হোম > সারা দেশ > কক্সবাজার

কক্সবাজার সমুদ্র সৈকতে ভেসে এসেছে মৃত জেলিফিশ

কক্সবাজার প্রতিনিধি

কক্সবাজার সমুদ্র উপকূলে ভেসে আসছে মৃত জেলিফিশ। বুধবার ও আজ বৃহস্পতিবার সৈকতের লাবণী, কলাতলী, সুগন্ধা ও দরিয়ানগর পয়েন্টে অন্তত শতাধিক জেলিফিশ ভেসে এসেছে বলে জানা গেছে। 

হঠাৎ করে এত জেলিফিশ মারা যাওয়ার সঠিক কারণ এখনো নিশ্চিত হওয়া যায়নি। তবে কারণ অনুসন্ধানে জেলিফিশের নমুনা সংগ্রহ করেছেন কক্সবাজারের বাংলাদেশ সমুদ্র গবেষণা ইনস্টিটিউটের বিজ্ঞানীরা। 

ধারণা করা হচ্ছে, কয়েক দিনের প্রচণ্ড তাপপ্রবাহ ও জেলেদের জালে আটকা পড়ে মারা যেতে পারে জেলিফিশগুলো। 

কলাতলী এলাকার জেলে নুরুল আমিন (৪৫) ও আবদুল গফুর (৪০) জানান, বুধবার থেকে জোয়ারের পানিতে সাগর তীরে জেলিফিশ ভেসে আসছে। 

কক্সবাজার টুরিস্ট পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার রেজাউল করিম শহরের পর্যটন জোনের কয়েকটি স্থানে জেলিফিশ ভেসে আসার তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, বিষাক্ত মৃত জেলিফিশগুলো অপসারণের কাজ শুরু করা হয়েছে। 

সংশ্লিষ্টরা জানান, বঙ্গোপসাগরে কয়েক প্রজাতির জেলিফিশ রয়েছে। এটি সাধারণ জেলিফিশ। এর বৈজ্ঞানিক নাম অরেলিয়া অরিতা (Aurelia Aurita)। এই মাছ বিষাক্ত হিসেবে বিবেচিত। এটি মানুষের শরীরে লাগলে চুলকানি হয়। 

বাংলাদেশ সমুদ্র গবেষণা ইনস্টিটিউটের সিনিয়র বৈজ্ঞানিক কর্মকর্তা আবু সাঈদ মুহাম্মদ শরীফ জানান, কী কারণে এত জেলিফিশ মারা গেছে, তা অনুসন্ধানে নমুনা সংগ্রহ করা হয়েছে। সাধারণত জেলেদের জালে আটকা পড়ে মারা যেতে পারে। 

এ সময় এসব মৃত জেলিফিশ খালি হাতে স্পর্শ না করার পরামর্শ দিয়েছেন তিনি। 

এ ব্যাপারে জেলা মৎস্য কর্মকর্তা মোহাম্মদ বদরুজ্জামানের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বিষয়টি জানেন না বলে জানান। এ সময় তিনি আজকের পত্রিকাকে বলেন, ‘আমি জেলার বাইরে রয়েছি। বিষয়টি খোঁজ নিয়ে দেখব।’ 

মিয়ানমার সীমান্তে গোলাগুলি: টেকনাফের গুলিবিদ্ধ শিশুটি লাইফ সাপোর্টে

ফেনী হাসপাতালে অপারেশন থিয়েটারে রান্না করার ঘটনায় দুই নার্স বরখাস্ত

নিয়ন্ত্রণ হারিয়ে বাস ঢুকল ফলের দোকানে

চট্টগ্রামে পোর্ট কলোনিতে মোটরসাইকেলচালকের ছুরিকাহত মরদেহ, পুলিশ বলছে হামলা অন্য এলাকায়

ব্যাংক থেকে টাকা তুলে বের হতেই ছোঁ মেরে নিয়ে গেল ছিনতাইকারী

ওমানে সড়ক দুর্ঘটনায় ফটিকছড়ির এক পরিবারের তিনজন নিহত

ফটিকছড়িতে গুলিতে নিহত ১

মিরসরাইয়ে পুলিশ পরিচয়ে পোলট্রি ফার্মে ঢুকে ডাকাতি, মোটরসাইকেলসহ মালপত্র লুট

শিক্ষককে হেনস্তার পর টেনেহিঁচড়ে প্রক্টর অফিসে নিয়ে গেলেন চাকসুর শিবির নেতারা

প্রভাবশালী ব্যবসায়ী থেকে ঋণখেলাপি, ৫০ বছরের বন্ধুত্বে ফাটল