হোম > সারা দেশ > চট্টগ্রাম

খাল দখল করে সীমানা প্রাচীর নির্মাণ

হাটহাজারী (চট্টগ্রাম) প্রতিনিধি

চট্টগ্রাম সিটি করপোরেশনের (চসিক) ১ নম্বর দক্ষিণ পাহাড়তলী ওয়ার্ডের খাল দখল করে সীমানা প্রাচীর নির্মাণের অভিযোগ উঠেছে এক যুবলীগ নেতার বিরুদ্ধে। এলাকাবাসীর অভিযোগ, অবৈধভাবে খাল দখল করে প্রাচীর নির্মাণ করলেও সংশ্লিষ্ট কর্তৃপক্ষ কার্যকর কোন ব্যবস্থা নিচ্ছে না। 
 
জানা গেছে, শত বছরের পুরোনো খালটি দিয়ে বর্ষা মৌসুমে মাহামুদাবাদ এলাকার পাহাড়ি ঢল প্রবাহিত হয়। গত এক সপ্তাহ ধরে ১ নম্বর ওয়ার্ড যুবলীগের সাধারণ সম্পাদক মোহাম্মদ শফি খালের মাটি কেটে অবৈধভাবে সীমানা প্রাচীর নির্মাণ করছে। 
 
স্থানীয়রা অভিযোগ করে বলেন, শফি সরকার ক্ষমতার অপব্যবহার করে অবৈধভাবে খালের ওপর সীমানা প্রাচীর নির্মাণ করছে। এ ছাড়া ওয়ার্ড যুবলীগের সাধারণ সম্পাদক পরিচয়ে সে এলাকায় নানা অপকর্ম করে বেড়াচ্ছে। 

অবৈধভাবে খালের জায়গা দখল করে সীমানা প্রাচীর নির্মাণের ব্যাপারে মোহাম্মদ শফি বলেন, ‘আপনাদের এসব নিয়ে চিন্তা করতে হবে না। আমার জায়গায় আমি সীমানা প্রাচীর নির্মাণ করছি, কারও অনুমতির প্রয়োজন নাই। তা ছাড়া আমি দক্ষিণ পাহাড়তলী ওয়ার্ড যুবলীগের সাধারণ সম্পাদক। আপনারা কি করতে পারেন তা আমি দেখব। আমার কাজ আমি করি, আপনাদের কাজ আপনারা করেন।’ 

এ ব্যাপারে জানতে চাইলে চসিকের ১ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর ও ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি গাজী মোহাম্মদ শফিউল আজিম আজকের পত্রিকাকে বলেন, ‘নন্দিরহাট এলাকায় খাল (ছড়া) দখল করে অবৈধভাবে সীমানা প্রাচীর নির্মাণ করার বিষয়টি আমার জানা নেই। তবে করপোরেশনের লোক পাঠিয়ে দেখছি এবং দ্রুত ব্যবস্থা নিচ্ছি।’ 

রাজনৈতিক প্রশ্রয়ে ভয়ংকর

বাংলাদেশে আসার অপেক্ষায় হাজার হাজার বার্মিজ গরু

মাত্র দেড় বছর আগে র‍্যাবে যোগদান করেছিলেন বিজিবি সদস্য মোতালেব

জঙ্গল সলিমপুরে সন্ত্রাসীদের আস্তানা গুঁড়িয়ে দেওয়া হবে: র‍্যাবের ডিজি

মিরসরাইয়ে লরির ধাক্কায় প্রাণ গেল সবজি ব্যবসায়ীর

জঙ্গল সলিমপুর: মাইকে ঘোষণা দিয়ে র‍্যাবের ওপর ৫০০ দুর্বৃত্তের হামলা

চট্টগ্রাম বন্দর: ২ ‘মাঘেও’ বন্দর থেকে ছাড়া পাচ্ছে না ত্রাণের শীতবস্ত্র

জঙ্গল সলিমপুরে সশস্ত্র সন্ত্রাসীকে গ্রেপ্তার করে ফেরার পথে হামলার মুখে পড়ে র‍্যাব, গুলিবিদ্ধ হন মোতালেব

হাটহাজারীতে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে প্রাণ গেল তরুণের

সিএমপির গণবিজ্ঞপ্তি প্রত্যাখ্যান ও চসিক মেয়রের পদত্যাগের দাবি এনসিপির