কুমিল্লার ব্রাহ্মণপাড়ায় নানাবাড়িতে বেড়াতে এসে খোলা সেপটিক ট্যাংকে পড়ে লামিয়া নামের দেড় বছরের এক শিশুর মৃত্যু হয়েছে। গতকাল বৃহস্পতিবার বিকেলে উপজেলার দুলালপুর ইউনিয়নের দুলালপুর পূর্বপাড়া জারু মিয়ার বাড়িতে এ ঘটনা ঘটে।
মৃত শিশুটি উপজেলার সদর ইউনিয়নের মহালক্ষ্মীপাড়া গ্রামের ছাওয়াল মিয়ার মেয়ে।
শিশুটির মামা মানিক মিয়া বলেন, ‘শিশু লামিয়ার মা ঘরের কাজে ব্যস্ত ছিলেন। এ সময় সে বাইরে উঠানে খেলছিল। কিছুক্ষণ পর তার মা লামিয়াকে দেখতে না পেয়ে খোঁজাখুঁজি শুরু করেন। একপর্যায়ে বাড়ির পাশের একটি পরিত্যক্ত খোলা সেপটিক ট্যাংকে খোঁজা হলে সেখানে লামিয়াকে ডুবন্ত অবস্থায় পাওয়া যায়।
এ সময় তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে চিকিৎসক তোফায়েল আহমেদ ভূইয়া শিশুটিকে মৃত ঘোষণা করেন।