হোম > সারা দেশ > লক্ষ্মীপুর

মায়ের কবরের পাশে শায়িত হলেন হোমায়রা হিমু

লক্ষ্মীপুর প্রতিনিধি

ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী হোমায়রা হিমুকে তাঁর মায়ের কবরের পাশে সমাহিত করা হয়েছে। আজ শুক্রবার রাত সোয়া ৮টার দিকে চট্টগ্রামের লক্ষ্মীপুর শহরের লামচরী জামে মসজিদের পাশের একটি কবরস্থানে তাঁকে দাফন করা হয়েছে। 

এর আগে রাত ৮টার দিকে মসজিদ প্রাঙ্গণে তাঁর জানাজা অনুষ্ঠিত হয়। এতে আত্মীয়স্বজন ছাড়াও স্থানীয় লোকজন অংশ নেন। 

এদিকে সন্ধ্যা ৭টার দিকে অ্যাম্বুলেন্সযোগে হিমুর মৃতদেহ নানার বাড়ি লক্ষ্মীপুর শহরের লামচরী পুরাতন গো-হাটাসংলগ্ন এলাকায় নিয়ে আসা হয়। আত্মীয়স্বজন মৃতদেহ একনজর দেখার পর সন্ধ্যা ৭টা ২০ মিনিটের দিকে মৃতদেহ জানাজার স্থানে নিয়ে আসা হয়। পরে বাদ এশা জানাজার নামাজ পড়ান ওই মসজিদের ইমাম। 

হোমায়ারা হিমুর মামা ও বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সাবেক পরিচালক মঈন উদ্দিন চৌধুরী কামরু জানান, লক্ষ্মীপুর পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডের লামচরী জামে মসজিদের সামনে রাত সোয়া ৮টার পর বাদ এশা দ্বিতীয় জানাজা শেষে মসজিদের কবরস্থানে তাঁর মরদেহ দাফন করা হয়। এটি তাঁর নানার এলাকা। তাঁর দাদার বাড়ি চাঁদপুরের মতলবে। তবে ছোটবেলা থেকে নানার বাড়িতেই থাকতেন তিনি। 

মা শামীম আরা চৌধুরীর কবরের পাশে তাঁকে সমাহিত করা হয়েছে। হিমুর বাবা-মা কেউই বেঁচে নেই। তিনি বাবা-মায়ের একমাত্র সন্তান। তাঁর বাবা প্রকৌশলী সানা উল্লাহ দুমাস আগে মারা যান। তাঁর মা শামীম আরা চৌধুরী ২০২০ সালে করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন। হিমু যখন ছোট ছিলেন, তখন মা-বাবার মধ্যে ছাড়াছাড়ি হয়। 

অভিনেত্রী হোমায়রা হিমু ১৯৮৫ সালের ২৩ নভেম্বর লক্ষ্মীপুর জেলায় জন্মগ্রহণ করেন। তিনি ইস্পাহানি কলেজ থেকে এইচএসসি সম্পন্ন করেন। হিমু ইডেন মহিলা কলেজে ভর্তি হন এবং সেখান থেকেই স্নাতকোত্তর ডিগ্রি লাভ করেন।

সীতাকুণ্ডে জমির সীমানা নিয়ে বিরোধে বৃদ্ধকে পিটিয়ে হত্যার অভিযোগ

চট্টগ্রামে হাদি হত্যার বিচার দাবিতে ইনকিলাব মঞ্চের বিক্ষোভ

চেসকোড বিজয় দিবস আন্তর্জাতিক দাবায় চ্যাম্পিয়ন রবিউল

লাঠিতে ভর দিয়ে করতে হয় যাতায়াত, একই পরিবারে ছয় প্রতিবন্ধীর মানবেতর জীবন

চট্টগ্রামে সড়ক দুর্ঘটনায় নিহতের হার ২৯ শতাংশ বৃদ্ধি, অর্ধেকই পথচারী

ভবন পরিকল্পনা অনুমোদনে ঘুষ দাবি, সিডিএ কার্যালয়ে দুদকের অভিযান

ফটিকছড়িতে ইজিবাইক উল্টে নারী নিহত

বসতঘরে আগুনে প্রাণ গেল দাদি-নাতনির

লক্ষ্মীপুরে বিএনপি নেতার ঘরে তালা লাগিয়ে অগ্নিসংযোগ: চার দিন পর হত্যা মামলা

চট্টগ্রামের ১৬ আসনের ৭টিতে বিএনপির চ্যালেঞ্জ বিএনপিই