হোম > সারা দেশ > ব্রাহ্মণবাড়িয়া

আশুগঞ্জে একসঙ্গে দম্পতির মৃত্যু, পরিবারের দাবি অভাব-অনটনে আত্মহত্যা

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি

ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতাল। ছবি: আজকের পত্রিকা

ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ উপজেলার লালপুর ইউনিয়নের কুড়েরপাড় এলাকায় এক দম্পতির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। গতকাল রোববার রাতে ঘটে যাওয়া এই ঘটনায় পরিবারের দাবি, অভাব-অনটন ও মানসিক চাপ থেকে তাঁরা আত্মহত্যা করেছেন।

নিহতরা হলেন আল আমিন (২৫) ও তাঁর স্ত্রী জরিনা বেগম (২০)। আল আমিন ওই এলাকার নান্নু মিয়ার ছেলে এবং জরিনা নোয়াপাড়া গ্রামের ইদ্রিস মিয়ার মেয়ে। তাঁদের সংসারে রয়েছে এক ছেলে ও এক মেয়ে। আল আমিন পেশায় ছিলেন ব্যাটারিচালিত অটোরিকশার চালক।

জরিনার ভাই আনোয়ার হোসেন জানান, দীর্ঘদিনের টানাপোড়েনের কারণে তাঁদের মধ্যে মানসিক চাপ বাড়ছিল। কিছুদিন আগে কিস্তিতে কেনা ইজিবাইকটি বিক্রি করে দেন আল আমিন। এর পর থেকেই দাম্পত্য কলহ শুরু হয়। হতাশা, দুঃখ ও ক্ষোভ থেকে তাঁরা কেরির ট্যাবলেট (চালের গুদামের পোকা মারার বিষ) খেয়ে আত্মহননের পথ বেছে নেন বলে দাবি পরিবারের।

পরিবারের সদস্যরা জানান, রোববার রাতে বিষ পান করার পর রাত ১০টার দিকে তাঁদের ব্রাহ্মণবাড়িয়া ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে নেওয়া হয়। সেখানে জরুরি বিভাগেই মারা যান জরিনা। পরে রাত ১টার দিকে চিকিৎসাধীন অবস্থায় মারা যান আল আমিনও।

আশুগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ বিল্লাল হোসেন বলেন, ‘অভাব-অনটন ও পারিবারিক মানসিক চাপে এ ধরনের ঘটনা ঘটেছে বলে প্রাথমিকভাবে জানা গেছে। মরদেহ দুটি হাসপাতালের মর্গে রাখা হয়েছে। বিস্তারিত তদন্ত চলছে।’

মিয়ানমার সীমান্তে গোলাগুলি: টেকনাফের গুলিবিদ্ধ শিশুটি লাইফ সাপোর্টে

ফেনী হাসপাতালে অপারেশন থিয়েটারে রান্না করার ঘটনায় দুই নার্স বরখাস্ত

নিয়ন্ত্রণ হারিয়ে বাস ঢুকল ফলের দোকানে

চট্টগ্রামে পোর্ট কলোনিতে মোটরসাইকেলচালকের ছুরিকাহত মরদেহ, পুলিশ বলছে হামলা অন্য এলাকায়

ব্যাংক থেকে টাকা তুলে বের হতেই ছোঁ মেরে নিয়ে গেল ছিনতাইকারী

ওমানে সড়ক দুর্ঘটনায় ফটিকছড়ির এক পরিবারের তিনজন নিহত

ফটিকছড়িতে গুলিতে নিহত ১

মিরসরাইয়ে পুলিশ পরিচয়ে পোলট্রি ফার্মে ঢুকে ডাকাতি, মোটরসাইকেলসহ মালপত্র লুট

শিক্ষককে হেনস্তার পর টেনেহিঁচড়ে প্রক্টর অফিসে নিয়ে গেলেন চাকসুর শিবির নেতারা

প্রভাবশালী ব্যবসায়ী থেকে ঋণখেলাপি, ৫০ বছরের বন্ধুত্বে ফাটল