পূর্ব বিরোধের জের ধরে ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর থানা গেটের সামনে দু’পক্ষের সংঘর্ষ হয়েছে। এতে তিন পুলিশসহ আহত হয়েছেন আটজন। আজ শনিবার দুপুরে এ সংঘর্ষ হয়। এ ঘটনায় কয়েকজনকে আটক করেছে পুলিশ।
আহতরা হলেন- উপপরিদর্শক (এসআই) আব্দুল আজিজ, এসআই আসরাফুল ইসলাম, সহকারী উপপরিদর্শক (এএসআই) আব্দুল্লাহ আল মামুন, শাওন মিয়া (৩০), কাউছার মিয়া (৪৫), ছুবুর মিয়া (৩০), পাবেল মিয়া (৩৪), রাজিব (৩০)।
এ সময় থানা গেটে আলমনগর গ্রামের রাজিব ও রবিনের সঙ্গে কাউছারের বাগ্বিতণ্ডা হয়। একপর্যায়ে দু’পক্ষের লোকজন থানা গেটেই সংঘর্ষে জড়িয়ে পড়ে। এ সময় দেশীয় অস্ত্রের আঘাতে আহত হন তিন পুলিশসহ আটজন। আহতদের চিকিৎসার জন্য হাসপাতালে নেওয়ার পর দ্বিতীয় দফায় দুপক্ষের মধ্যে সংঘর্ষ বাঁধে।
নবীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিনুর রশিদ জানান, পূর্ব বিরোধের জের ধরে এ সংঘর্ষের ঘটনা ঘটেছে। এই ঘটনায় আহত পাঁচজনকে আটক করা হয়েছে। মামলার প্রস্তুতি চলছে।