হোম > সারা দেশ > কক্সবাজার

চকরিয়ায় মহাসড়কে লুট হওয়া ১৭টি গরু গভীর জঙ্গল থেকে উদ্ধার, গ্রেপ্তার ২

চকরিয়া (কক্সবাজার) প্রতিনিধি

কক্সবাজারের চকরিয়ায় মহাসড়কে ব্যারিকেড দিয়ে ১৭টি গরু লুট করা হয়েছিল। গতকাল বুধবার রাত ৮টার দিকে ডুলাহাজারা ইউনিয়নের মালুমঘাট এলাকার সংরক্ষিত বনের ভেতর থেকে গরুগুলো উদ্ধার করেছে থানার পুলিশ। গত মঙ্গলবার দিবাগত রাতে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের ডুলাহাজারা এলাকায় এই গরু লুটের ঘটনা ঘটে। এদিকে এর সঙ্গে জড়িত থাকার অভিযোগে দুজনকে গ্রেপ্তার করা হয়েছে। চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মোহাম্মদ আলী বিষয়টি নিশ্চিত করেন।

গ্রেপ্তার দুজন হলেন কক্সবাজার সদর উপজেলার ইসলামাবাদ ইউনিয়নের খোদাইবাড়ি গ্রামের জাফর আলমের ছেলে মোহাম্মদ শাহীন (৪৫) ও কুষ্টিয়ার দৌলতপুর রামকৃঞ্চপুর ঢাকিপাড়া গ্রামের ফজর আলী শিকদারের মিজানুর রহমান।

চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মোহাম্মদ আলী বলেন, ‘একজন ব্যবসায়ী ১৭টি গরু ট্রাকে ভরে চট্টগ্রামে নিয়ে যাচ্ছিলেন। মহাসড়কের ডুলাহাজারা এলাকায় পৌঁছালে ট্রাক থামিয়ে ১৭টি গরু লুট করে জঙ্গলের ভেতর নিয়ে যায় কিছু লোক। এরপর অভিযান চালিয়ে গরু লুটের ঘটনায় জড়িত দুজনকে আটক করা হয়।’

ওসি শেখ মোহাম্মদ আলী আরও বলেন, ‘আটক ব্যক্তিদের তথ্যের ভিত্তিতে বুধবার সারা দিন অভিযান চালিয়ে রাত ৮টার দিকে প্রথম দফায় ১৫টি এবং পরে আরও দুটি গরু উদ্ধার করা হয়। এ ঘটনায় গরুর মালিক বাদী হয়ে থানায় মামলা রুজু করেছেন। গরুগুলো থানা হেফাজতে রয়েছে।’

টেকনাফে গুলিবিদ্ধ শিশুটিকে পাঠানো হচ্ছে ঢাকায়, মাথার খুলির এক পাশ খুলে রাখা হয়েছে

মেরিন একাডেমি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের মিলনমেলা

চট্টগ্রামে নালা থেকে বস্তাবন্দী মরদেহ উদ্ধার

সড়ক থেকে উদ্ধার সেই শিশু দাদির জিম্মায়, বাবা কারাগারে

চট্টগ্রামে ছুরিকাঘাতে পুলিশ সদস্য হত্যা মামলায় ১০ জনের যাবজ্জীবন

মিয়ানমার সীমান্তে গোলাগুলি: টেকনাফের গুলিবিদ্ধ শিশুটি লাইফ সাপোর্টে

ফেনী হাসপাতালে অপারেশন থিয়েটারে রান্না করার ঘটনায় দুই নার্স বরখাস্ত

নিয়ন্ত্রণ হারিয়ে বাস ঢুকল ফলের দোকানে

চট্টগ্রামে পোর্ট কলোনিতে মোটরসাইকেলচালকের ছুরিকাহত মরদেহ, পুলিশ বলছে হামলা অন্য এলাকায়

ব্যাংক থেকে টাকা তুলে বের হতেই ছোঁ মেরে নিয়ে গেল ছিনতাইকারী