কক্সবাজারের টেকনাফ উপজেলার ২১ নম্বর রোহিঙ্গা ক্যাম্পে আগুনের ঘটনায় প্রায় ৭-৮ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানা গেছে। আজ বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টার দিকে হোয়াইক্যং ইউপির চাকমারকুল ২১ নম্বর ক্যাম্পের ব্র্যাকের ওয়াশ কার্যালয় থেকে এ অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়।
প্রত্যক্ষদর্শীরা জানান, আজ বেলা সাড়ে ১১টার দিকে ২১ নম্বর ক্যাম্পের অভ্যন্তরে ব্লক ৬ এ অবস্থিত এনজিও সংস্থা ব্র্যাকের একটি ওয়াশ সেন্টার থেকে এ অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়। পরে ক্যাম্পের ভলান্টিয়ার ও উখিয়া ফায়ার সার্ভিসের একটি টিম আগুন নিয়ন্ত্রণে চেষ্টা চালায়। তবে, এ ঘটনায় রোহিঙ্গাদের শেডের কোনো ক্ষয়ক্ষতি এবং হতাহতের ঘটনা ঘটেনি।
এ বিষয়ে হোয়াইক্যং পুলিশ ফাঁড়ির দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা উপপরিদর্শক (এসআই) রুকনুজ্জামান বলেন, ব্র্যাক এনজিও’র অফিসে বিদ্যুৎ লাইনের শর্টসার্কিট থেকে আগুনের ঘটনা ঘটেছে। এখন আগুন নিয়ন্ত্রণে রয়েছে। অগ্নিকাণ্ডে কোনো হতাহতের ঘটনা ঘটেনি। তবে, এতে প্রায় ৭-৮ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।