হোম > সারা দেশ > চট্টগ্রাম

সমুদ্রে গোসলে নেমে নিখোঁজ পর্যটকের লাশ উদ্ধার 

কক্সবাজার প্রতিনিধি

কক্সবাজার সমুদ্র সৈকতে গোসলে নেমে নিখোঁজের দুদিন পর এক পর্যটকের মৃতদেহ মহেশখালীর সোনাদিয়া দ্বীপে ভেসে এসেছে। আজ বুধবার বিকেলে সোনাদিয়া দ্বীপ সংলগ্ন সাগরে ভাসমান অবস্থায় মৃতদেহটি উদ্ধার করা হয়।

ওই পর্যটকের নাম মো. রাহাত (১৮)। তিনি ঢাকার কামরাঙ্গীরচর থানার আল হেরা কমিউনিটি সেন্টার এলাকার আলী আকবরের ছেলে।

এ তথ্য নিশ্চিত করেছেন জেলা প্রশাসনের পর্যটন সেলের নির্বাহী ম্যাজিস্ট্রেট তানজিদুল রহমান তন্ময়। তিনি জানান, গত সোমবার দুপুরে কক্সবাজার শহরের সমুদ্র সৈকতের সুগন্ধা ও কলাতলী পয়েন্টের মাঝামাঝি ডিভাইন রিসোর্ট সংলগ্ন এলাকায় গোসলে নামে মো. রাহাতসহ চারজন। এ সময় স্রোতের টানে ভেসে যাওয়ার সময় তিনজনকে উদ্ধার করা সম্ভব হলেও রাহাত ভেসে যায়। পরে স্থানীয় লাইফগার্ড ও বিচকর্মিরা সৈকতের বিভিন্ন পয়েন্ট সাগরে খোঁজ নিয়েও তার সন্ধান পায়নি।

স্থানীয়দের বরাতে তানজিদুল রহমান তন্ময় বলেন, আজ বুধবার বিকেলে মহেশখালী উপজেলার সোনাদিয়া দ্বীপ সংলগ্ন সাগরে এক ব্যক্তির মৃতদেহ ভাসতে দেখে স্থানীয়রা। পরে তারা মৃতদেহটি উদ্ধার করে সাগর তীরে নিয়ে এসে পুলিশকে খবর দেয়। খবর পেয়ে পুলিশের একটি দল ঘটনাস্থলে পৌঁছে মৃতদেহটি উদ্ধার করে। এই মরদেহের ছবি নিখোঁজ পর্যটকের স্বজনদের কাছে পাঠানোর পর পরিচয় শনাক্ত হওয়া গেছে।

উদ্ধার মরদেহ কক্সবাজার জেলা সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে বলে জানান জেলা প্রশাসনের এই নির্বাহী ম্যাজিস্ট্রেট।

খালেদা জিয়ার মৃত্যুতে জাতি অভিভাবকসুলভ নেতৃত্বকে হারাল: চট্টগ্রাম সাংবাদিক ইউনিয়ন

চট্টগ্রামে সংসদ নির্বাচন: তিন আসনে বিএনপির প্রার্থী নিয়ে উত্তেজনা

পেট্রোলিয়াম করপোরেশন: দেড় বছরেও চালু হয়নি ৮ হাজার কোটি টাকার প্রকল্প

সাঈদ আল নোমানের বিরুদ্ধে মনোনয়নপত্র দাখিলের সময় আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ

ভোটের মাঠে যারা বাধা হবে, তাদের অস্তিত্ব থাকবে না: আমীর খসরু

কুমিল্লা-৪: হাসনাত আবদুল্লাহর সমর্থনে সরে দাঁড়ালেন জামায়াত প্রার্থী

পটিয়ায় বাস-ট্রাকের মুখোমুখি সংঘর্ষে ট্রাকচালক নিহত, আহত ৪

সাতকানিয়ায় খালের পাড় কেটে মাটি বিক্রি

সাতকানিয়ায় বন্দুকসহ এক ব্যক্তি গ্রেপ্তার

চট্টগ্রাম-১৪ আসনে ধানের শীষ পেলেন বেনজীরের ব্যবসায়িক সহযোগী জসিম