হোম > সারা দেশ > চট্টগ্রাম

পায়ুপথে সোনার বার, কোনো কৌশল কাজে এলো না জিয়ার

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম

সংযুক্ত আরব আমিরাত থেকে ৩২টি সোনার বার নিয়ে চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে আসেন মোহাম্মদ জিয়া উদ্দিন (২৫)। এসব সোনার বার তিনি প্যান্ট, জুতা ও পায়ুপথে ভরে আনেন। কিন্তু এই কৌশল তাঁর কাজে এলো না। ধরা পড়লেন জেলার কাস্টমস গোয়েন্দা বিভাগের কাছে।

আজ বৃহস্পতিবার ভোরে দুবাই থেকে আসা শাহ আমানত বিমানবন্দরে অবতরণ করা বাংলাদেশ বিমানের একটি ফ্লাইটে আসেন জিয়া। তাঁর বাড়ি চট্টগ্রামের হাটহাজারী উপজেলার ধলই ইউনিয়নের এনায়েতপুর গ্রামে। 

বিমানবন্দরে দায়িত্বে থাকা চট্টগ্রাম কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তরের যুগ্ম পরিচালক সাইফুর রহমান আজকের পত্রিকাকে বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, ‘কাস্টমসের গোয়েন্দা দল গোপন সংবাদের ভিত্তিতে জিয়াকে চিহ্নিত করে। ইমিগ্রেশন শেষ হওয়ার পর তাঁকে হেফাজতে নিয়ে তল্লাশি করে প্যান্টের ভেতর থেকে ১৫টি ও জুতার ভেতর থেকে ৮টি স্বর্ণের বার উদ্ধার করা হয়।’ 

সাইফুর আরও বলেন, ‘প্রাথমিক জিজ্ঞাসাবাদে জিয়া পেটের ভেতরে আরও স্বর্ণের বার আনার তথ্য আমাদের দেন। এক্স-রে প্রতিবেদনের ভিত্তিতে পায়ুপথের মাধ্যমে আরও ৯টি সোনার বার উদ্ধার করা হয়। এ ছাড়া তাঁর শরীরে আরও ৯৯ গ্রাম স্বর্ণালংকার পাওয়া গেছে। তাঁর বিরুদ্ধে পতেঙ্গা থানায় মামলা দায়েরের প্রক্রিয়া চলছে। এসব সোনার ওজন ৩ কেজি ৮২৭ গ্রাম। এর আনুমানিক বাজারমূল্য তিন কোটি ২১ লাখ ৪৬ হাজার ৮০০ টাকা।’

রাউজানে বাইরে থেকে দরজা বন্ধ করে ৩ বসতঘরে অগ্নিসংযোগের অভিযোগ

কুমিল্লায় একাধিক মামলার আসামি শামীম গ্রেপ্তার

চট্টগ্রামে ওসমান হাদির গায়েবানা জানাজা

লক্ষ্মীপুরে মাটি খুঁড়ে মিলল চট্টগ্রামে থানা থেকে লুট হওয়া অস্ত্র, যুবক গ্রেপ্তার

মিরসরাইয়ে গাড়ির ধাক্কায় ভ্যানচালক নিহত

আনিসুল ইসলামের গ্রামের বাড়িতে হামলা-অগ্নিসংযোগ

চট্টগ্রামে ভারতীয় হাইকমিশন ও মিডিয়া ভবনে নিরাপত্তা জোরদার

বান্দরবানে সাবেক পার্বত্যমন্ত্রী বীর বাহাদুরের বাড়িতে অগ্নিসংযোগ

সীতাকুণ্ডে কাভার্ড ভ্যানের চাপায় ব্যবসায়ী নিহত

গ্রেপ্তার নিষিদ্ধ ছাত্রলীগ নেতার থানায় সেলফি: অব্যাহতির খবর পেয়ে কনস্টেবল অসুস্থ