হোম > সারা দেশ > চট্টগ্রাম

ফুটবল খেলা নিয়ে দ্বন্দ্বে ছুরিকাঘাতে তরুণকে হত্যার অভিযোগ

নোয়াখালী প্রতিনিধি

নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার কুতুবপুর ইউনিয়নে ফুটবল খেলা নিয়ে দ্বন্দ্বে ছুরিকাঘাতে জাহিদুল ইসলাম রিয়াজ (২০) নামের এক তরুণকে হত্যার অভিযোগ উঠেছে। মনির হোসেন নামের আরও একজন গুরুতর আহত হয়েছেন। ঘটনাস্থল থেকে স্থানীয় লোকজন রিয়াজ (২১) নামের আরেক তরুণকে আটক করে পুলিশে দিয়েছে। 

গতকাল মঙ্গলবার রাত সাড়ে ১০টার দিকে আহত অবস্থায় জাহিদুলকে নোয়াখালী জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। এর আগে রাত পৌনে ৯টার দিকে কুতুবপুর ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ড কামলার টেক এলাকার হাশেম মিয়ার দোকানের সামনে এ ঘটনা ঘটে। 

নিহত জাহিদুল ইসলাম রিয়াজ কুতুবপুর ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের ওয়ারিশ হাজীবাড়ির হারুনুর রশিদ কালা মিয়ার ছেলে। আটক রিয়াজ বেগমগঞ্জ উপজেলার দুর্গাপুর ইউনিয়নের বাসিন্দা, তিনি এলাকায় দিনমজুরের কাজ করেন। 

বেগমগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আনোয়ারুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘কথা-কাটাকাটির জেরে এই হত্যার ঘটনা ঘটেছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। নিহত জাহিদুলের মরদেহ ময়নাতদন্তের জন্য নোয়াখালী জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ঘটনায় রিয়াজ নামের একজনকে আটক করা হয়েছে। এ ঘটনায় হত্যা মামলা দায়েরর পর রিয়াজকে গ্রেপ্তার দেখিয়ে কারাগারে পাঠানো হবে।’ 

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, রিয়াজের বাড়ি দুর্গাপুরে হলেও তিনি নানাবাড়ি কুতুবপুরে থাকতেন। কয়েক দিন আগে ফুটবল খেলা নিয়ে জাহিদুলের সঙ্গে তাঁর কথা-কাটাকাটি হয়। গতকাল রাতে জাহিদুল তাঁর কয়েকজন বন্ধুসহ কামলারটেক এলাকার হাশেমের চা দোকানের সামনে আড্ডা দিচ্ছিলেন। এ সময় রিয়াজ তাঁর কয়েকজন বন্ধুসহ জাহিদুলের ওপর হামলা চালান। একপর্যায়ে জাহিদুলের বুকে ছুরিকাঘাত করেন রিয়াজ। 

জাহিদুলকে বাঁচাতে তাঁর বন্ধু মনির এগিয়ে এলে তাঁকেও ছুরিকাঘাত করেন হামলাকারীরা বলে জানান স্থানীয়রা। তাঁরা আরও জানান, ঘটনাটি দেখতে পেয়ে স্থানীয় লোকজন হামলাকারীদের ধাওয়া করে রিয়াজকে আটক করেন। পরে আহতদের উদ্ধার করে প্রথমে উপজেলার একটি বেসরকারি হাসপাতালে ও পরে নোয়াখালী জেনারেল হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক জাহিদুলকে মৃত ঘোষণা করেন।

চকরিয়ায় বাসের ধাক্কায় আহত মোটরসাইকেল আরোহী নিহত

উপাচার্য-উপ-উপাচার্যের পদত্যাগসহ চার দফা দাবিতে চবি ছাত্রদলের অবস্থান

চট্টগ্রাম-২ আসনের বিএনপি প্রার্থী সরোয়ার আলমগীরকে শোকজ

বোয়ালখালীতে আগুনে পুড়ল গোয়ালঘরসহ ৩ বসতঘর, দগ্ধ হয়ে ৩ গরুর মৃত্যু

চট্টগ্রাম-৬: বিএনপির প্রার্থীরা কোটিপতি, জামায়াত প্রার্থীর নগদ টাকা নেই

নাব্যতা-সংকটে পায়রা বন্দরের জাহাজ ভিড়ছে চট্টগ্রামে

প্রতীক বরাদ্দের আগে ভোট চাওয়ায় জামায়াত প্রার্থী শাহজাহান চৌধুরীকে শোকজ

মোটরসাইকেল থামিয়ে ইয়াবা সেবনের জন্য ৫০০ টাকা দাবি, না দেওয়ায় খুন

চট্টগ্রাম ১৩: বিএনপি প্রার্থী সরওয়ার জামাল নিজামকে শোকজ

মহাসড়কে প্রাইভেট কার থামিয়ে পাঁচজনকে কুপিয়ে জখম