হোম > সারা দেশ > চাঁদপুর

চাঁদপুরে মাদক মামলায় ১ জনের যাবজ্জীবন, ২ জনের ৫ বছর কারাদণ্ড

চাঁদপুর প্রতিনিধি

চাঁদপুরে মাদক মামলায় মো. রাসেল (৩৮) নামের মাদক বিক্রেতাকে যাবজ্জীবন কারাদণ্ড, ১০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও তিন মাসের সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। একই মামলায় অপর দুই আসামি মো. তাজুল ইসলাম (৪৩) ও ফারুক আহমেদকে (৩৮) পাঁচ বছর করে কারাদণ্ড, ৫ হাজার টাকা জরিমানা এবং এক মাস করে সশ্রম কারাদণ্ড দেওয়া হয়।

আজ বুধবার দুপুরে চাঁদপুরের অতিরিক্ত জেলা ও দায়রা জজ (আদালত-২) মো. শাহেদুল করিম এই রায় দেন। 

আসামিদের মধ্যে যাবজ্জীবন কারাদণ্ডপ্রাপ্ত রাসেলের বিরুদ্ধে আরও দুটি ধারায় সাজা হয়। এর মধ্যে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের ৭ (খ) ধারায় পাঁচ বছর সশ্রম কারাদণ্ড, ১০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও তিন মাসের সশ্রম কারাদণ্ড এবং ৯ (ক) ধারায় দুই বছর সশ্রম কারাদণ্ড, ৫ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও এক মাসের সশ্রম কারাদণ্ড দেওয়া হয়।

মামলার বিবরণ থেকে জানা গেছে, ২০১০ সালের ১৫ সেপ্টেম্বর চাঁদপুর জেলা গোয়েন্দা পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে বিভিন্ন ধরনের মাদকসহ আসামি রাসেল ও তাজুল ইসলামকে গ্রেপ্তার করে। একই সঙ্গে এ ঘটনায় জড়িত ছিলেন ফারুক আহমেদ। তবে তিনি পলাতক ছিলেন। তাঁদের বিরুদ্ধে ওই দিন চাঁদপুর সদর মডেল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা হয়।

মামলার তদন্তের দায়িত্ব দেওয়া হয় তৎকালীন চাঁদপুর জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি) উপপরিদর্শক মামুনুর রশিদকে। তিনি তদন্ত শেষে ওই বছরের ৩১ অক্টোবর আদালতে চার্জশিট দাখিল করেন।

রাষ্ট্রপক্ষের আইনজীবী মজিবুর রহমান ভূঁইয়া ও দেবাশীষ কর মধু বলেন, মামলাটি ১২ বছরের বেশি সময় চলাকালীন আদালত আটজনের সাক্ষ্য গ্রহণ করেন। মামলার সাক্ষ্যগ্রহণ ও নথিপত্র পর্যালোচনা করে আদালত এই রায় দেন। তবে রায়ের সময় আসামিরা উপস্থিত ছিলেন না।

আসামিপক্ষে আইনজীবী ছিলেন এসডিএলআর শিব গোপাল মজুমদার।

খালেদা জিয়ার মৃত্যুতে আইআইইউসির শোক

চট্টগ্রামে জেলা প্রশাসনের জমি বরাদ্দ দিল সিটি করপোরেশন

কক্সবাজারে ভাইয়ের হাতে বোন খুন

রাউজানে ভোটের মাঠ: সম্পদে এককভাবে এগিয়ে গোলাম আকবর, গিয়াসের স্ত্রী-সন্তানেরা ধনী বেশি

আনোয়ারায় সড়কের পাশ থেকে উদ্ধার দুই শিশুর পরিচয় মিলেছে, বাবা-মায়ের বিরুদ্ধে মামলা

মহাসড়কে দোকান যানজটে ভোগান্তি

ভোটের মাঠে: জয়ের সমীকরণ পাল্টে দেবে পাহাড়ি ভোটার

চাঁদপুরে হেফাজতে নির্যাতন, ৪ পুলিশ সদস্যের বিরুদ্ধে মামলা

চট্টগ্রামে থার্টি ফার্স্ট নিয়ে ৬ নির্দেশনা সিএমপির

খামারে ডাকাতের হানা, অস্ত্র ঠেকিয়ে ১২ গরু লুট