ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে ট্রাকচাপায় মোটরসাইকেল আরোহী দুই বন্ধুর প্রাণহানি ঘটেছে। আজ সোমবার রাত সোয়া ৯টার দিকে ঢাকা-সিলেট মহাসড়কের রাজা বাড়িয়াকান্দি এলাকায় এই দুর্ঘটনাটি ঘটে। এই ঘটনায় আরও একজন মোটরসাইকেল আরোহী আহত হয়েছে।
নিহতরা হলো—সরাইল উপজেলার শাহজাদাপুরের কামাল মিয়ার ছেলে সালমান মিয়া (১৬) ও রমিজ উদ্দিনের ছেলে শরিফ মিয়া (১৬)। আহত হয়েছেন, একই এলাকার সাজিদুর রহমানের ছেলে আনাস (১৭)।
এই বিষয়ে খাঁটি হাতা হাইওয়ে থানা-পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুখেন্দু বসু বলেন, ‘রাতে সিলেট অভিমুখী একটি ট্রাক বিপরীত দিক থেকে আসা একটি মোটরসাইকেলকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই মোটরসাইকেলের দুই আরোহী সালমান ও শরীফ নিহত হয়। এ ঘটনায় আরেক আরোহী আনাস গুরুতর আহত হন।’ দুর্ঘটনার পরই ট্রাকচালক পালিয়ে যাওয়ায় তাকে আটক করা যায়নি বলে জানান ওসি।