চট্টগ্রামের পটিয়ায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্মদিন উদ্যাপনে আওয়ামী লীগের অনুষ্ঠানে পৌর বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক আবু ইউসুফের উপস্থিতি নিয়ে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। জাতীয় সংসদের সরকারদলীয় হুইপ শামসুল হক চৌধুরীর আমন্ত্রণে বিএনপির এই নেতা অনুষ্ঠানে আসেন বলে জানা যায়। হুইপের বক্তৃতার সময় আবু ইউসুফকে মঞ্চে আওয়ামী লীগ নেতাদের সারিতে দাঁড়ানো অবস্থায় দেখা গেছে। এই ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর আজ বুধবার ওই বিএনপি নেতাকে পদ থেকে অব্যাহতি দেওয়া হয়।
এ প্রসঙ্গে দক্ষিণ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মফিজুর রহমান আজকের পত্রিকাকে বলেন, ‘হুইপ নিজেও জাতীয় পার্টিসহ নানা দলবদল করে আজ আওয়ামী লীগার হয়েছেন। তাঁর অনুষ্ঠানে বিএনপির নেতা থাকা অস্বাভাবিক কিছু নয়।’
বুধবার রাত সাড়ে আটটার সময় জাতীয় সংসদের হুইপ শামসুল হক চৌধুরী এমপিকে ফোন দেওয়া হলে তার একান্ত সহকারী হাবিবুল হক চৌধুরী জানান তিনি একটা জরুরি মিটিং এ আছেন। হুইপের হয়ে হাবিবুল হক চৌধুরী জানান, কবিয়াল আবু ইউসুফকে আমরা প্রধানমন্ত্রীর জন্মদিনের অনুষ্ঠানে কবি গান করার জন্য দাওয়াত দিয়ে এনেছি। সে শিল্পী হিসেবে অনুষ্ঠানে অংশ নিয়েছেন।
পটিয়া উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অধ্যাপক হারুনুর রশীদ জানান, আমরা এর আগেও আমাদের বিভিন্ন অনুষ্ঠানে কবিয়াল আবু ইউসুফকে কবি গান পরিবেশন করার জন্য নিয়ে যেতাম। এবারও তাকে আমন্ত্রণ জানিয়ে অনুষ্ঠানে আনা হয়েছে। তবে সময় স্বল্পতার কারণে তিনি গান করতে পারেননি।
জানা যায়, প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৫তম জন্মদিন উদ্যাপন উপলক্ষে পটিয়া উপজেলা আওয়ামী লীগের উদ্যোগে পটিয়া স্কুল মাঠে সমাবেশ ও শোভাযাত্রার আয়োজন করা হয় গতকাল মঙ্গলবার। আওয়ামী লীগ নেতাদের মঞ্চে ওঠা নিয়ে ঠেলাঠেলি আর ধাক্কাধাক্কির কারণে আবু ইউসুফ সভার মূল মঞ্চে উঠতে পারেননি। এ কারণে তিনি মঞ্চের সামনে আওয়ামী লীগের অন্য নেতাদের সারিতে দাঁড়িয়ে থাকেন। হুইপ শামসুল হক চৌধুরী মঞ্চে বক্তৃতা করার সময়ও তাঁকে মঞ্চের সামনের দিকে দাঁড়িয়ে থাকতে দেখা যায়। এই ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হলে পটিয়াসহ দেশের নানা এলাকায় গুঞ্জন ওঠে। ফেসবুকে এই ছবির নিচে অনেককেই নানা ধরনের মন্তব্য করতে দেখা গেছে।
দলীয় পদ থেকে অব্যাহতি পাওয়া বিএনপি নেতা আবু ইউসুফ আজকের পত্রিকাকে বলেন, ‘কিছুদিন আগে হুইপ শামসুল হক চৌধুরী তাঁর এক কর্মীকে দিয়ে আমাকে প্রধানমন্ত্রীর জন্মদিনের অনুষ্ঠানে কবিগান করার অনুরোধ করেন। তাঁর অনুরোধে গান করতে অনুষ্ঠানে এলেও নেতাদের ভিড়ে মঞ্চে উঠতে পারিনি। ঠেলাঠেলিতে গানও করতে পারিনি।’ হুইপের বিরোধীপক্ষের লোকেরা সামাজিক যোগাযোগমাধ্যমে এই ছবি ভাইরাল করেছে বলে দাবি আবু ইউসুফের।
এ ব্যাপারে জানতে চাইলে পটিয়া উপজেলা বিএনপির আহ্বায়ক এনামুল হক এনাম আজকের পত্রিকাকে বলেন, দলের পদে থাকা কোনো লোক এভাবে আওয়ামী লীগের অনুষ্ঠানে যেতে পারেন না। তিনি দলের শৃঙ্খলাপরিপন্থী কাজ করেছেন। এ কারণে দলের পদ থেকে তাঁকে অব্যাহতি দেওয়া হয়েছে। তাঁর বিরুদ্ধে দল আরও কঠোর সিদ্ধান্ত নেবে বলে জানান তিনি।