চট্টগ্রামের আনোয়ারায় এক গৃহবধূর গলায় ওড়না প্যাঁচানো অবস্থায় সিলিং ফ্যানের সঙ্গে ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ মঙ্গলবার সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার বৈরাগ ইউনিয়নের খান বাড়ি এলাকার ভাড়া বাসায় থাকতেন ওই নারী।
মরদেহ উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে বলে জানিয়েছে পুলিশ।
নিহত গৃহবধূর নাম অদ্রিতা নাথ (১৯)। তিনি চট্টগ্রাম জেলার রাউজান উপজেলার গহিরা এলাকার সুমন নাথের মেয়ে এবং রাঙ্গুনিয়া উপজেলার টিপু দাশের (২৮) স্ত্রী। টিপু দাশ আবর আমিরাত প্রবাসী। প্রায় মাসখানেক আগে তিনি আবার আরব আমিরাতে চলে গেছেন।
এ বিষয়ে আনোয়ারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মীর্জা মুহাম্মদ হাছান আজকের পত্রিকাকে বলেন, ‘স্থানীয়দের খবরের ভিত্তিতে ঘটনাস্থলে গিয়ে ঝুলন্ত অবস্থায় গৃহবধূর লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে। ময়নাতদন্তের রিপোর্ট না আসা পর্যন্ত আত্মহত্যার কারণ বলা যাচ্ছে না।’
গৃহবধূর পরিবারের বরাত দিয়ে ওসি আরও বলেন, ‘নিহতের মা অঞ্জু নাথ কেইপিজেডের একটি কারখানায় চাকরি করেন। সেই সুবাদে তিনি আনোয়ারার বৈরাগ খান বাড়ির পার্শ্ববর্তী একটি ভাড়া বাসায় ছেলের সঙ্গে থাকেন। গত ৬ মাস আগে টিপু দাশের সঙ্গে বিয়ে হয় অদ্রিতার। দুই মাস আগে অন্য একটি ভাড়া বাসায় ওঠেন টিপু দাশ ও অদ্রিতা দম্পতি। প্রায় এক মাস আগে স্বামী বিদেশ যাওয়ার পর থেকে অদ্রিতা ওই বাসায় একাই থাকতেন।’