চট্টগ্রামের লোহাগাড়ার চরম্বা এলাকায় গহিন অরণ্যের ভেতর পাহাড়ি ছড়া থেকে অবৈধ বালু উত্তোলনের সময় অভিযান চালায় ভ্রাম্যমাণ আদালত। বুধবার দিনব্যাপী উপজেলার চরম্বা ইউনিয়নের বাইয়ের পাড়ার গহিন অরণ্যের তিনটি স্পটে অভিযান পরিচালনা করা হয়। অভিযানে নেতৃত্ব দেন ইউএনও মো. আহসান হাবিব জিতু ও সহকারী কমিশনার (ভূমি) মো. মাসুদ রানা।
এ সময় ইউএনও ও এসিল্যান্ড বালুবাহী ট্রাককে ধাওয়া শুরু করে। প্রায় ১০ কিলোমিটার পাহাড়ি আঁকাবাঁকা রাস্তায় ধাওয়া করার পর ট্রাক রেখে গহিন জঙ্গলে পালিয়ে যায় বালুখেকোরা। পরে ট্রাকটি জব্দ করে উপজেলা কমপ্লেক্সে নিয়ে আনা হয়।
এসিল্যান্ড মো. মাসুদ রানা বলেন অভিযানের সময় খবর পেয়ে ট্রাকে করে বালুখেকোরা পালিয়ে গেলেও পেছন থেকে ধাওয়া করে ট্রাকটি জব্দ করা হয়। লোহাগাড়ার ভূ-প্রকৃতি রক্ষায় প্রশাসন সদা তৎপর থাকবে বলে তিনি জানান।
ইউএনও মো. আহসান হাবিব জিতু বলেন অবৈধভাবে বালু উত্তোলনকারীদের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে। পরিবেশ ধ্বংসকারী যেকোনো কর্মকাণ্ডের বিরুদ্ধে নিয়মিতভাবে অভিযান চলবে বলেও তিনি জানান।