হোম > সারা দেশ > চট্টগ্রাম

চট্টগ্রামে পুলিশ লাইনের গেট থেকে ছুরিসহ যুবক আটক

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম

চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের কমিশনারের সঙ্গে দেখা করতে আসা এক যুবককে ছুরিসহ আটক করেছে পুলিশ। আজ বুধবার চট্টগ্রাম নগরীর দামপাড়া পুলিশ লাইনের গেট থেকে তাকে আটক করা হয়। তবে পুলিশ ওই যুবক মানসিকভাবে বিকারগ্রস্ত জানালেও নাম–পরিচয় প্রকাশে অপরাগতা প্রকাশ করে। 

চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের মুখপাত্র অতিরিক্ত উপকমিশনার (এডিসি) কাজী মো. তারেক আজিজ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। 

সূত্রে জানা যায়, নগরীর দামপাড়া পুলিশ লাইনের ভেতরে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ কমিশনারের কার্যালয়। বুধবার দুপুরে ওই যুবক দামপাড়া পুলিশ লাইনে এসে পুলিশ কমিশনারের সঙ্গে দেখা করবেন বলে সেখানে দায়িত্বরত পুলিশ সদস্যদের জানান। এ সময় তার কাঁধে একটি ব্যাগ ছিল। তার কথাবার্তা সন্দেহজনক হওয়ায় পুলিশ সদস্যরা ব্যাগ তল্লাশি করে একটি ছুরি উদ্ধার করেন। 

এডিসি কাজী মো. তারেক আজিজ আজকের পত্রিকাকে বলেন, ‘ছুরিসহ আটক যুবকের পরিবার বলেছে, তিনি (আটক যুবক) দীর্ঘদিন ধরে মানসিক বিকারগ্রস্ত। আমরা তাঁকে জিজ্ঞাসাবাদ করেও সন্দেহজনক কিছু পাইনি। মানসিকভাবে অসুস্থ হওয়ায় পরে ওই যুবককে পরিবারের জিম্মায় ছেড়ে দেওয়া হয়েছে। তাঁর বিরুদ্ধে আইনগত কোনো ব্যবস্থা নেওয়া হয়নি।’

দাবি পূরণে প্রয়োজনে আবারও ৫ আগস্ট হবে: ৮ দলের সমাবেশে জামায়াত আমির

কর্ণফুলীতে অস্ত্রসহ যুবক আটক

বাসার দরজা ভেঙে চবি শিক্ষার্থীর ঝুলন্ত লাশ উদ্ধার

একমঞ্চে ৬১ চিকিৎসা গবেষণাপত্র উপস্থাপন

চবির শাটলে বসা নিয়ে বাগ্‌বিতণ্ডা, শিক্ষার্থীকে মারধর

রাউজানে ৪টি ইটভাটার চিমনি গুঁড়িয়ে দিয়েছে প্রশাসন

চট্টগ্রামে কাস্টমস কর্মকর্তার গাড়িতে হামলা, একজন বলছিলেন—‘গুলি কর’

পার্বত্য চুক্তির বর্ষপূর্তির অনুষ্ঠান থেকে ফেরার পথে গ্রেপ্তার আইনজীবী জামিনে মুক্ত

চট্টগ্রাম বন্দর বিদেশিদের ইজারার প্রতিবাদে দিনে লাল পতাকা, রাতে মশাল মিছিল

চমেক হাসপাতালে সেবা বন্ধ রেখে অর্ধদিবস কর্মবিরতি