হোম > সারা দেশ > চট্টগ্রাম

অস্ত্র–মাদকসহ চট্টগ্রামে জিয়া মঞ্চের নেতা গ্রেপ্তার

 নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম

চট্টগ্রামের কর্ণফুলীতে জিয়া মঞ্চের নেতা নজিবুল হক শাওনসহ (৩০) দুজনকে গ্রেপ্তার করেছে যৌথ বাহিনী। গতকাল রোববার রাতে উপজেলার চরপাথরঘাটার বাসা থেকে তাঁদের গ্রেপ্তার করা হয়। এ সময় তাঁদের কাছ থেকে মাদকদ্রব্য ও বেশ কিছু ধারালো অস্ত্র উদ্ধার করা হয়।

গ্রেপ্তার নজিবুল হক শাওন ওই এলাকার মো. নুরুল আবছারের ছেলে। তিনি জিয়া মঞ্চ কর্ণফুলী উপজেলা কমিটির সদস্যসচিব। অপরজন তাঁর ভাই নেছারুল হক সচিব (৩০)।

এ বিষয়ে কর্ণফুলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ শরীফ বলেন, আজ সোমবার এ ঘটনায় কর্ণফুলী থানায় পুলিশ বাদী হয়ে তাঁদের বিরুদ্ধে অস্ত্র, মাদকসহ একাধিক ধারায় পৃথক চারটি মামলা করেছে। ওই মামলায় আসামিদের গ্রেপ্তার দেখিয়ে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

পৃথক মামলার এজাহারে জানা যায়, মাদকদ্রব্য ক্রয়-বিক্রয়ের গোপন সংবাদ পেয়ে যৌথ বাহিনী ওই বসতঘরে অভিযান চালায়। এ সময় যৌথ বাহিনী তল্লাশি চালিয়ে আসামিদের হেফাজত থেকে চারটি রামদা, আটটি চাকু, চারটি চাপাতি ও দুটি ছোরা উদ্ধার করে। এ ছাড়া তাঁদের কাছ থেকে পাঁচটি ইয়াবা বড়ি ও ৯ গ্রাম গাঁজা পাওয়া যায়।

মিয়ানমার সীমান্তে গোলাগুলি: টেকনাফের গুলিবিদ্ধ শিশুটি লাইফ সাপোর্টে

ফেনী হাসপাতালে অপারেশন থিয়েটারে রান্না করার ঘটনায় দুই নার্স বরখাস্ত

নিয়ন্ত্রণ হারিয়ে বাস ঢুকল ফলের দোকানে

চট্টগ্রামে পোর্ট কলোনিতে মোটরসাইকেলচালকের ছুরিকাহত মরদেহ, পুলিশ বলছে হামলা অন্য এলাকায়

ব্যাংক থেকে টাকা তুলে বের হতেই ছোঁ মেরে নিয়ে গেল ছিনতাইকারী

ওমানে সড়ক দুর্ঘটনায় ফটিকছড়ির এক পরিবারের তিনজন নিহত

ফটিকছড়িতে গুলিতে নিহত ১

মিরসরাইয়ে পুলিশ পরিচয়ে পোলট্রি ফার্মে ঢুকে ডাকাতি, মোটরসাইকেলসহ মালপত্র লুট

শিক্ষককে হেনস্তার পর টেনেহিঁচড়ে প্রক্টর অফিসে নিয়ে গেলেন চাকসুর শিবির নেতারা

প্রভাবশালী ব্যবসায়ী থেকে ঋণখেলাপি, ৫০ বছরের বন্ধুত্বে ফাটল