হোম > সারা দেশ > চট্টগ্রাম

কাপ্তাই হ্রদে ১ মে থেকে ৩ মাস সব ধরনের মাছ শিকারে নিষেধাজ্ঞা

রাঙামাটি প্রতিনিধি

আগামী ১ মে থেকে তিন মাসের জন্য রাঙামাটির কাপ্তাই হ্রদের সব ধরনের মাছ শিকারের ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছে রাঙামাটি জেলা প্রশাসন। আজ বৃহস্পতিবার সকালে রাঙামাটি জেলা প্রশাসক কার্যালয়ে কাপ্তাই হ্রদে মাছ আহরণ, বিপণন ও বাজারজাত নিয়ে এক বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়। 

বৈঠকে রাঙামাটি জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ মিজানুর রহমান এ ঘোষণা দেন। একই সঙ্গে জানানো হয়, হ্রদের পানি পর্যাপ্ত পরিমাণে না বাড়লে নিষেধাজ্ঞার এ সময় কম-বেশিও হতে পারে। 

বৈঠকে রাঙামাটি অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) এস এম ফেরদৌস ইসলাম, রাঙামাটি মৎস্য করপোরেশনের (বিএফডিসি) ব্যবস্থাপক কমান্ডার তোহিদুল আলম, জেলা মৎস্য কর্মকর্তা শ্রীবাস চন্দ্র দাশসহ নৌপুলিশ, বিজিবি, মৎস্য ব্যবসায়ীসহ আরও অনেকে উপস্থিত ছিলেন। 

সভায় জানানো হয়, আগামী ১ মে থেকে আগামী ৩১ আগস্ট পর্যন্ত কাপ্তাই হ্রদে সব ধরনের মাছ শিকার ও আহরণ, বাজারজাতকরণ, পরিবহন নিষিদ্ধ করা হয়েছে। এই তিন মাস নৌপুলিশ কাপ্তাই হ্রদের বিভিন্ন এলাকায় পাহারা দেবে এবং প্রয়োজনে অভিযান পরিচালনা করবে। এ ছাড়া কাপ্তাই হ্রদের জাকের বিরুদ্ধে অভিযান পরিচালনা করতে বাংলাদেশ মৎস্য উন্নয়ন করপোরেশনকে নির্দেশনা প্রদান করা হয়। 

এই নিষেধাজ্ঞা চলার সময় নিয়ম অনুযায়ী সহযোগিতা করা হবে বলে জানানো হয় বৈঠকে। এতে জানানো হয়, কাপ্তাই হ্রদের সঙ্গে জড়িত জেলেদের ভিজিএফ চাল বিতরণ কার্যক্রম সঠিক সময়ে করার জন্য ঊর্ধ্বতন কর্মকর্তাদের নির্দেশ দেওয়া হয়।

মেরিন একাডেমি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের মিলনমেলা

চট্টগ্রামে নালা থেকে বস্তাবন্দী মরদেহ উদ্ধার

সড়ক থেকে উদ্ধার সেই শিশু দাদির জিম্মায়, বাবা কারাগারে

চট্টগ্রামে ছুরিকাঘাতে পুলিশ সদস্য হত্যা মামলায় ১০ জনের যাবজ্জীবন

মিয়ানমার সীমান্তে গোলাগুলি: টেকনাফের গুলিবিদ্ধ শিশুটি লাইফ সাপোর্টে

ফেনী হাসপাতালে অপারেশন থিয়েটারে রান্না করার ঘটনায় দুই নার্স বরখাস্ত

নিয়ন্ত্রণ হারিয়ে বাস ঢুকল ফলের দোকানে

চট্টগ্রামে পোর্ট কলোনিতে মোটরসাইকেলচালকের ছুরিকাহত মরদেহ, পুলিশ বলছে হামলা অন্য এলাকায়

ব্যাংক থেকে টাকা তুলে বের হতেই ছোঁ মেরে নিয়ে গেল ছিনতাইকারী

ওমানে সড়ক দুর্ঘটনায় ফটিকছড়ির এক পরিবারের তিনজন নিহত