হোম > সারা দেশ > কক্সবাজার

কক্সবাজার সমুদ্র সৈকতে ভেসে এসেছে মৃত জেলিফিশ

কক্সবাজার প্রতিনিধি

কক্সবাজার সমুদ্র উপকূলে ভেসে আসছে মৃত জেলিফিশ। বুধবার ও আজ বৃহস্পতিবার সৈকতের লাবণী, কলাতলী, সুগন্ধা ও দরিয়ানগর পয়েন্টে অন্তত শতাধিক জেলিফিশ ভেসে এসেছে বলে জানা গেছে। 

হঠাৎ করে এত জেলিফিশ মারা যাওয়ার সঠিক কারণ এখনো নিশ্চিত হওয়া যায়নি। তবে কারণ অনুসন্ধানে জেলিফিশের নমুনা সংগ্রহ করেছেন কক্সবাজারের বাংলাদেশ সমুদ্র গবেষণা ইনস্টিটিউটের বিজ্ঞানীরা। 

ধারণা করা হচ্ছে, কয়েক দিনের প্রচণ্ড তাপপ্রবাহ ও জেলেদের জালে আটকা পড়ে মারা যেতে পারে জেলিফিশগুলো। 

কলাতলী এলাকার জেলে নুরুল আমিন (৪৫) ও আবদুল গফুর (৪০) জানান, বুধবার থেকে জোয়ারের পানিতে সাগর তীরে জেলিফিশ ভেসে আসছে। 

কক্সবাজার টুরিস্ট পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার রেজাউল করিম শহরের পর্যটন জোনের কয়েকটি স্থানে জেলিফিশ ভেসে আসার তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, বিষাক্ত মৃত জেলিফিশগুলো অপসারণের কাজ শুরু করা হয়েছে। 

সংশ্লিষ্টরা জানান, বঙ্গোপসাগরে কয়েক প্রজাতির জেলিফিশ রয়েছে। এটি সাধারণ জেলিফিশ। এর বৈজ্ঞানিক নাম অরেলিয়া অরিতা (Aurelia Aurita)। এই মাছ বিষাক্ত হিসেবে বিবেচিত। এটি মানুষের শরীরে লাগলে চুলকানি হয়। 

বাংলাদেশ সমুদ্র গবেষণা ইনস্টিটিউটের সিনিয়র বৈজ্ঞানিক কর্মকর্তা আবু সাঈদ মুহাম্মদ শরীফ জানান, কী কারণে এত জেলিফিশ মারা গেছে, তা অনুসন্ধানে নমুনা সংগ্রহ করা হয়েছে। সাধারণত জেলেদের জালে আটকা পড়ে মারা যেতে পারে। 

এ সময় এসব মৃত জেলিফিশ খালি হাতে স্পর্শ না করার পরামর্শ দিয়েছেন তিনি। 

এ ব্যাপারে জেলা মৎস্য কর্মকর্তা মোহাম্মদ বদরুজ্জামানের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বিষয়টি জানেন না বলে জানান। এ সময় তিনি আজকের পত্রিকাকে বলেন, ‘আমি জেলার বাইরে রয়েছি। বিষয়টি খোঁজ নিয়ে দেখব।’ 

ওসমান হাদি হত্যার বিচারের দাবি চবির আধিপত্যবাদবিরোধী শিক্ষক ঐক্যের

লক্ষ্মীপুরে বিএনপি নেতার ঘরে আগুন: মামলা হয়নি, নাশকতার ‘বিশ্বাসযোগ্য’ প্রমাণ মেলেনি

কর্ণফুলীতে ট্রাফিক পুলিশের ওপর হামলা, আটক ১০

রাউজানে বাইরে থেকে দরজা বন্ধ করে ৩ বসতঘরে অগ্নিসংযোগের অভিযোগ

কুমিল্লায় একাধিক মামলার আসামি শামীম গ্রেপ্তার

চট্টগ্রামে ওসমান হাদির গায়েবানা জানাজা

লক্ষ্মীপুরে মাটি খুঁড়ে মিলল চট্টগ্রামে থানা থেকে লুট হওয়া অস্ত্র, যুবক গ্রেপ্তার

মিরসরাইয়ে গাড়ির ধাক্কায় ভ্যানচালক নিহত

আনিসুল ইসলামের গ্রামের বাড়িতে হামলা-অগ্নিসংযোগ

চট্টগ্রামে ভারতীয় হাইকমিশন ও মিডিয়া ভবনে নিরাপত্তা জোরদার