হোম > সারা দেশ > চট্টগ্রাম

পায়ুপথে সোনার বার, কোনো কৌশল কাজে এলো না জিয়ার

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম

সংযুক্ত আরব আমিরাত থেকে ৩২টি সোনার বার নিয়ে চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে আসেন মোহাম্মদ জিয়া উদ্দিন (২৫)। এসব সোনার বার তিনি প্যান্ট, জুতা ও পায়ুপথে ভরে আনেন। কিন্তু এই কৌশল তাঁর কাজে এলো না। ধরা পড়লেন জেলার কাস্টমস গোয়েন্দা বিভাগের কাছে।

আজ বৃহস্পতিবার ভোরে দুবাই থেকে আসা শাহ আমানত বিমানবন্দরে অবতরণ করা বাংলাদেশ বিমানের একটি ফ্লাইটে আসেন জিয়া। তাঁর বাড়ি চট্টগ্রামের হাটহাজারী উপজেলার ধলই ইউনিয়নের এনায়েতপুর গ্রামে। 

বিমানবন্দরে দায়িত্বে থাকা চট্টগ্রাম কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তরের যুগ্ম পরিচালক সাইফুর রহমান আজকের পত্রিকাকে বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, ‘কাস্টমসের গোয়েন্দা দল গোপন সংবাদের ভিত্তিতে জিয়াকে চিহ্নিত করে। ইমিগ্রেশন শেষ হওয়ার পর তাঁকে হেফাজতে নিয়ে তল্লাশি করে প্যান্টের ভেতর থেকে ১৫টি ও জুতার ভেতর থেকে ৮টি স্বর্ণের বার উদ্ধার করা হয়।’ 

সাইফুর আরও বলেন, ‘প্রাথমিক জিজ্ঞাসাবাদে জিয়া পেটের ভেতরে আরও স্বর্ণের বার আনার তথ্য আমাদের দেন। এক্স-রে প্রতিবেদনের ভিত্তিতে পায়ুপথের মাধ্যমে আরও ৯টি সোনার বার উদ্ধার করা হয়। এ ছাড়া তাঁর শরীরে আরও ৯৯ গ্রাম স্বর্ণালংকার পাওয়া গেছে। তাঁর বিরুদ্ধে পতেঙ্গা থানায় মামলা দায়েরের প্রক্রিয়া চলছে। এসব সোনার ওজন ৩ কেজি ৮২৭ গ্রাম। এর আনুমানিক বাজারমূল্য তিন কোটি ২১ লাখ ৪৬ হাজার ৮০০ টাকা।’

রাউজানে ভোটের মাঠ: সম্পদে এককভাবে এগিয়ে গোলাম আকবর, গিয়াসের স্ত্রী-সন্তানেরা ধনী বেশি

আনোয়ারায় সড়কের পাশ থেকে উদ্ধার দুই শিশুর পরিচয় মিলেছে, বাবা-মায়ের বিরুদ্ধে মামলা

মহাসড়কে দোকান যানজটে ভোগান্তি

ভোটের মাঠে: জয়ের সমীকরণ পাল্টে দেবে পাহাড়ি ভোটার

চাঁদপুরে হেফাজতে নির্যাতন, ৪ পুলিশ সদস্যের বিরুদ্ধে মামলা

চট্টগ্রামে থার্টি ফার্স্ট নিয়ে ৬ নির্দেশনা সিএমপির

খামারে ডাকাতের হানা, অস্ত্র ঠেকিয়ে ১২ গরু লুট

চন্দনাইশে অলিপুত্রের সমর্থনে সরে দাঁড়ালেন জামায়াতের প্রার্থী

খালেদা জিয়ার মৃত্যুতে জাতি অভিভাবকসুলভ নেতৃত্বকে হারাল: চট্টগ্রাম সাংবাদিক ইউনিয়ন

চট্টগ্রামে সংসদ নির্বাচন: তিন আসনে বিএনপির প্রার্থী নিয়ে উত্তেজনা