চট্টগ্রামের সীতাকুণ্ডে ট্রেনে কাটা পড়ে মো. মান্নান (৩৫) নামে এক যুবকের মৃত্যু হয়েছে।
আজ বৃহস্পতিবার ভোরে সীতাকুণ্ড রেলস্টেশন এলাকা থেকে জিআরপি পুলিশ তাঁর মরদেহ উদ্ধার করে। মৃত মান্নান ভোলা জেলার লালমোহন থানার মো. সিদ্দিকের ছেলে।
সীতাকুণ্ড জিআরপি পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক (এসআই) আমজাদ আলী চৌধুরী বিষয়টির সত্যতা নিশ্চিত করেছেন।
এসআই বলেন, যুবকটি বুধবার রাতের কোনো একসময় রেলস্টেশন এলাকার শতাধিক গজ দূরে ট্রেনে কাটা পড়ে মারা যান। তবে কোন ট্রেনের নিচে কাটা পড়ে তাঁর মৃত্যু হয়েছে, এ বিষয়ে নিশ্চিত হওয়া যায়নি। খবর পেয়ে আজ ভোরে স্টেশনসংলগ্ন রেললাইনের পাশ থেকে যুবকটির মরদেহ উদ্ধার করা হয়।
এসআই আরও বলেন, সুরতহাল প্রতিবেদন তৈরির পর ময়নাতদন্তের জন্য ওই যুবকের মরদেহ চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে মর্গে পাঠানো হয়েছে।