আখাউড়া (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি
ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া সীমান্তে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ও ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) মধ্যে ঈদ উপলক্ষে মিষ্টি ও শুভেচ্ছা বিনিময় করা হয়েছে।
আজ শনিবার দুপুরে মিষ্টি ও শুভেচ্ছা বিনিময় করা হয়। বিএসএফের আইসিপি ৪২ ব্যাটালিয়নের ডিএস সাত্তার ও বিজিবির ল্যান্স নায়েক জিতু বড়ুয়া পরস্পরের হাতে মিষ্টি তুলে দেন।
বিজিবির আখাউড়া কোম্পানি কমান্ডার নায়ক সুবেদার মোহাম্মদ মিজানুর রহমান বলেন, ঈদুল ফিতর উপলক্ষে দুই দেশের মধ্যে ভ্রাতৃত্ববোধ বজায় রাখার জন্য প্রতিবছরের মতো এমন উদ্যোগ।