হোম > সারা দেশ > চট্টগ্রাম

সাগরে ট্রলারডুবি: নিখোঁজ ১২ জেলেকে তিন দিন পর উদ্ধার

কর্ণফুলী (চট্টগ্রাম) প্রতিনিধি

মাছ শিকারে গিয়ে সাগরে ট্রলারডুবিতে নিখোঁজ চট্টগ্রামের আনোয়ারা ও বাঁশখালীর ১২ জেলেকে উদ্ধার করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার রাতে বঙ্গোপসাগরের বিভিন্ন উপকূল থেকে ভাসমান অবস্থায় তাঁদের উদ্ধার করা হয়। 

কোস্টগার্ড পূর্ব জোনের অধীন সাঙ্গু স্টেশনের কন্টিনজেন্ট কমান্ডার (সিসি) মোস্তাক আহমেদ আজকের পত্রিকাকে বিষয়টি নিশ্চিত করেছেন। 

জেলেরা হলেন–আনোয়ারা উপজেলার রায়পুর ইউনিয়নের পূর্ব গহিরা এলাকার মোহাম্মদ মোখতার, আখতার হোসেন, নুর মোহাম্মদ, মো. ফরিদ, মো. ইলিয়াস, মো. আরাফাত, মো. শাহীন, মো. ওসমান, মো. আজিজুল হক ও মো. আরজু। বাকি দুজনের নাম জানা যায়নি। তাঁরা বাঁশখালী উপজেলার বাসিন্দা। 

জানা গেছে, গত মঙ্গলবার রাতে বঙ্গোপসাগরে ঝড়ের কবলে পড়ে আনোয়ারা উপকূলের এফবি মালেক শাহ, এফবি আল্লাহর দান ও এফবি আলী শাহ নামে তিনটি ট্রলার। ওই সময় ট্রলারগুলোতে ৪০ মাঝিমাল্লার মধ্যে ২৮ জন উদ্ধার হলেও এফবি আলী শাহ নামের ট্রলারের ১২ জন জেলে নিখোঁজ হন। ওই ১২ জনকে তিন দিন পর বৃহস্পতিবার রাতে উদ্ধার করে অন্য জেলেরা। 

নিখোঁজ ট্রলারের মালিক মনির উদ্দিন বলেন, ‘গত মঙ্গলবার রাতে কুতুবদিয়ার তিন নটিক্যাল মাইল পশ্চিমে ঝড়ের কবলে পড়ে তাঁর ট্রলারটি ডুবে যায়। এ সময় ১২ মাঝিমাল্লা ট্রলারে থাকা ফ্লুট (পানিতে ভাসার বস্তু) দিয়ে ভাসতে থাকেন। 

সাগর শান্ত হলে গতকাল মাছ ধরতে গেলে পতেঙ্গা উপকূলের জেলেরা একসঙ্গে ১০ জনকে ভাসতে দেখে ট্রলারে তুলে নেন। অপর দুজনকেও ভোলা উপকূলের একটি ট্রলার উদ্ধার করেছে। আজ শুক্রবার সকালে উদ্ধার হওয়া জেলেদের আনোয়ারায় নিয়ে আসা হয়।’

রাজনৈতিক প্রশ্রয়ে ভয়ংকর

বাংলাদেশে আসার অপেক্ষায় হাজার হাজার বার্মিজ গরু

মাত্র দেড় বছর আগে র‍্যাবে যোগদান করেছিলেন বিজিবি সদস্য মোতালেব

জঙ্গল সলিমপুরে সন্ত্রাসীদের আস্তানা গুঁড়িয়ে দেওয়া হবে: র‍্যাবের ডিজি

মিরসরাইয়ে লরির ধাক্কায় প্রাণ গেল সবজি ব্যবসায়ীর

জঙ্গল সলিমপুর: মাইকে ঘোষণা দিয়ে র‍্যাবের ওপর ৫০০ দুর্বৃত্তের হামলা

চট্টগ্রাম বন্দর: ২ ‘মাঘেও’ বন্দর থেকে ছাড়া পাচ্ছে না ত্রাণের শীতবস্ত্র

জঙ্গল সলিমপুরে সশস্ত্র সন্ত্রাসীকে গ্রেপ্তার করে ফেরার পথে হামলার মুখে পড়ে র‍্যাব, গুলিবিদ্ধ হন মোতালেব

হাটহাজারীতে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে প্রাণ গেল তরুণের

সিএমপির গণবিজ্ঞপ্তি প্রত্যাখ্যান ও চসিক মেয়রের পদত্যাগের দাবি এনসিপির