হোম > সারা দেশ > কক্সবাজার

ইনানী সৈকতে নেমেছিলেন দম্পতি, লাশ হয়ে ফিরলেন স্বামী

কক্সবাজার প্রতিনিধি

কক্সবাজারের উখিয়ার ইনানী সমুদ্রসৈকতে গোসলে নেমে এক পর্যটকের মৃত্যু হয়েছে। এ সময় ভেসে যাওয়ার সময় স্থানীয়রা তাঁর স্ত্রীকে উদ্ধার করেছেন। 

আজ শুক্রবার বেলা ২টার দিকে ইনানীর হোটেল হোয়াইট কিচেন সংলগ্ন সৈকতে এ ঘটনা ঘটেছে। 

মৃত পর্যটক নাফি শাহরিয়ার (৩০) ঢাকার বংশাল থানার ১২/৮ বিকে গাঙ্গুলি এলাকার নুর মোহাম্মদের ছেলে। জেলা প্রশাসনের পর্যটন সেলের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. তানভীর হোসেন এ তথ্য নিশ্চিত করেছেন। 

স্থানীয়দের বরাতে তানভীর হোসেন বলেন, আজ শুক্রবার সকালে নাফি শাহরিয়ার তাঁর স্ত্রীকে নিয়ে কক্সবাজার বেড়াতে আসেন। পরে তাঁরা উখিয়া উপজেলার ইনানী এলাকার হোয়াইট কিচেন হোটেলে ওঠেন। দুপুরে স্বামী-স্ত্রী মিলে হোটেলটির সামনের সৈকতের সাগরে গোসলে করতে যান। 

গোসলের একপর্যায়ে ভাটার সময় স্রোতের টানে স্বামী-স্ত্রী দুজন ভেসে যেতে থাকেন। এতে তাঁদের শোর-চিৎকারে ঘটনাস্থলে উপস্থিত লোকজন স্ত্রীকে উদ্ধার করতে সক্ষম হলেও স্বামী ভেসে নিখোঁজ হন। 

তানভীর হোসেন বলেন, বিচ কর্মী ও পুলিশ সদস্যরা নিখোঁজ পর্যটকের সন্ধানে সমুদ্রসৈকতের বিভিন্ন পয়েন্ট উদ্ধার তৎপরতা চালায়। একপর্যায়ে বিকেল পৌনে ৫টার দিকে ইনানী এলাকার হোটেল হোয়াইট কিচেনের সামনের সৈকত সাগরে নিখোঁজ পর্যটকের মৃতদেহ ভেসে আসে। 

পর্যটকের মৃতদেহ উদ্ধার করে কক্সবাজার জেলা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে বলে জানান তিনি।

লাঠিতে ভর দিয়ে করতে হয় যাতায়াত, একই পরিবারে ছয় প্রতিবন্ধীর মানবেতর জীবন

চট্টগ্রামে সড়ক দুর্ঘটনায় নিহতের হার ২৯ শতাংশ বৃদ্ধি, অর্ধেকই পথচারী

ভবন পরিকল্পনা অনুমোদনে ঘুষ দাবি, সিডিএ কার্যালয়ে দুদকের অভিযান

ফটিকছড়িতে ইজিবাইক উল্টে নারী নিহত

বসতঘরে আগুনে প্রাণ গেল দাদি-নাতনির

লক্ষ্মীপুরে বিএনপি নেতার ঘরে তালা লাগিয়ে অগ্নিসংযোগ: চার দিন পর হত্যা মামলা

চট্টগ্রামের ১৬ আসনের ৭টিতে বিএনপির চ্যালেঞ্জ বিএনপিই

চুরির স্বর্ণালংকার বিক্রির টাকায় রয়েল এনফিল্ড মোটরসাইকেল, গ্রেপ্তার ৪

হাতিয়ায় চর দখল নিয়ে দুই গ্রুপের সংঘর্ষ-গোলাগুলি, নিহত ৫

চালককে শ্বাসরোধ করে অটোরিকশা ছিনতাইয়ের চেষ্টা, পটিয়ায় জনতার হাতে যুবক আটক