হঠাৎ পুরোনো রূপে ফিরে যাচ্ছে করোনা সংক্রমণ। মৃত্যু সংখ্যা কম হলেও গত কয়েক দিনে উপজেলায় একাধিক রোগী করোনাভাইরাসে শনাক্ত হয়েছেন। প্রতিদিনই রেকর্ড ছাড়িয়ে যাচ্ছে আগের দিনের শনাক্তের সংখ্যা। এরই মধ্যে দুই দিন বন্ধ থাকার পর পটিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে করোনার নমুনা সংগ্রহের কার্যক্রম পুনরায় শুরু হয়েছে।
আজ বৃহস্পতিবার উপজেলার ৪৬ জনের নমুনা সংগ্রহ করা হয়েছে। এর মধ্যে ২৭ জনের করোনা পজিটিভ আসে বলে নিশ্চিত করেছেন উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডাক্তার সব্যসাচী নাথ।
স্বাস্থ্য কর্মকর্তা জানান, ৪৬ জনের মধ্যে ৩৪ জন র্যাপিড অ্যান্টিজেন টেস্টের মধ্যে ১৮ জনের পজিটিভ এবং ১২ জনের জিন এক্সপার্ট টেস্টে ৯ জনের করোনা পজিটিভ পাওয়া গেছে।
হাসপাতাল সূত্রে জানা যায়, বিষয়টি সিভিল সার্জন কার্যালয়ে জানানোর পর আজ বৃহস্পতিবার সকাল থেকেই চট্টগ্রামের আন্দরকিল্লা জেনারেল হাসপাতালের শুভ্র চাকমা নামের একজন মেডিকেল টেকনোলজিস্টকে এনে নমুনা সংগ্রহের কাজ শুরু করা হয়েছে।
হাসপাতালের স্বাস্থ্য কর্মকর্তা ডাক্তার সব্যসাচী নাথ বলেন, দুই দিন বন্ধ থাকার পর করোনার নমুনা সংগ্রহ কার্যক্রম পুনরায় শুরু হওয়ায় স্বাস্থ্য বিভাগের কর্মকর্তাদের নিকট কৃতজ্ঞতা জানাচ্ছি। হাসপাতালে জনবল সংকট থাকার সত্ত্বেও করোনার নমুনা সংগ্রহ কার্যক্রম পুনরায় শুরু করেছি। এখন থেকে প্রতিদিন নমুনা সংগ্রহ করা হবে।