হোম > সারা দেশ > চট্টগ্রাম

চট্টগ্রামে পুলিশ লাইনের গেট থেকে ছুরিসহ যুবক আটক

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম

চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের কমিশনারের সঙ্গে দেখা করতে আসা এক যুবককে ছুরিসহ আটক করেছে পুলিশ। আজ বুধবার চট্টগ্রাম নগরীর দামপাড়া পুলিশ লাইনের গেট থেকে তাকে আটক করা হয়। তবে পুলিশ ওই যুবক মানসিকভাবে বিকারগ্রস্ত জানালেও নাম–পরিচয় প্রকাশে অপরাগতা প্রকাশ করে। 

চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের মুখপাত্র অতিরিক্ত উপকমিশনার (এডিসি) কাজী মো. তারেক আজিজ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। 

সূত্রে জানা যায়, নগরীর দামপাড়া পুলিশ লাইনের ভেতরে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ কমিশনারের কার্যালয়। বুধবার দুপুরে ওই যুবক দামপাড়া পুলিশ লাইনে এসে পুলিশ কমিশনারের সঙ্গে দেখা করবেন বলে সেখানে দায়িত্বরত পুলিশ সদস্যদের জানান। এ সময় তার কাঁধে একটি ব্যাগ ছিল। তার কথাবার্তা সন্দেহজনক হওয়ায় পুলিশ সদস্যরা ব্যাগ তল্লাশি করে একটি ছুরি উদ্ধার করেন। 

এডিসি কাজী মো. তারেক আজিজ আজকের পত্রিকাকে বলেন, ‘ছুরিসহ আটক যুবকের পরিবার বলেছে, তিনি (আটক যুবক) দীর্ঘদিন ধরে মানসিক বিকারগ্রস্ত। আমরা তাঁকে জিজ্ঞাসাবাদ করেও সন্দেহজনক কিছু পাইনি। মানসিকভাবে অসুস্থ হওয়ায় পরে ওই যুবককে পরিবারের জিম্মায় ছেড়ে দেওয়া হয়েছে। তাঁর বিরুদ্ধে আইনগত কোনো ব্যবস্থা নেওয়া হয়নি।’

পরিত্যক্ত পানিতে লবণ তৈরি

মিরসরাইয়ে জমি নিয়ে বিরোধে শিশুকে আছাড় মেরে হত্যা, মাকে মারধর

দুদকের মামলায় সাবেক ইউপি চেয়ারম্যানসহ ৯ জন কারাগারে

চট্টগ্রাম রুটে ফ্লাইট সংখ্যা বাড়াল নভোএয়ার

জঙ্গল সলিমপুর: রাজনৈতিক প্রশ্রয়ে ভয়ংকর

মিয়ানমার সীমান্ত: বাংলাদেশে আসার অপেক্ষায় হাজার হাজার বার্মিজ গরু

মাত্র দেড় বছর আগে র‍্যাবে যোগদান করেছিলেন বিজিবি সদস্য মোতালেব

জঙ্গল সলিমপুরে সন্ত্রাসীদের আস্তানা গুঁড়িয়ে দেওয়া হবে: র‍্যাবের ডিজি

মিরসরাইয়ে লরির ধাক্কায় প্রাণ গেল সবজি ব্যবসায়ীর

জঙ্গল সলিমপুর: মাইকে ঘোষণা দিয়ে র‍্যাবের ওপর ৫০০ দুর্বৃত্তের হামলা