হোম > সারা দেশ > চট্টগ্রাম

চট্টগ্রাম-ঢাকা রুটে চলছে ট্রেন, দোহাজারী-নাজিরহাটে বন্ধ

নিজস্ব প্রতিবেদক

চট্টগ্রাম থেকে ঢাকা রুটের সব ট্রেন সঠিক সময়ে ছেড়ে গেলেও দোহাজারী ও নাজিরহাট রুটে ট্রেন চলাচল বন্ধ রয়েছে। রবিবার সকাল ৭টার দিকে সুবর্ণ এক্সপ্রেস ট্রেনটি চট্টগ্রাম থেকে ছেড়ে গেছে। সেটি ঢাকায় পৌঁছার কথা বেলা ১২টা ২০ মিনিটে।

বিজয় এক্সপ্রেস চট্টগ্রাম রেলওয়ে স্টেশন থেকে ছেড়ে গেছে সকাল ৭টা ২০ মিনিটে, চট্টলা এক্সপ্রেস সকাল ৮টা ৩০ মিনিটর এবং ঢাকায় পৌঁছার কথা বিকাল ৩টা ৫০ মিনিটে।

কর্ণফুলী এক্সপ্রেস চট্টগ্রাম থেকে ছেড়ে গেছে সকাল ১০টা এবং ঢাকায় পৌঁছার কথা সন্ধ্যা ৭ টা ৪০ মিনিটে, সাগরিকা এক্সপ্রেস ছেড়ে গেছে সকাল ৭ টা ৪০ মিনিটে এবং সিলেট গামী পাহাড়ীকা এক্সপ্রেস চট্টগ্রাম রেলওয়ে স্টেশন থেকে ছেড়ে গেছে সকাল ৯টায় এবং সিলেটে পৌঁছার কথা বিকাল ৬ টায়।

এছাড়া মহানগর গোধূলি বিকাল ৩টায়, মেঘনা এক্সপ্রেস বিকেল ৫ টা ১৫ মিনিটে, সোনার বাংলা এক্সপ্রেস বিকেল ৫টায়, ঢাকা মেইল রাত ১০টা ৩০ মিনিটে এবং তূর্ণা এক্সপ্রেস রাত ১১টায় ছেড়ে যাওয়ার কথা। এছাড়া জালালাবাদ এক্সপ্রেস রাত ৮ টা ১৫ মিনিটে, উদয়ন এক্সপ্রেস রাত ৯ টা ৪৫ মিনিটে সিলেটের উদ্দেশ্যে ছেড়ে যাওয়ার কথা।

এদিকে নাজিরহাট কমিউটার চট্টগ্রাম রেলওয়ে স্টেশন থেকে সকাল ১১ টা ৩০ মিনিটে ছেড়ে যাওয়ার কথা থাকলেও ট্রেনটি ওই রুটে যায়নি। একইভাবে দোহাজারী গামী ট্রেনও ছেড়ে যাচ্ছে না। নাজিরহাট ও দোহাজারী রুটে হেফাজতে ইসলামের সকালে অবরোধ করে রাখার কারণে রেলওয়ে কর্তৃপক্ষ ওই দুই রুটে ট্রেন চলাচল বন্ধ রেখেছে।

চট্টগ্রাম স্টেশন ম্যানেজার রতন কুমার চৌধুরী আজকের পত্রিকাকে বলেন, সকাল থেকে ঢাকা রুটের সব ট্রেন ঠিক সময়ে ছেড়ে গেছে। তবে নাজিরহাট ও দোহাজারী রুটের ট্রেন ছেড়ে যায়নি।

চট্টগ্রামের বিভাগীয় পরিবহন কর্মকর্তা (ডিটিও) স্নেহাশীষ দাশ গুপ্ত আজকের পত্রিকাকে বলেন, গতকালকেও সঠিক সময়ে ঢাকা ও সিলেট রুটের ট্রেন ছেড়ে গেছে। দোহাজারী ও নাজিরহাট রুটে পরিস্থিতি ভালো হলে ট্রেন চালানো হবে।

এর আগে আন্তঃনগর সোনারবাংলা এক্সপ্রেস ট্রেনে হেফাজতের নেতাকর্মীদের ইট-পাটকেল ছোড়ার ঘটনায় ঢাকার সঙ্গে চট্টগ্রাম ও সিলেটের রেল যোগাযোগ স্থগিত রাখার কথা জানায় কর্তৃপক্ষ।

চট্টগ্রামে সংসদ নির্বাচন: তিন আসনে বিএনপির প্রার্থী নিয়ে উত্তেজনা

পেট্রোলিয়াম করপোরেশন: দেড় বছরেও চালু হয়নি ৮ হাজার কোটি টাকার প্রকল্প

সাঈদ আল নোমানের বিরুদ্ধে মনোনয়নপত্র দাখিলের সময় আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ

ভোটের মাঠে যারা বাধা হবে, তাদের অস্তিত্ব থাকবে না: আমীর খসরু

কুমিল্লা-৪: হাসনাত আবদুল্লাহর সমর্থনে সরে দাঁড়ালেন জামায়াত প্রার্থী

পটিয়ায় বাস-ট্রাকের মুখোমুখি সংঘর্ষে ট্রাকচালক নিহত, আহত ৪

সাতকানিয়ায় খালের পাড় কেটে মাটি বিক্রি

সাতকানিয়ায় বন্দুকসহ এক ব্যক্তি গ্রেপ্তার

চট্টগ্রাম-১৪ আসনে ধানের শীষ পেলেন বেনজীরের ব্যবসায়িক সহযোগী জসিম

চট্টগ্রামে গিয়াস কাদেরের আসনে গোলাম আকবরকেও মনোনয়ন বিএনপির