হোম > সারা দেশ > কক্সবাজার

কক্সবাজারে গোসলে নেমে এইচএসসি পরীক্ষার্থী নিখোঁজ

কক্সবাজার প্রতিনিধি

কক্সবাজার সমুদ্রসৈকতে গোসলে নেমে এক এইচএসসি পরীক্ষার্থী নিখোঁজ হয়েছেন। আজ শুক্রবার সকাল ১০টার দিকে কক্সবাজার শহরের কলাতলী পয়েন্টে এ দুর্ঘটনা ঘটে। 

নিখোঁজ আতহার নূর কাইফ (১৮) উখিয়া উপজেলার রত্নাপালং ইউনিয়নের ভালুকিয়া পালং এলাকার বশির উদ্দিন মাহমুদের ছেলে। তিনি কক্সবাজার ডিসি কলেজ থেকে এবার এইচএসসি পরীক্ষা দিচ্ছিলেন। 

টুরিস্ট পুলিশ কক্সবাজার অঞ্চলের পুলিশ সুপার মোহাম্মদ মনজুর মোরশেদ এ তথ্য নিশ্চিত করেছেন। 

মনজুর মোরশেদ বলেন, আজ শুক্রবার সকালে আতহার নূর কাইফ তাঁর এক খালাতো ভাই ও এক বন্ধুসহ কক্সবাজার সমুদ্র সৈকতের কলাতলী পয়েন্ট সাগরে গোসলে করতে যায়। একপর্যায়ে সাগরের ঢেউয়ের স্রোতে আতহার নূর কাইফ ভেসে যায়। এ সময় সঙ্গে থাকা দুজনের শোর চিৎকারে স্থানীয় লাইফগার্ড কর্মীরা তাঁকে উদ্ধারে গেলেও সন্ধান পাননি। 

জেলা প্রশাসনের বিচকর্মীদের সুপার ভাইজার বেলাল হোসেন আজকের পত্রিকাকে বলেন, নিখোঁজ শিক্ষার্থীর খোঁজে সাগরের বিভিন্ন পয়েন্টে বিচকর্মী, লাইফ গার্ড ও টুরিস্ট পুলিশ কাজ করছে। 
আতহার নূর কাইফ সাগরে নিখোঁজ হওয়ার খবরে তাঁর সহপাঠী, আত্মীয়-স্বজন ও শিক্ষকেরা সৈকতে ছুটে যান। 

কক্সবাজার ডিসি কলেজের শিক্ষক রোশনা আক্তার সোমা বলেন, আতহার নূর বিজ্ঞান বিভাগের মেধাবী ছাত্র। চলমান এইচএসসি পরীক্ষা দিচ্ছে সে। 

এদিকে লঘুচাপের কারণে সাগর কিছুটা উত্তাল রয়েছে। আবহাওয়া অফিস কক্সবাজার সমুদ্র বন্দরে ৩ নম্বর সতর্কতা সংকেত জারি করেছে। এ কারণে আজ শুক্রবার সকাল থেকে সৈকতে সতর্কতামূলক লাল পতাকা টাঙানো হয়েছে। তারপরও অনেকেই নির্দেশনা না মেনে সাগরে গোসলে নামছেন বলে জানিয়েছেন বিচকর্মীরা।

মেরিন একাডেমি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের মিলনমেলা

চট্টগ্রামে নালা থেকে বস্তাবন্দী মরদেহ উদ্ধার

সড়ক থেকে উদ্ধার সেই শিশু দাদির জিম্মায়, বাবা কারাগারে

চট্টগ্রামে ছুরিকাঘাতে পুলিশ সদস্য হত্যা মামলায় ১০ জনের যাবজ্জীবন

মিয়ানমার সীমান্তে গোলাগুলি: টেকনাফের গুলিবিদ্ধ শিশুটি লাইফ সাপোর্টে

ফেনী হাসপাতালে অপারেশন থিয়েটারে রান্না করার ঘটনায় দুই নার্স বরখাস্ত

নিয়ন্ত্রণ হারিয়ে বাস ঢুকল ফলের দোকানে

চট্টগ্রামে পোর্ট কলোনিতে মোটরসাইকেলচালকের ছুরিকাহত মরদেহ, পুলিশ বলছে হামলা অন্য এলাকায়

ব্যাংক থেকে টাকা তুলে বের হতেই ছোঁ মেরে নিয়ে গেল ছিনতাইকারী

ওমানে সড়ক দুর্ঘটনায় ফটিকছড়ির এক পরিবারের তিনজন নিহত