হোম > সারা দেশ > চট্টগ্রাম

পায়ুপথে সোনার বার, কোনো কৌশল কাজে এলো না জিয়ার

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম

সংযুক্ত আরব আমিরাত থেকে ৩২টি সোনার বার নিয়ে চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে আসেন মোহাম্মদ জিয়া উদ্দিন (২৫)। এসব সোনার বার তিনি প্যান্ট, জুতা ও পায়ুপথে ভরে আনেন। কিন্তু এই কৌশল তাঁর কাজে এলো না। ধরা পড়লেন জেলার কাস্টমস গোয়েন্দা বিভাগের কাছে।

আজ বৃহস্পতিবার ভোরে দুবাই থেকে আসা শাহ আমানত বিমানবন্দরে অবতরণ করা বাংলাদেশ বিমানের একটি ফ্লাইটে আসেন জিয়া। তাঁর বাড়ি চট্টগ্রামের হাটহাজারী উপজেলার ধলই ইউনিয়নের এনায়েতপুর গ্রামে। 

বিমানবন্দরে দায়িত্বে থাকা চট্টগ্রাম কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তরের যুগ্ম পরিচালক সাইফুর রহমান আজকের পত্রিকাকে বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, ‘কাস্টমসের গোয়েন্দা দল গোপন সংবাদের ভিত্তিতে জিয়াকে চিহ্নিত করে। ইমিগ্রেশন শেষ হওয়ার পর তাঁকে হেফাজতে নিয়ে তল্লাশি করে প্যান্টের ভেতর থেকে ১৫টি ও জুতার ভেতর থেকে ৮টি স্বর্ণের বার উদ্ধার করা হয়।’ 

সাইফুর আরও বলেন, ‘প্রাথমিক জিজ্ঞাসাবাদে জিয়া পেটের ভেতরে আরও স্বর্ণের বার আনার তথ্য আমাদের দেন। এক্স-রে প্রতিবেদনের ভিত্তিতে পায়ুপথের মাধ্যমে আরও ৯টি সোনার বার উদ্ধার করা হয়। এ ছাড়া তাঁর শরীরে আরও ৯৯ গ্রাম স্বর্ণালংকার পাওয়া গেছে। তাঁর বিরুদ্ধে পতেঙ্গা থানায় মামলা দায়েরের প্রক্রিয়া চলছে। এসব সোনার ওজন ৩ কেজি ৮২৭ গ্রাম। এর আনুমানিক বাজারমূল্য তিন কোটি ২১ লাখ ৪৬ হাজার ৮০০ টাকা।’

চট্টগ্রামে বিরোধপূর্ণ জমি: ১ বছর নিয়ে ২০ বছর ইজারা

বেপরোয়া পর্যটক সামলাতে হিমশিম অবস্থা কর্তৃপক্ষের

বউভাতে যাওয়ার পথে মাইক্রোবাস নিয়ন্ত্রণ হারিয়ে কনের নানি নিহত

৯ জুলাই যোদ্ধা চাকরি পেলেন চট্টগ্রাম বন্দরে

১০ বছর পর দম্পতির কোলজুড়ে একসঙ্গে পাঁচ সন্তান

‘সাম্প্রদায়িক উত্তেজনা সৃষ্টি করতে পরিকল্পিতভাবে হিন্দুদের বাড়িতে আগুন’

টেকনাফে গুলিবিদ্ধ শিশুটিকে পাঠানো হচ্ছে ঢাকায়, মাথার খুলির এক পাশ খুলে রাখা হয়েছে

মেরিন একাডেমি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের মিলনমেলা

চট্টগ্রামে নালা থেকে বস্তাবন্দী মরদেহ উদ্ধার

সড়ক থেকে উদ্ধার সেই শিশু দাদির জিম্মায়, বাবা কারাগারে