হোম > সারা দেশ > চট্টগ্রাম

চট্টগ্রামে এস আলম গ্রুপের ২ জনের নামে প্রতারণার মামলা

 নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম

প্রতীকী ছবি

চট্টগ্রামে প্রতারণার অভিযোগে এস আলম গ্রুপের কর্ণধার সাইফুল আলম মাসুদসহ দুজনের নামে মামলা হয়েছে। আজ বৃহস্পতিবার চট্টগ্রাম মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আবু বক্কর সিদ্দিকের আদালতে মামলাটি দায়ের করা হয়। আদালত পুলিশের অপরাধ তদন্ত বিভাগকে (সিআইডি) মামলাটি তদন্তের নির্দেশ দিয়েছেন।

আদালতে বাদীর আইনজীবী শুভঙ্কর ঘোষ তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন।

মামলার বাদী নাজমে নওরোজ একজন নারী উদ্যোক্তা। তিনি মামলার আরজিতে প্রতারণার মাধ্যমে ২৯ কোটি টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ এনেছেন। এতে সাইফুল আলম মাসুদকে দ্বিতীয় ও তার ব্যক্তিগত সহকারী আকিজ উদ্দিনকে প্রথম আসামি করা হয়েছে।

মামলায় বাদী উল্লেখ করেন, তিনি একজন নারী উদ্যোক্তা হিসেবে চট্টগ্রাম নগরীর লা অ্যারিস্টোক্রেসি রেস্টুরেন্টের মালিক। রেস্টুরেন্টটির আগে তিনজন শেয়ার হোল্ডার ছিলেন। পরে তিনি বাকি দুজন থেকে সব শেয়ার কিনে একক মালিকানায় ওই রেস্টুরেন্ট পরিচালনা করে আসছিলেন। সে সুবাদে এস আলম গ্রুপের কর্ণধার সাইফুল আলম মাসুদের সঙ্গে তার পরিচয় হয় ও পারিবারিক সুসম্পর্ক গড়ে উঠে।

একপর্যায়ে সাইফুল আলম মাসুদ ব্যবসা বাড়ানোর জন্য তার মালিকানাধীন ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক কাজির দেউড়ি মহিলা শাখা থেকে প্রথমে দুই কোটি টাকা ঋণ দেন। এরপর সাইফুল আলম ওই নারীকে তার ব্যক্তিগত সহকারী পরিচয়ে আকিজ উদ্দিনের সঙ্গে পরিচয় করিয়ে দেন। আকিজ তাকে বিভিন্ন জায়গায় বিনিয়োগ করার নামে ওই ব্যাংক থেকে কয়েক দফায় মোট ৩০ কোটি টাকা ঋণ নিতে সহযোগিতা করেন। ২০১৬ থেকে ২০২১ সালের মধ্যে এই ঋণগুলো নেওয়া হয়।

এই সুযোগে আকিজ উদ্দিন ব্যাংকে ঋণের বিপরীতে থাকা ওই নারীর সই করা খালি চেকের মাধ্যমে ও ধার হিসেবে কয়েক দফায় ২৯ কোটি টাকা আত্মসাৎ করেন। চলতি বছরের ২২ জুলাই নাজমে নওরোজ টাকাগুলো ফেরত চাইলে তাকে খুন করে লাশ গুম করার হুমকি দেন আকিজ উদ্দিন।

আইনজীবী শুভঙ্কর ঘোষ আজকের পত্রিকাকে বলেন, ‘প্রতারণা ও জালিয়াতির মাধ্যমে নাজমে নওরোজ নামে ওই ব্যবসায়ীর কাছ থেকে আকিজ উদ্দিন কয়েক দফায় ২৯ কোটি টাকা হাতিয়ে নেন। সাইফুল আলম মাসুদেরও এখানে যোগসাজশে আছে।

টাকা ফেরত চাইলে তাকে অপহরণ করে খুন করারও হুমকি দেওয়া হয়েছে।’ আদালত মামলা গ্রহণ করে সিআইডিকে তদন্ত করার নির্দেশ দিয়েছেন বলে জানান এ আইনজীবী।

ওসমান হাদি হত্যার বিচারের দাবি চবির আধিপত্যবাদবিরোধী শিক্ষক ঐক্যের

লক্ষ্মীপুরে বিএনপি নেতার ঘরে আগুন: মামলা হয়নি, নাশকতার ‘বিশ্বাসযোগ্য’ প্রমাণ মেলেনি

কর্ণফুলীতে ট্রাফিক পুলিশের ওপর হামলা, আটক ১০

রাউজানে বাইরে থেকে দরজা বন্ধ করে ৩ বসতঘরে অগ্নিসংযোগের অভিযোগ

কুমিল্লায় একাধিক মামলার আসামি শামীম গ্রেপ্তার

চট্টগ্রামে ওসমান হাদির গায়েবানা জানাজা

লক্ষ্মীপুরে মাটি খুঁড়ে মিলল চট্টগ্রামে থানা থেকে লুট হওয়া অস্ত্র, যুবক গ্রেপ্তার

মিরসরাইয়ে গাড়ির ধাক্কায় ভ্যানচালক নিহত

আনিসুল ইসলামের গ্রামের বাড়িতে হামলা-অগ্নিসংযোগ

চট্টগ্রামে ভারতীয় হাইকমিশন ও মিডিয়া ভবনে নিরাপত্তা জোরদার