হোম > সারা দেশ > ব্রাহ্মণবাড়িয়া

ব্রাহ্মণবাড়িয়ায় ক্যারম খেলাকে কেন্দ্র করে দুপক্ষের সংঘর্ষে আহত ৭, গ্রেপ্তার ১

কসবা (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি

ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলায় ক্যারমবোর্ডে জুয়া খেলাকে কেন্দ্র করে দুপক্ষের সংঘর্ষে ৭ জন আহত হয়েছে। এ ঘটনায় ইনজামুল হক ভূঁইয়া (২৪) নামে একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গত সোমবার রাতে উপজেলার গোপিনাথপুর ইউনিয়নের হরিয়াবহ গ্রামে এ ঘটনা ঘটে। এ ঘটনায় হাবিল খান বাদী হয়ে এবং মাসুদ খান বাদী হয়ে কসবা থানায় পৃথক পৃথক অভিযোগ দায়ের করেছেন। 

আহতরে হলেন, হরিয়াবহ গ্রামের হাবিল খানের ছেলে আল আমিন, সাদ্দাম মিয়া, নুরু খার ছেলে শাহআলম মিয়া, শাহআলম মিয়ার ছেলে মিন্টু মিয়া ও সোহাগ মিয়া এবং হাবিল খানের মেয়ের জামাই রুবেল মিয়া। এদের মধ্যে গুরুতর আহত আল আমিনকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় এবং হাবিল খানের মেয়ের জামাই রুবেল মিয়াকে কুমিল্লায় আধুনিক হাসপাতালে পাঠানো হয়েছে। 

স্থানীয় ও অভিযোগ সূত্রে জানা যায়, গতকাল সোমবার রাতে উপজেলার হরিয়াবহ গ্রামের রায়হান মিয়ার দোকানে ক্যারমবোর্ড জুয়া খেলা নিয়ে জাকির মেম্বার ও হাবিল খানের ছেলেদের মধ্যে সংঘর্ষ বাধে। এতে হাবিল খানের ছেলেরাসহ উভয় পক্ষই লোকজন রক্তাক্ত হন। তবে হাবিল খানের পরিবারের লোকজনই বেশি জখমপ্রাপ্ত হয়েছেন বলে জানায় স্থানীয়রা। স্থানীয়দের হস্তক্ষেপে সংঘর্ষ থামলে আহতদের উদ্ধার করে কসবা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসে পরিবারের লোকজন। পরে গ্রামের পল্লি চিকিৎসক মাসুদ খান আহতদের দেখতে আসলে আহত জাকির মেম্বারের ছেলে ইনজামুল হক মাসুদ খানকে আচমকা ছুরিকাঘাত করে মুখের ডান পাশে রক্তাক্ত জখম করে। এ ঘটনায় আহত মাসুদ খান হামলাকারীর বিরুদ্ধে কসবা থানায় মামলা দায়ের করেন। হরিয়াবহ গ্রামের সেলিম মিয়ার ছেলে রায়হান মিয়ার দোকানে দীর্ঘদিন যাবৎ ক্যারমবোর্ডের মাধ্যমে জুয়া খেলা চলে আসছে বলে জানান স্থানীয়রা। 

আহত মাসুদ খান বলেন, ‘সংঘর্ষের পর আহতদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে আমি প্রতিবেশী হিসেবে রাতে উভয় পক্ষকেই দেখতে আসি। জরুরি বিভাবে আহতদের চিকিৎসা চলছিল। এ সময় পুলিশের উপস্থিতিতেই জাকির মেম্বারের ছেলে ইনজামুল হক আচমকা জরুরি বিভাবে চিকিৎসা কাজে ব্যবহৃত কাঁচি দিয়ে আমার ওপর আক্রমণ করে। আমাকে কেন হামলা করল কেন কিছুই জানি না। এ সময় পুলিশ হামলাকারী ইনজামুল হককে আটক করে থানায় নিয়ে আসে। পরে গতকাল আমি তাঁকে আসামি করে থানায় অভিযোগ দায়ের করি।’ 

কসবা থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মুহাম্মদ আলমগীর ভূঁইয়া আজ মঙ্গলবার সকালে জানান, ক্যারমবোর্ড খেলাকে কেন্দ্র করে দুপক্ষের মধ্যে সংঘর্ষ হয়। এতে উভয় পক্ষের ৭ জন আহত হয়। রাতে কসবা স্বাস্থ্য কমপ্লেক্সে আহতদের দেখতে আসা এক পল্লি চিকিৎসক হামলার শিকার হন। এ ঘটনায় হামলাকারীকে গ্রেপ্তার করা হয়েছে। ঘটনার তদন্ত সাপেক্ষে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। 

মহাসড়কে দোকান যানজটে ভোগান্তি

ভোটের মাঠে: জয়ের সমীকরণ পাল্টে দেবে পাহাড়ি ভোটার

চাঁদপুরে হেফাজতে নির্যাতন, ৪ পুলিশ সদস্যের বিরুদ্ধে মামলা

চট্টগ্রামে থার্টি ফার্স্ট নিয়ে ৬ নির্দেশনা সিএমপির

খামারে ডাকাতের হানা, অস্ত্র ঠেকিয়ে ১২ গরু লুট

চন্দনাইশে অলিপুত্রের সমর্থনে সরে দাঁড়ালেন জামায়াতের প্রার্থী

খালেদা জিয়ার মৃত্যুতে জাতি অভিভাবকসুলভ নেতৃত্বকে হারাল: চট্টগ্রাম সাংবাদিক ইউনিয়ন

চট্টগ্রামে সংসদ নির্বাচন: তিন আসনে বিএনপির প্রার্থী নিয়ে উত্তেজনা

পেট্রোলিয়াম করপোরেশন: দেড় বছরেও চালু হয়নি ৮ হাজার কোটি টাকার প্রকল্প

সাঈদ আল নোমানের বিরুদ্ধে মনোনয়নপত্র দাখিলের সময় আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ