হোম > সারা দেশ > লক্ষ্মীপুর

লক্ষ্মীপুরে অবরোধের সমর্থনে সড়কে টায়ার জ্বালিয়ে বিক্ষোভ

লক্ষ্মীপুর প্রতিনিধি

সরকার পতনের এক দফা দাবিতে চতুর্থ ধাপে বিএনপি-জামায়াতের ডাকা টানা ৪৮ ঘণ্টার অবরোধ চলছে লক্ষ্মীপুরে। আজ সোমবার সকালে লক্ষ্মীপুর-রামগতি সড়কের মিয়ার রাস্তার মাথা, শহরের আলিয়া মাদ্রাসা, দালাল বাজার ও ইটেরপোলসহ জেলার বিভিন্ন স্থানে সড়কে টায়ার জ্বালিয়ে অবস্থান নিয়ে অবরোধের সমর্থনে বিক্ষোভ করে বিএনপি ও জামায়াতের নেতা-কর্মীরা। 

এ ছাড়া সকাল থেকে জেলা বাস টার্মিনাল থেকে দূরপাল্লার কোনো যানবাহন ছেড়ে যায়নি। তবে শহরের সিএনজিচালিত অটোরিকশাসহ বিভিন্ন অটোরিকশা চলাচল করছে। এদিকে লক্ষ্মীপুর-ভোলা-বরিশাল নৌ-পথে যাত্রী সংকটের কারণে লঞ্চ চলাচল ব্যাহত হলেও ফেরি চলাচল করছে স্বাভাবিকভাবে। যেকোনো ধরনের নাশকতা এড়াতে পুলিশ, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা মহড়ায় রয়েছেন। 

জেলা বিএনপির ভারপ্রাপ্ত আহ্বায়ক অ্যাডভোকেট হাসিবুর রহমান বলেন, খালেদা জিয়ার মুক্তি, প্রধানমন্ত্রী শেখ হাসিনার পদত্যাগ ও নিরপেক্ষ নির্বাচনের দাবিতে যে আন্দোলন চলছে। এটি অব্যাহত থাকবে। হামলা-মামলা বা গ্রেপ্তার করে আন্দোলন বন্ধ করা যাবে না বলে হুঁশিয়ারি দেন নেতারা। 

লক্ষ্মীপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মোসলেহ উদ্দিন বলেন, শহরের যান চলাচল স্বাভাবিক রয়েছে। গুরুত্বপূর্ণ স্থানে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী নিয়োজিত রয়েছে। কোনো ধরনের নাশকতা ও সহিংসতা না করতে পারে সেদিকে নজর রয়েছে। কঠোর অবস্থানে রয়েছে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা।

মিরসরাইয়ে লরির ধাক্কায় প্রাণ গেল সবজি ব্যবসায়ীর

জঙ্গল সলিমপুর: মাইকে ঘোষণা দিয়ে র‍্যাবের ওপর ৫০০ দুর্বৃত্তের হামলা

চট্টগ্রাম বন্দর: ২ ‘মাঘেও’ বন্দর থেকে ছাড়া পাচ্ছে না ত্রাণের শীতবস্ত্র

জঙ্গল সলিমপুরে সশস্ত্র সন্ত্রাসীকে গ্রেপ্তার করে ফেরার পথে হামলার মুখে পড়ে র‍্যাব, গুলিবিদ্ধ হন মোতালেব

হাটহাজারীতে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে প্রাণ গেল তরুণের

সিএমপির গণবিজ্ঞপ্তি প্রত্যাখ্যান ও চসিক মেয়রের পদত্যাগের দাবি এনসিপির

জঙ্গল সলিমপুরে সন্ত্রাসীদের হামলায় র‍্যাব কর্মকর্তা নিহত

রাউজানে গোলাম আকবর নয়, গিয়াস কাদেরকেই বেছে নিল বিএনপি

এলপিজি সিলিন্ডারবাহী ট্রাক উল্টে দৃষ্টিপ্রতিবন্ধী ভিক্ষুক নিহত, আহত ২

চট্টগ্রামে আইনজীবী আলিফ হত্যা: চিন্ময়সহ ৩৯ জনের বিরুদ্ধে বিচার শুরুর আদেশ আদালতের