হোম > সারা দেশ > চাঁদপুর

হাজীগঞ্জে ৩২ বছর পর যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার

চাঁদপুর প্রতিনিধি

চাঁদপুরের হাজীগঞ্জে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত লাবলু (৫৫) নামের এক আসামিকে ৩২ বছর পর গ্রেপ্তার করা হয়েছে। গতকাল মঙ্গলবার রাতে গ্রেপ্তারের পর আজ বুধবার দুপুরে তাঁকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠিয়েছে পুলিশ।

গতকাল মঙ্গলবার রাতে নারায়ণগঞ্জের চাষাড়া এলাকায় অভিযান চালিয়ে লাবলুকে গ্রেপ্তার করা হয়। লাবলু উপজেলার বাকিলা ইউনিয়নের দক্ষিণ শ্রীপুর গ্রামের বাসিন্দা।

মামলা সূত্রে জানা গেছে, ১৯৯১ সালে হাজীগঞ্জের শ্রীপুর গ্রামে জহির পাটওয়ারী নামের এক ব্যক্তিকে গলা কেটে হত্যার পর লাশ গুম করা হয়। ওই ঘটনায় লাবলুসহ পাঁচজনকে আসামি করে ১৯৯১ সালের ২৩ ফেব্রুয়ারি হাজীগঞ্জ থানায় একটি মামলা করা হয়। পরবর্তী সময়ে মামলার তদন্তকারী কর্মকর্তা আসামি লাবলুসহ পাঁচজনকে অভিযুক্ত করে আদালতে অভিযোগপত্র দাখিল করেন।

সাক্ষ্যগ্রহণ শেষে আদালত তিনিসহ পাঁচজনকে যাবজ্জীবন কারাদণ্ড দেন। এর মধ্যে তিনজন আসামি পলাতক ছিলেন। পলাতক আসামিদের মধ্যে লাবলু নাম-পরিচয় গোপন ও ঠিকানা পরিবর্তন করে বিভিন্ন স্থানে বসবাস করে আসছিলেন। এভাবে ৩২ বছর তিনি আত্মগোপনে ছিলেন। তাঁকে ধরতে হাজীগঞ্জ থানা-পুলিশ উদ্যোগী হয়ে নজরদারি অব্যাহত রাখে। একপর্যায়ে তথ্য-প্রযুক্তির সহায়তায় লাবলুর অবস্থান নিশ্চিত করে নারায়ণগঞ্জের চাষাড়া এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।

এ বিষয়ে জানতে চাইলে হাজীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ আব্দুর রশিদ আজকের পত্রিকাকে বলেন, আসামি লাবলুকে আজ আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।

রাজনৈতিক প্রশ্রয়ে ভয়ংকর

মিয়ানমার সীমান্ত: বাংলাদেশে আসার অপেক্ষায় হাজার হাজার বার্মিজ গরু

মাত্র দেড় বছর আগে র‍্যাবে যোগদান করেছিলেন বিজিবি সদস্য মোতালেব

জঙ্গল সলিমপুরে সন্ত্রাসীদের আস্তানা গুঁড়িয়ে দেওয়া হবে: র‍্যাবের ডিজি

মিরসরাইয়ে লরির ধাক্কায় প্রাণ গেল সবজি ব্যবসায়ীর

জঙ্গল সলিমপুর: মাইকে ঘোষণা দিয়ে র‍্যাবের ওপর ৫০০ দুর্বৃত্তের হামলা

চট্টগ্রাম বন্দর: ২ ‘মাঘেও’ বন্দর থেকে ছাড়া পাচ্ছে না ত্রাণের শীতবস্ত্র

জঙ্গল সলিমপুরে সশস্ত্র সন্ত্রাসীকে গ্রেপ্তার করে ফেরার পথে হামলার মুখে পড়ে র‍্যাব, গুলিবিদ্ধ হন মোতালেব

হাটহাজারীতে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে প্রাণ গেল তরুণের

সিএমপির গণবিজ্ঞপ্তি প্রত্যাখ্যান ও চসিক মেয়রের পদত্যাগের দাবি এনসিপির