হোম > সারা দেশ > চট্টগ্রাম

পটিয়ায় দুই দিন বন্ধ থাকার পর নমুনা সংগ্রহ শুরু

পটিয়া (চট্টগ্রাম)  প্রতিনিধি

হঠাৎ পুরোনো রূপে ফিরে যাচ্ছে করোনা সংক্রমণ। মৃত্যু সংখ্যা কম হলেও গত কয়েক দিনে উপজেলায় একাধিক রোগী করোনাভাইরাসে শনাক্ত হয়েছেন। প্রতিদিনই রেকর্ড ছাড়িয়ে যাচ্ছে আগের দিনের শনাক্তের সংখ্যা। এরই মধ্যে দুই দিন বন্ধ থাকার পর পটিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে করোনার নমুনা সংগ্রহের কার্যক্রম পুনরায় শুরু হয়েছে। 

আজ বৃহস্পতিবার উপজেলার ৪৬ জনের নমুনা সংগ্রহ করা হয়েছে। এর মধ্যে ২৭ জনের করোনা পজিটিভ আসে বলে নিশ্চিত করেছেন উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডাক্তার সব্যসাচী নাথ। 

স্বাস্থ্য কর্মকর্তা জানান, ৪৬ জনের মধ্যে ৩৪ জন র‍্যাপিড অ্যান্টিজেন টেস্টের মধ্যে ১৮ জনের পজিটিভ এবং ১২ জনের জিন এক্সপার্ট টেস্টে ৯ জনের করোনা পজিটিভ পাওয়া গেছে। 

জানা যায়, এর আগে হাসপাতালের একমাত্র টেকনোলজিস্ট ও নমুনা সংগ্রাহক দেবাশীষ বড়ুয়া সাজুর করোনা শনাক্ত হয়। এরপর আর কেউ না থাকায় মঙ্গলবার থেকে হাসপাতালে করোনার নমুনা সংগ্রহ বন্ধ হয়ে যায়। এ ছাড়াও প্যাথলজি বিভাগের অন্যান্য পরীক্ষা ও বন্ধ থাকার কারণে সাধারণ মানুষ চরম ভোগান্তিতে পড়ে। মঙ্গলবার ও বুধবার পর্যন্ত কোনো করোনা পরীক্ষার নমুনা সংগ্রহ করা হয়নি।  

হাসপাতাল সূত্রে জানা যায়, বিষয়টি সিভিল সার্জন কার্যালয়ে জানানোর পর আজ বৃহস্পতিবার সকাল থেকেই চট্টগ্রামের আন্দরকিল্লা জেনারেল হাসপাতালের শুভ্র চাকমা নামের একজন মেডিকেল টেকনোলজিস্টকে এনে নমুনা সংগ্রহের কাজ শুরু করা হয়েছে।  

হাসপাতালের স্বাস্থ্য কর্মকর্তা ডাক্তার সব্যসাচী নাথ বলেন, দুই দিন বন্ধ থাকার পর করোনার নমুনা সংগ্রহ কার্যক্রম পুনরায় শুরু হওয়ায় স্বাস্থ্য বিভাগের কর্মকর্তাদের নিকট কৃতজ্ঞতা জানাচ্ছি। হাসপাতালে জনবল সংকট থাকার সত্ত্বেও করোনার নমুনা সংগ্রহ কার্যক্রম পুনরায় শুরু করেছি। এখন থেকে প্রতিদিন নমুনা সংগ্রহ করা হবে। 

জেসিআই বাংলাদেশের ডেপুটি প্রেসিডেন্ট শান শাহেদ

সুন্দরবনে দুর্ঘটনায় পতিত পর্যটকবাহী জাহাজ থেকে পর্যটকদের উদ্ধার

বিএনপি প্রার্থীর এনআইডিতে স্নাতক, হলফনামায় এইচএসসি

রাউজানে একই আসনে বিএনপি মনোনীত দুই প্রার্থীই বৈধ

চবি ভর্তি পরীক্ষা: মেয়েকে হলে পাঠিয়ে বাবার চিরবিদায়

এনডিএফের আনিসুল ইসলামের মনোনয়নপত্র বাতিল

পারকি সৈকতে দুই কচ্ছপের মরদেহ

চট্টগ্রামে বিএনপি নেতাকে ছুরিকাঘাত

চসিকের ময়লাবাহী ট্রাকের ধাক্কায় কনস্টেবল নিহত

আগামীর বাংলাদেশ হবে রেইনবো নেশন: আমীর খসরু