হোম > সারা দেশ > চট্টগ্রাম

রায়হানের বাড়িতে বিষধর শঙ্খিনী

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম

শহুরে জীবনে সাপের দেখা পেয়েছেন এমন লোক খুঁজে পাওয়া মুশকিল। আর তা যদি হয় বিষধর সাপ তাহলে তো কথায় নেই! নগরীর চান্দগাঁও থানার অদূর পাড়ায় গত বৃহস্পতিবার সত্যি সত্যি এমন ঘটনায় ঘটেছে।

রাত তখন ১২ টা। স্থানীয় বাসিন্দা মো. রায়হানের বাড়ির নিচতলার বাইরের দিকের স্যানিটারি পাইপে হঠাৎ কিছু একটা নড়াচড়ার শব্দ পান প্রতিবেশীরা। ছুটে এসে আলো ফেলতেই চমকে ওঠেন। পাইপের ভেতর আবিষ্কার করেন একটি কালো ও হলুদে মেশানো সাপ।  

বাড়ির মালিক রায়হান বলেন, আমরা সাপটি দেখে প্রথমে বিশ্বাস করতে পারছিলাম না। ভয়ে বুঝে উঠতে পারছিলাম না কী করব। পরে তাড়াতাড়ি খোঁজ খবর নিয়ে চট্টগ্রাম মেডিকেল কলেজে ভেনম রিসার্চ সেন্টারে ফোন করি। তারা তাৎক্ষণিক ভিডিও কলে নির্দেশনা দিলে কয়েকজন মিলে অনেক কষ্টে বালতির সাহায্যে সাপটি বস্তাবন্দী করি। পরে তারা এসে সাপটি নিয়ে যান।

ভেনম রিসার্চ সেন্টারের সহকারী গবেষক মো. মিজানুর রহমান বলেন, শুক্রবার আমরা সাপটি সংগ্রহ করেছি। এটি একটি শঙ্খিনী সাপ। লম্বায় ৫ ফুটের মতো। গায়ে হলুদ কালো ডোরা দাগ আছে। এই সাপ লাজুক প্রকৃতির। খুব একটা মানুষকে কামড়ায় না। তবে এর কামড় খেলে তিন ঘণ্টায় মানুষ মারা যেতে পারে। বাংলাদেশে এখনো এর অ্যান্টি ভেনম বা বিষ কাটানোর প্রতিষেধক নেই। তিনি জানান, সাপটি ভেনম সেন্টারের গবেষণার কাজে লাগানো হবে। 

লক্ষ্মীপুরে বিএনপি নেতার ঘরে তালা লাগিয়ে অগ্নিসংযোগ: চার দিন পর হত্যা মামলা

চট্টগ্রামের ১৬ আসনের ৭টিতে বিএনপির চ্যালেঞ্জ বিএনপিই

চুরির স্বর্ণালংকার বিক্রির টাকায় রয়েল এনফিল্ড মোটরসাইকেল, গ্রেপ্তার ৪

হাতিয়ায় চর দখল নিয়ে দুই গ্রুপের সংঘর্ষ-গোলাগুলি, নিহত ৫

চালককে শ্বাসরোধ করে অটোরিকশা ছিনতাইয়ের চেষ্টা, পটিয়ায় জনতার হাতে যুবক আটক

২৭-৩০ ডিসেম্বর রাতে কর্ণফুলী টানেলে নিয়ন্ত্রিত হবে যান চলাচল

হেডফোন কানে রেললাইনে যুবক, ট্রেনে কাটা পড়ে নিহত

ওসমান হাদি হত্যার বিচারের দাবি চবির আধিপত্যবাদবিরোধী শিক্ষক ঐক্যের

লক্ষ্মীপুরে বিএনপি নেতার ঘরে আগুন: মামলা হয়নি, নাশকতার ‘বিশ্বাসযোগ্য’ প্রমাণ মেলেনি

কর্ণফুলীতে ট্রাফিক পুলিশের ওপর হামলা, আটক ১০