হোম > সারা দেশ > কক্সবাজার

টেকনাফে রোহিঙ্গা ক্যাম্পে আগুন

টেকনাফ (কক্সবাজার) প্রতিনিধি

কক্সবাজারের টেকনাফ উপজেলার ২১ নম্বর রোহিঙ্গা ক্যাম্পে আগুনের ঘটনায় প্রায় ৭-৮ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানা গেছে। আজ বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টার দিকে হোয়াইক্যং ইউপির চাকমারকুল ২১ নম্বর ক্যাম্পের ব্র্যাকের ওয়াশ কার্যালয় থেকে এ অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়।

প্রত্যক্ষদর্শীরা জানান, আজ বেলা সাড়ে ১১টার দিকে ২১ নম্বর ক্যাম্পের অভ্যন্তরে ব্লক ৬ এ অবস্থিত এনজিও সংস্থা ব্র্যাকের একটি ওয়াশ সেন্টার থেকে এ অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়। পরে ক্যাম্পের ভলান্টিয়ার ও উখিয়া ফায়ার সার্ভিসের একটি টিম আগুন নিয়ন্ত্রণে চেষ্টা চালায়। তবে, এ ঘটনায় রোহিঙ্গাদের শেডের কোনো ক্ষয়ক্ষতি এবং হতাহতের ঘটনা ঘটেনি।

নুরুল মোস্তফা মানিক নামে এক স্থানীয় বাসিন্দা বলেন, ‘২১ নম্বর ক্যাম্পের সংশ্লিষ্ট ব্র্যাক কার্যালয়ের কর্মচারীদের বেপরোয়া কর্মকাণ্ড ও দায়িত্বহীনতার কারণে এ আগুনের ঘটনা ঘটেছে। তারা ভালোভাবে দেখভাল করলে আগুনের ঘটনা ঘটত না। তবে, অগ্নিকাণ্ডে কোনো হতাহতের ঘটনা ঘটেনি। অল্পের জন্য রোহিঙ্গা ক্যাম্প ও স্থানীয়রা রক্ষা পেয়েছে।’ 

এ বিষয়ে হোয়াইক্যং পুলিশ ফাঁড়ির দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা উপপরিদর্শক (এসআই) রুকনুজ্জামান বলেন, ব্র্যাক এনজিও’র অফিসে বিদ্যুৎ লাইনের শর্টসার্কিট থেকে আগুনের ঘটনা ঘটেছে। এখন আগুন নিয়ন্ত্রণে রয়েছে। অগ্নিকাণ্ডে কোনো হতাহতের ঘটনা ঘটেনি। তবে, এতে প্রায় ৭-৮ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। 

রাজনৈতিক প্রশ্রয়ে ভয়ংকর

মিয়ানমার সীমান্ত: বাংলাদেশে আসার অপেক্ষায় হাজার হাজার বার্মিজ গরু

মাত্র দেড় বছর আগে র‍্যাবে যোগদান করেছিলেন বিজিবি সদস্য মোতালেব

জঙ্গল সলিমপুরে সন্ত্রাসীদের আস্তানা গুঁড়িয়ে দেওয়া হবে: র‍্যাবের ডিজি

মিরসরাইয়ে লরির ধাক্কায় প্রাণ গেল সবজি ব্যবসায়ীর

জঙ্গল সলিমপুর: মাইকে ঘোষণা দিয়ে র‍্যাবের ওপর ৫০০ দুর্বৃত্তের হামলা

চট্টগ্রাম বন্দর: ২ ‘মাঘেও’ বন্দর থেকে ছাড়া পাচ্ছে না ত্রাণের শীতবস্ত্র

জঙ্গল সলিমপুরে সশস্ত্র সন্ত্রাসীকে গ্রেপ্তার করে ফেরার পথে হামলার মুখে পড়ে র‍্যাব, গুলিবিদ্ধ হন মোতালেব

হাটহাজারীতে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে প্রাণ গেল তরুণের

সিএমপির গণবিজ্ঞপ্তি প্রত্যাখ্যান ও চসিক মেয়রের পদত্যাগের দাবি এনসিপির