হোম > সারা দেশ > চাঁদপুর

বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে প্রেমিকার অনশন 

মতলব (চাঁদপুর) প্রতিনিধি

চাঁদপুরের মতলব দক্ষিণ উপজেলার মতলব পৌরসভার উত্তর দিঘলদী গ্রামে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে অনশন করছে প্রেমিকা। দিঘলদী গ্রামের আবুল হোসেন প্রধানীয়া বাড়িতে এ ঘটনা ঘটে। গতকাল রোববার থেকে প্রেমিক নুর মোহাম্মদ নুরের বাড়িতে তিনি এই অবস্থান নেন। 

জানা গেছে, দীর্ঘদিন থেকে উত্তর দিঘলদী গ্রামের আবুল হোসেন প্রধানীয়ার ছেলে নুর মোহাম্মদ নুরুর সঙ্গে চাঁদপুর সদর উপজেলার ওই তরুণীর (১৯) প্রেমের সম্পর্ক চলে আসছে। ওই তরুণী বিয়ের প্রস্তাব দিলেও প্রেমিক নুর মোহাম্মদ নানা ধরনের কথা বলে টালবাহানা শুরু করে দেন। 

গতকাল রোববার বিয়ের দাবিতে প্রেমিক নুরুর বাড়িতে এসে হাজির হন ওই তরুণী। বিয়ের দাবিতে নুরের বাড়িতে গিয়ে অনশন শুরু করেন তিনি। এ বিষয়ে ওই তরুণী বলেন, ঢাকায় একটি বিয়ের অনুষ্ঠানে নুর মহাম্মদের সঙ্গে পরিচয় হয় তাঁর। সেখান থেকেই প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। 

এদিকে প্রেমিকাকে দেখে বাড়ি থেকে পালিয়ে যান নুর মোহাম্মদ নুর। তাঁর মোবাইলে একাধিকবার কল করেও পাওয়া যায়নি। 

পৌরসভার স্থানীয় ওয়ার্ড কাউন্সিলর ও প্যানেল মেয়র মামুন চৌধুরী বুলবুল বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে উভয় পক্ষের অভিভাবকের সঙ্গে কথা বলে বিয়ের সমঝোতা করা হয়। অচিরেই বিয়ের দিন-তারিখ ধার্য করা হবে। 

ভোটের মাঠে: জয়ের সমীকরণ পাল্টে দেবে পাহাড়ি ভোটার

চাঁদপুরে হেফাজতে নির্যাতন, ৪ পুলিশ সদস্যের বিরুদ্ধে মামলা

চট্টগ্রামে থার্টি ফার্স্ট নিয়ে ৬ নির্দেশনা সিএমপির

খামারে ডাকাতের হানা, অস্ত্র ঠেকিয়ে ১২ গরু লুট

চন্দনাইশে অলিপুত্রের সমর্থনে সরে দাঁড়ালেন জামায়াতের প্রার্থী

খালেদা জিয়ার মৃত্যুতে জাতি অভিভাবকসুলভ নেতৃত্বকে হারাল: চট্টগ্রাম সাংবাদিক ইউনিয়ন

চট্টগ্রামে সংসদ নির্বাচন: তিন আসনে বিএনপির প্রার্থী নিয়ে উত্তেজনা

পেট্রোলিয়াম করপোরেশন: দেড় বছরেও চালু হয়নি ৮ হাজার কোটি টাকার প্রকল্প

সাঈদ আল নোমানের বিরুদ্ধে মনোনয়নপত্র দাখিলের সময় আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ

ভোটের মাঠে যারা বাধা হবে, তাদের অস্তিত্ব থাকবে না: আমীর খসরু