হোম > সারা দেশ > কক্সবাজার

টেকনাফের পাহাড়ে ছালেহ ডাকাত বাহিনীর মূল হোতাসহ গ্রেপ্তার ৬

টেকনাফ (কক্সবাজার) প্রতিনিধি

কক্সবাজারের টেকনাফ উপজেলার দুর্গম পাহাড়ে অপহরণ ও ডাকাতির ‘ছালেহ বাহিনী’র মূল হোতা হাফিজুর রহমান প্রকাশ ছলেউদ্দিন ও তাঁর প্রধান সহযোগী সোহেলসহ ছয়জনকে গ্রেপ্তার করেছে র‍্যাব। গতকাল শুক্রবার রাত সাড়ে আটটার দিকে বাহারছড়া পাহাড় এলাকা থেকে তাঁদের গ্রেপ্তার করা হয়।

আটক ব্যক্তিরা হলেন হাফিজুর রহমান প্রকাশ ছালেহ উদ্দিন প্রকাশ ছলে ডাকাত (৩০) ও তাঁর সহযোগী নুরুল আলম প্রকাশ নূরু (৪০), আক্তার কামাল প্রকাশ সোহেল (৩৭), নুরুল আলম প্রকাশ লালু (২৪), হারুনুর রশিদ (২৩), রিয়াজ উদ্দিন ও এক কিশোর। এ সময় উদ্ধার করা হয়েছে বিপুল পরিমাণ অস্ত্র ও গোলাবারুদ। 

উদ্ধার করা অস্ত্রের মধ্যে রয়েছে একটি বিদেশি পিস্তল, পাঁচটি গুলি, তিনটি দেশীয় একনলা বড় বন্দুক, দুটি একনলা মাঝারি বন্দুক, ছয়টি একনলা ছোট বন্দুক, ১৭টি তাজা কার্তুজ, চারটি খালি কার্তুজ,দুটি ছুরি ও ছয়টি দেশীয় দা। 

আজ শনিবার দুপুরে র‍্যাব-১৫-এর কার্যালয়ে সংবাদ সম্মেলনে এসব তথ্য জানানো হয়। এ সময় র‍্যাবের আইন ও গণমাধ্যম শাখার পরিচালক খন্দকার আল মঈন বলেন, আটক ব্যক্তিদের প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, টেকনাফের দুর্গম পাহাড়ে হাফিজুর রহমান ওরফে ছালেহ ডাকাতের নেতৃত্বে এই চক্রটি ডাকাতি, অপহরণ, মুক্তিপণ আদায় ও মাদক কারবারিসহ নানা অপরাধ করে আসছিল। 

গত সাত মাসে টেকনাফের পাহাড়ি এলাকা থেকে প্রায় ৭২ জন অপহরণ হয়েছে। এর মধ্যে রোহিঙ্গা রয়েছে ৪০ জন। ৭২ জনের মধ্য ৩৫ জন মুক্তিপণ দিয়ে ছাড়া পেয়েছেন বলে ভুক্তভোগীদের পরিবার জানিয়েছে। দুই দিনের ব্যবধানে অপহৃত হয়েছে সাত জন। এঁরই মধ্যে দুজন চার লাখ টাকা মুক্তিপণ দিয়ে ছাড়া পেয়েছেন।

রাউজানে বাইরে থেকে দরজা বন্ধ করে ৩ বসতঘরে অগ্নিসংযোগের অভিযোগ

কুমিল্লায় একাধিক মামলার আসামি শামীম গ্রেপ্তার

চট্টগ্রামে ওসমান হাদির গায়েবানা জানাজা

লক্ষ্মীপুরে মাটি খুঁড়ে মিলল চট্টগ্রামে থানা থেকে লুট হওয়া অস্ত্র, যুবক গ্রেপ্তার

মিরসরাইয়ে গাড়ির ধাক্কায় ভ্যানচালক নিহত

আনিসুল ইসলামের গ্রামের বাড়িতে হামলা-অগ্নিসংযোগ

চট্টগ্রামে ভারতীয় হাইকমিশন ও মিডিয়া ভবনে নিরাপত্তা জোরদার

বান্দরবানে সাবেক পার্বত্যমন্ত্রী বীর বাহাদুরের বাড়িতে অগ্নিসংযোগ

সীতাকুণ্ডে কাভার্ড ভ্যানের চাপায় ব্যবসায়ী নিহত

গ্রেপ্তার নিষিদ্ধ ছাত্রলীগ নেতার থানায় সেলফি: অব্যাহতির খবর পেয়ে কনস্টেবল অসুস্থ