হোম > সারা দেশ > চট্টগ্রাম

‘অনৈতিক আবদার’, প্রধান শিক্ষককে অবরুদ্ধ করল ছাত্রীরা 

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম

ছাত্রীদের কাছে বিভিন্ন অনৈতিক আবদার করার অভিযোগে চট্টগ্রামের চকবাজার কাপাসগোলা সিটি করপোরেশন বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক আলাউদ্দিনকে অবরুদ্ধ করে রাখার ঘটনা ঘটেছে। এ সময় ছাত্রীরা ওই শিক্ষকের ওপর চড়াও হয়। পরে তাঁকে প্রত্যাহারের দাবিতে মানববন্ধন করে ছাত্রীরা।

আজ রোববার (১ জানুয়ারি) সকালে প্রতিষ্ঠানের প্রধান শিক্ষকের কক্ষে এ ঘটনা ঘটে।

পুলিশ, স্থানীয় ও শিক্ষার্থীরা জানায়, ওই প্রধান শিক্ষক বিভিন্ন অনৈতিক প্রস্তাব দিতেন ছাত্রীদের। ক্ষুব্ধ হয়ে আজ সকালে তাঁকে অবরুদ্ধ করে রাখে ছাত্রীরা। পরে প্রধান শিক্ষকের অপসারণ ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে অবস্থান কর্মসূচি পালন করে বিদ্যালয়ের ছাত্রী ও অভিভাবকেরা। এ সময় প্রধান শিক্ষক আলাউদ্দিনের বিরুদ্ধে যৌন হয়রানি, দুর্ব্যবহারসহ একাধিক অভিযোগ তোলে তারা। বিদ্যালয়ের প্রাক্তন ছাত্রীরাও বর্তমান ছাত্রীদের সঙ্গে একাত্মতা পোষণ করে কর্মসূচিতে অংশ নেন। অবস্থান কর্মসূচি শেষে বিক্ষুব্ধ ছাত্রীরা শিক্ষকের ওপর চড়াও হয়। পরে পুলিশের হস্তক্ষেপে পরিস্থিতি শান্ত হয়।

ছাত্রীদের অভিযোগের বিষয়ে জানতে চাইলে প্রধান শিক্ষক আলাউদ্দিন আজকের পত্রিকাকে বলেন, ‘আমি চক্রান্তের শিকার।’

চকবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনজুর কাদের আজকের পত্রিকাকে বলেন, ‘অনৈতিক প্রস্তাব দেওয়ার অভিযোগ এনে ছাত্রীরা ওই শিক্ষককে অবরুদ্ধ করে রাখে কয়েক ঘণ্টা। খবর পেয়ে আমরা উদ্ধার করি। থানায় কেউ অভিযোগ দেয়নি। অভিযোগ দিলে তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে। তবে সিটি করপোরেশন কর্তৃপক্ষ ওই শিক্ষককে প্রত্যাহার করেছে।’

বাসার দরজা ভেঙে চবি শিক্ষার্থীর ঝুলন্ত লাশ উদ্ধার

একমঞ্চে ৬১ চিকিৎসা গবেষণাপত্র উপস্থাপন

চবির শাটলে বসা নিয়ে বাগ্‌বিতণ্ডা, শিক্ষার্থীকে মারধর

রাউজানে ৪টি ইটভাটার চিমনি গুঁড়িয়ে দিয়েছে প্রশাসন

চট্টগ্রামে কাস্টমস কর্মকর্তার গাড়িতে হামলা, একজন বলছিলেন—‘গুলি কর’

পার্বত্য চুক্তির বর্ষপূর্তির অনুষ্ঠান থেকে ফেরার পথে গ্রেপ্তার আইনজীবী জামিনে মুক্ত

চট্টগ্রাম বন্দর বিদেশিদের ইজারার প্রতিবাদে দিনে লাল পতাকা, রাতে মশাল মিছিল

চমেক হাসপাতালে সেবা বন্ধ রেখে অর্ধদিবস কর্মবিরতি

পার্টির পেছনে ইসলাম থাকলে, সেটা ইসলাম হয়ে যায় না: সালাহউদ্দিন আহমদ

সেন্ট মার্টিনে জাহাজ চলাচলের দ্বিতীয় দিনেও কোটার ৮০০ কম পর্যটক