হোম > সারা দেশ > কক্সবাজার

কক্সবাজারে যৌথ বাহিনীর অভিযানে গ্রেপ্তার ৮, অস্ত্র উদ্ধার

কক্সবাজার প্রতিনিধি

কক্সবাজার সদর উপজেলার পিএমখালী এলাকায় যৌথ বাহিনী অভিযান চালিয়ে অস্ত্র ও গুলি উদ্ধার করেছে। এ ঘটনায় আটজনকে গ্রেপ্তার করা হয়েছে। 

আজ শুক্রবার ভোরে সদর উপজেলার পিএমখালী ইউনিয়নের মাইজপাড়া এলাকায় সেনাবাহিনী, পুলিশ, র‍্যাব এবং বিজিবির সমন্বয়ে এ অভিযান পরিচালনা করা হয়। এ তথ্য নিশ্চিত করেছেন র‍্যাব-১৫ কক্সবাজার ব্যাটালিয়নের আইন ও গণমাধ্যম শাখার সিনিয়র সহকারী পরিচালক ও অতিরিক্ত পুলিশ সুপার মো. আবুল কালাম চৌধুরী। 

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন ওই এলাকার মৃত কবির আহমেদের ছেলে কলিম উল্লাহ (৩৪), ফোরকান আহমেদের ছেলে মো. খোরশেদ আলম (৩৭), মো. শফিউল্লাহর ছেলে মো. হাসান শরীফ লাদেন (২০), মোহাম্মদ আলীর ছেলে মো. শাহিন (২৩), মাহাবুল্লাহর ছেলে মো. মিজান (২০), মৃত কবির আহমেদের ছেলে আব্দুল মালেক (৪৮), মাহমুদুল হকের ছেলে আব্দুল হাই (২৪) ও আব্দুল আজিজ (২৫)। 

অতিরিক্ত পুলিশ সুপার মো. আবুল কালাম চৌধুরী জানান, অভিযানে দুটি বিদেশি পিস্তল, তিনটি ওয়ান শুটার গান, দুটি এলজি পিস্তল, ৪৮টি কার্তুজ, তিনটি ম্যাগাজিন, পাঁচটি রামদা, দুটি কিরিচ, একটি চায়নিজ কুড়াল এবং একটি চেইন উদ্ধার করা হয়। 

তিনি জানান, গ্রেপ্তার ব্যক্তিরা সংঘবদ্ধ সন্ত্রাসী। দীর্ঘদিন ধরে তারা পিএমখালী ও আশপাশের এলাকায় আধিপত্য বিস্তার ও বিভিন্ন সন্ত্রাসী কার্যক্রম চালিয়ে আসছিল বলে প্রাথমিক জিজ্ঞাসাবাদে স্বীকার করেছেন। তাঁদের বিরুদ্ধে মামলা করে কক্সবাজার সদর থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানান তিনি। 

অপর দিকে আজ ভোরে উখিয়া উপজেলার কুতুপালং ২০ নম্বর রোহিঙ্গা আশ্রয়শিবিরে অভিযান চালিয়ে অস্ত্রসহ হামিদ হোসেন (২৫) নামের এক রোহিঙ্গা গ্রেপ্তার করা হয়। 

১৪ আর্মড পুলিশ ব্যাটালিয়নের অধিনায়ক ও অতিরিক্ত ডিআইজি মোহাম্মদ ইকবাল এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, গ্রেপ্তার রোহিঙ্গা সন্ত্রাসীর বিরুদ্ধে দুটি হত্যাসহ একাধিক মামলা রয়েছে। অস্ত্রসহ তাঁকে উখিয়া থানায় হস্তান্তর করা হয়েছে।

চট্টগ্রামে বিরোধপূর্ণ জমি: ১ বছর নিয়ে ২০ বছর ইজারা

বেপরোয়া পর্যটক সামলাতে হিমশিম অবস্থা কর্তৃপক্ষের

বউভাতে যাওয়ার পথে মাইক্রোবাস নিয়ন্ত্রণ হারিয়ে কনের নানি নিহত

৯ জুলাই যোদ্ধা চাকরি পেলেন চট্টগ্রাম বন্দরে

১০ বছর পর দম্পতির কোলজুড়ে একসঙ্গে পাঁচ সন্তান

‘সাম্প্রদায়িক উত্তেজনা সৃষ্টি করতে পরিকল্পিতভাবে হিন্দুদের বাড়িতে আগুন’

টেকনাফে গুলিবিদ্ধ শিশুটিকে পাঠানো হচ্ছে ঢাকায়, মাথার খুলির এক পাশ খুলে রাখা হয়েছে

মেরিন একাডেমি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের মিলনমেলা

চট্টগ্রামে নালা থেকে বস্তাবন্দী মরদেহ উদ্ধার

সড়ক থেকে উদ্ধার সেই শিশু দাদির জিম্মায়, বাবা কারাগারে