হোম > সারা দেশ > চট্টগ্রাম

চট্টগ্রামে পুলিশ লাইনের গেট থেকে ছুরিসহ যুবক আটক

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম

চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের কমিশনারের সঙ্গে দেখা করতে আসা এক যুবককে ছুরিসহ আটক করেছে পুলিশ। আজ বুধবার চট্টগ্রাম নগরীর দামপাড়া পুলিশ লাইনের গেট থেকে তাকে আটক করা হয়। তবে পুলিশ ওই যুবক মানসিকভাবে বিকারগ্রস্ত জানালেও নাম–পরিচয় প্রকাশে অপরাগতা প্রকাশ করে। 

চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের মুখপাত্র অতিরিক্ত উপকমিশনার (এডিসি) কাজী মো. তারেক আজিজ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। 

সূত্রে জানা যায়, নগরীর দামপাড়া পুলিশ লাইনের ভেতরে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ কমিশনারের কার্যালয়। বুধবার দুপুরে ওই যুবক দামপাড়া পুলিশ লাইনে এসে পুলিশ কমিশনারের সঙ্গে দেখা করবেন বলে সেখানে দায়িত্বরত পুলিশ সদস্যদের জানান। এ সময় তার কাঁধে একটি ব্যাগ ছিল। তার কথাবার্তা সন্দেহজনক হওয়ায় পুলিশ সদস্যরা ব্যাগ তল্লাশি করে একটি ছুরি উদ্ধার করেন। 

এডিসি কাজী মো. তারেক আজিজ আজকের পত্রিকাকে বলেন, ‘ছুরিসহ আটক যুবকের পরিবার বলেছে, তিনি (আটক যুবক) দীর্ঘদিন ধরে মানসিক বিকারগ্রস্ত। আমরা তাঁকে জিজ্ঞাসাবাদ করেও সন্দেহজনক কিছু পাইনি। মানসিকভাবে অসুস্থ হওয়ায় পরে ওই যুবককে পরিবারের জিম্মায় ছেড়ে দেওয়া হয়েছে। তাঁর বিরুদ্ধে আইনগত কোনো ব্যবস্থা নেওয়া হয়নি।’

চট্টগ্রামে বিরোধপূর্ণ জমি: ১ বছর নিয়ে ২০ বছর ইজারা

বেপরোয়া পর্যটক সামলাতে হিমশিম অবস্থা কর্তৃপক্ষের

বউভাতে যাওয়ার পথে মাইক্রোবাস নিয়ন্ত্রণ হারিয়ে কনের নানি নিহত

৯ জুলাই যোদ্ধা চাকরি পেলেন চট্টগ্রাম বন্দরে

১০ বছর পর দম্পতির কোলজুড়ে একসঙ্গে পাঁচ সন্তান

‘সাম্প্রদায়িক উত্তেজনা সৃষ্টি করতে পরিকল্পিতভাবে হিন্দুদের বাড়িতে আগুন’

টেকনাফে গুলিবিদ্ধ শিশুটিকে পাঠানো হচ্ছে ঢাকায়, মাথার খুলির এক পাশ খুলে রাখা হয়েছে

মেরিন একাডেমি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের মিলনমেলা

চট্টগ্রামে নালা থেকে বস্তাবন্দী মরদেহ উদ্ধার

সড়ক থেকে উদ্ধার সেই শিশু দাদির জিম্মায়, বাবা কারাগারে