হোম > সারা দেশ > চট্টগ্রাম

কাপ্তাই হ্রদে ১ মে থেকে ৩ মাস সব ধরনের মাছ শিকারে নিষেধাজ্ঞা

রাঙামাটি প্রতিনিধি

আগামী ১ মে থেকে তিন মাসের জন্য রাঙামাটির কাপ্তাই হ্রদের সব ধরনের মাছ শিকারের ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছে রাঙামাটি জেলা প্রশাসন। আজ বৃহস্পতিবার সকালে রাঙামাটি জেলা প্রশাসক কার্যালয়ে কাপ্তাই হ্রদে মাছ আহরণ, বিপণন ও বাজারজাত নিয়ে এক বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়। 

বৈঠকে রাঙামাটি জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ মিজানুর রহমান এ ঘোষণা দেন। একই সঙ্গে জানানো হয়, হ্রদের পানি পর্যাপ্ত পরিমাণে না বাড়লে নিষেধাজ্ঞার এ সময় কম-বেশিও হতে পারে। 

বৈঠকে রাঙামাটি অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) এস এম ফেরদৌস ইসলাম, রাঙামাটি মৎস্য করপোরেশনের (বিএফডিসি) ব্যবস্থাপক কমান্ডার তোহিদুল আলম, জেলা মৎস্য কর্মকর্তা শ্রীবাস চন্দ্র দাশসহ নৌপুলিশ, বিজিবি, মৎস্য ব্যবসায়ীসহ আরও অনেকে উপস্থিত ছিলেন। 

সভায় জানানো হয়, আগামী ১ মে থেকে আগামী ৩১ আগস্ট পর্যন্ত কাপ্তাই হ্রদে সব ধরনের মাছ শিকার ও আহরণ, বাজারজাতকরণ, পরিবহন নিষিদ্ধ করা হয়েছে। এই তিন মাস নৌপুলিশ কাপ্তাই হ্রদের বিভিন্ন এলাকায় পাহারা দেবে এবং প্রয়োজনে অভিযান পরিচালনা করবে। এ ছাড়া কাপ্তাই হ্রদের জাকের বিরুদ্ধে অভিযান পরিচালনা করতে বাংলাদেশ মৎস্য উন্নয়ন করপোরেশনকে নির্দেশনা প্রদান করা হয়। 

এই নিষেধাজ্ঞা চলার সময় নিয়ম অনুযায়ী সহযোগিতা করা হবে বলে জানানো হয় বৈঠকে। এতে জানানো হয়, কাপ্তাই হ্রদের সঙ্গে জড়িত জেলেদের ভিজিএফ চাল বিতরণ কার্যক্রম সঠিক সময়ে করার জন্য ঊর্ধ্বতন কর্মকর্তাদের নির্দেশ দেওয়া হয়।

কুমিল্লায় র‍্যাবের অভিযানে পুলিশের লুট হওয়া চায়নিজ রাইফেল উদ্ধার

রাঙামাটিতে গাছবোঝাই মিনি পিকআপ খাদে পড়ে নিহত ২, আহত ১

নোয়াখালীতে ৬২ মণ জাটকা জব্দ, আটক ৬ জনকে জরিমানা

বর্ষার দুর্ভোগ কাটাল সামিরা দুরহাট ছড়ার টেকসই ভেলা

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় প্রশাসনকে ৪৮ ঘণ্টার আলটিমেটাম ছাত্রদলের

জুলাই সনদে একাত্তর ও বিসমিল্লাহ বাদ নিয়ে কিছু বলা হয়নি: আলী রীয়াজ

আওয়ামী লীগের ২ শতাধিক নেতা-কর্মীর বিএনপিতে যোগদান

চকরিয়ায় বাসের ধাক্কায় আহত মোটরসাইকেল আরোহী নিহত

উপাচার্য-উপ-উপাচার্যের পদত্যাগসহ চার দফা দাবিতে চবি ছাত্রদলের অবস্থান

চট্টগ্রাম-২ আসনের বিএনপি প্রার্থী সরোয়ার আলমগীরকে শোকজ