হোম > সারা দেশ > কক্সবাজার

টেকনাফে রোহিঙ্গা ক্যাম্পে আগুন

টেকনাফ (কক্সবাজার) প্রতিনিধি

কক্সবাজারের টেকনাফ উপজেলার ২১ নম্বর রোহিঙ্গা ক্যাম্পে আগুনের ঘটনায় প্রায় ৭-৮ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানা গেছে। আজ বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টার দিকে হোয়াইক্যং ইউপির চাকমারকুল ২১ নম্বর ক্যাম্পের ব্র্যাকের ওয়াশ কার্যালয় থেকে এ অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়।

প্রত্যক্ষদর্শীরা জানান, আজ বেলা সাড়ে ১১টার দিকে ২১ নম্বর ক্যাম্পের অভ্যন্তরে ব্লক ৬ এ অবস্থিত এনজিও সংস্থা ব্র্যাকের একটি ওয়াশ সেন্টার থেকে এ অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়। পরে ক্যাম্পের ভলান্টিয়ার ও উখিয়া ফায়ার সার্ভিসের একটি টিম আগুন নিয়ন্ত্রণে চেষ্টা চালায়। তবে, এ ঘটনায় রোহিঙ্গাদের শেডের কোনো ক্ষয়ক্ষতি এবং হতাহতের ঘটনা ঘটেনি।

নুরুল মোস্তফা মানিক নামে এক স্থানীয় বাসিন্দা বলেন, ‘২১ নম্বর ক্যাম্পের সংশ্লিষ্ট ব্র্যাক কার্যালয়ের কর্মচারীদের বেপরোয়া কর্মকাণ্ড ও দায়িত্বহীনতার কারণে এ আগুনের ঘটনা ঘটেছে। তারা ভালোভাবে দেখভাল করলে আগুনের ঘটনা ঘটত না। তবে, অগ্নিকাণ্ডে কোনো হতাহতের ঘটনা ঘটেনি। অল্পের জন্য রোহিঙ্গা ক্যাম্প ও স্থানীয়রা রক্ষা পেয়েছে।’ 

এ বিষয়ে হোয়াইক্যং পুলিশ ফাঁড়ির দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা উপপরিদর্শক (এসআই) রুকনুজ্জামান বলেন, ব্র্যাক এনজিও’র অফিসে বিদ্যুৎ লাইনের শর্টসার্কিট থেকে আগুনের ঘটনা ঘটেছে। এখন আগুন নিয়ন্ত্রণে রয়েছে। অগ্নিকাণ্ডে কোনো হতাহতের ঘটনা ঘটেনি। তবে, এতে প্রায় ৭-৮ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। 

ওসমান হাদি হত্যার বিচারের দাবি চবির আধিপত্যবাদবিরোধী শিক্ষক ঐক্যের

লক্ষ্মীপুরে বিএনপি নেতার ঘরে আগুন: মামলা হয়নি, নাশকতার ‘বিশ্বাসযোগ্য’ প্রমাণ মেলেনি

কর্ণফুলীতে ট্রাফিক পুলিশের ওপর হামলা, আটক ১০

রাউজানে বাইরে থেকে দরজা বন্ধ করে ৩ বসতঘরে অগ্নিসংযোগের অভিযোগ

কুমিল্লায় একাধিক মামলার আসামি শামীম গ্রেপ্তার

চট্টগ্রামে ওসমান হাদির গায়েবানা জানাজা

লক্ষ্মীপুরে মাটি খুঁড়ে মিলল চট্টগ্রামে থানা থেকে লুট হওয়া অস্ত্র, যুবক গ্রেপ্তার

মিরসরাইয়ে গাড়ির ধাক্কায় ভ্যানচালক নিহত

আনিসুল ইসলামের গ্রামের বাড়িতে হামলা-অগ্নিসংযোগ

চট্টগ্রামে ভারতীয় হাইকমিশন ও মিডিয়া ভবনে নিরাপত্তা জোরদার