্তাবন্দী মরদেহ উদ্ধার

সড়ক থেকে উদ্ধার সেই শিশু দাদির জিম্মায়, বাবা কারাগারে

চট্টগ্রামে ছুরিকাঘাতে পুলিশ সদস্য হত্যা মামলায় ১০ জনের যাবজ্জীবন

মিয়ানমার সীমান্তে গোলাগুলি: টেকনাফের গুলিবিদ্ধ শিশুটি লাইফ সাপোর্টে

ফেনী হাসপাতালে অপারেশন থিয়েটারে রান্না করার ঘটনায় দুই নার্স বরখাস্ত

নিয়ন্ত্রণ হারিয়ে বাস ঢুকল ফলের দোকানে

চট্টগ্রামে পোর্ট কলোনিতে মোটরসাইকেলচালকের ছুরিকাহত মরদেহ, পুলিশ বলছে হামলা অন্য এলাকায়

ব্যাংক থেকে টাকা তুলে বের হতেই ছোঁ মেরে নিয়ে গেল ছিনতাইকারী