হোম > সারা দেশ > চট্টগ্রাম

চট্টগ্রামে বিএনপি কার্যালয়ের সামনে থেকে যুবলীগ নেতা গ্রেপ্তার 

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম

চট্টগ্রামে বিএনপির কার্যালয়ের সামনে থেকে জাবেদ খান (৪০) নামে হত্যা মামলার এক আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল মঙ্গলবার নগরীর নুর আহমদ সড়কে নাসিমন ভবনের সামনে থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়। এর আগে সন্দেহভাজন ঘোরাফেরার সময় বিএনপি নেতা-কর্মীরা তাঁকে আটক করে পুলিশে খবর দেন।

গ্রেপ্তার জাবেদ খান নগরীর খুলশী থানার নিউ ঝাউতলা কলোনির বাসিন্দা। তিনি যুবলীগের রাজনীতির সঙ্গে জড়িত। তবে সাংগঠনিক কোনো পদে আছেন কি না তা নিশ্চিত করা না গেলেও নগর আওয়ামী লীগের শীর্ষ নেতাদের সঙ্গে তাঁর ঘনিষ্ঠতা রয়েছে।

এ ছাড়া ওই যুবক ২১ আগস্ট বৈষম্যবিরোধী আন্দোলনে হত্যাকাণ্ডের ঘটনায় নগরীর চান্দগাঁও থানায় দায়ের করা একটি মামলার ২১৯ নম্বর আসামি বলে জানা গেছে।

চান্দগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহিদুল কবীর বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি আজকের পত্রিকাকে বলেন, ‘বিএনপি কার্যালয়ের সামনে জাবেদ ঘোরাফেরা করছিল। স্থানীয় জনতার সন্দেহ হলে তারা তাঁকে আটক করে। পরিচয় নিশ্চিত হওয়ার পর থানায় খবর দিলে আমরা গিয়ে তাঁকে গ্রেপ্তার করে থানায় নিয়ে আসি। তাঁর বিরুদ্ধে চান্দগাঁও থানায় হত্যা মামলা আছে।’

রাজনৈতিক প্রশ্রয়ে ভয়ংকর

বাংলাদেশে আসার অপেক্ষায় হাজার হাজার বার্মিজ গরু

মাত্র দেড় বছর আগে র‍্যাবে যোগদান করেছিলেন বিজিবি সদস্য মোতালেব

জঙ্গল সলিমপুরে সন্ত্রাসীদের আস্তানা গুঁড়িয়ে দেওয়া হবে: র‍্যাবের ডিজি

মিরসরাইয়ে লরির ধাক্কায় প্রাণ গেল সবজি ব্যবসায়ীর

জঙ্গল সলিমপুর: মাইকে ঘোষণা দিয়ে র‍্যাবের ওপর ৫০০ দুর্বৃত্তের হামলা

চট্টগ্রাম বন্দর: ২ ‘মাঘেও’ বন্দর থেকে ছাড়া পাচ্ছে না ত্রাণের শীতবস্ত্র

জঙ্গল সলিমপুরে সশস্ত্র সন্ত্রাসীকে গ্রেপ্তার করে ফেরার পথে হামলার মুখে পড়ে র‍্যাব, গুলিবিদ্ধ হন মোতালেব

হাটহাজারীতে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে প্রাণ গেল তরুণের

সিএমপির গণবিজ্ঞপ্তি প্রত্যাখ্যান ও চসিক মেয়রের পদত্যাগের দাবি এনসিপির