হোম > সারা দেশ > চট্টগ্রাম

সমুদ্রে গোসলে নেমে নিখোঁজ পর্যটকের লাশ উদ্ধার 

কক্সবাজার প্রতিনিধি

কক্সবাজার সমুদ্র সৈকতে গোসলে নেমে নিখোঁজের দুদিন পর এক পর্যটকের মৃতদেহ মহেশখালীর সোনাদিয়া দ্বীপে ভেসে এসেছে। আজ বুধবার বিকেলে সোনাদিয়া দ্বীপ সংলগ্ন সাগরে ভাসমান অবস্থায় মৃতদেহটি উদ্ধার করা হয়।

ওই পর্যটকের নাম মো. রাহাত (১৮)। তিনি ঢাকার কামরাঙ্গীরচর থানার আল হেরা কমিউনিটি সেন্টার এলাকার আলী আকবরের ছেলে।

এ তথ্য নিশ্চিত করেছেন জেলা প্রশাসনের পর্যটন সেলের নির্বাহী ম্যাজিস্ট্রেট তানজিদুল রহমান তন্ময়। তিনি জানান, গত সোমবার দুপুরে কক্সবাজার শহরের সমুদ্র সৈকতের সুগন্ধা ও কলাতলী পয়েন্টের মাঝামাঝি ডিভাইন রিসোর্ট সংলগ্ন এলাকায় গোসলে নামে মো. রাহাতসহ চারজন। এ সময় স্রোতের টানে ভেসে যাওয়ার সময় তিনজনকে উদ্ধার করা সম্ভব হলেও রাহাত ভেসে যায়। পরে স্থানীয় লাইফগার্ড ও বিচকর্মিরা সৈকতের বিভিন্ন পয়েন্ট সাগরে খোঁজ নিয়েও তার সন্ধান পায়নি।

স্থানীয়দের বরাতে তানজিদুল রহমান তন্ময় বলেন, আজ বুধবার বিকেলে মহেশখালী উপজেলার সোনাদিয়া দ্বীপ সংলগ্ন সাগরে এক ব্যক্তির মৃতদেহ ভাসতে দেখে স্থানীয়রা। পরে তারা মৃতদেহটি উদ্ধার করে সাগর তীরে নিয়ে এসে পুলিশকে খবর দেয়। খবর পেয়ে পুলিশের একটি দল ঘটনাস্থলে পৌঁছে মৃতদেহটি উদ্ধার করে। এই মরদেহের ছবি নিখোঁজ পর্যটকের স্বজনদের কাছে পাঠানোর পর পরিচয় শনাক্ত হওয়া গেছে।

উদ্ধার মরদেহ কক্সবাজার জেলা সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে বলে জানান জেলা প্রশাসনের এই নির্বাহী ম্যাজিস্ট্রেট।

নাব্যতা-সংকটে পায়রা বন্দরের জাহাজ ভিড়ছে চট্টগ্রামে

প্রতীক বরাদ্দের আগে ভোট চাওয়ায় জামায়াত প্রার্থী শাহজাহান চৌধুরীকে শোকজ

মোটরসাইকেল থামিয়ে ইয়াবা সেবনের জন্য ৫০০ টাকা দাবি, না দেওয়ায় খুন

চট্টগ্রাম ১৩: বিএনপি প্রার্থী সরওয়ার জামাল নিজামকে শোকজ

মহাসড়কে প্রাইভেট কার থামিয়ে পাঁচজনকে কুপিয়ে জখম

চাঁদপুরে নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের দায়ে ২ প্রার্থীকে শোকজ

চবিতে নিয়োগে অনিয়মের অভিযোগ, অভিযান চালিয়ে নথিপত্র নিল দুদক

বাঁশখালীতে ঘুষের টাকাসহ পরিবার পরিকল্পনার অফিস সহকারী আটক

চট্টগ্রামে ৩৫ সোনার বার ছিনতাই: বহিষ্কৃত ছাত্রদল নেতা বার্মা সাইফুলসহ গ্রেপ্তার ৪

কুবিতে ভর্তি পরীক্ষার প্রবেশপত্র ডাউনলোড করা যাবে ২৫ জানুয়ারি থেকে