হোম > সারা দেশ > চট্টগ্রাম

অস্ত্র–মাদকসহ চট্টগ্রামে জিয়া মঞ্চের নেতা গ্রেপ্তার

 নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম

চট্টগ্রামের কর্ণফুলীতে জিয়া মঞ্চের নেতা নজিবুল হক শাওনসহ (৩০) দুজনকে গ্রেপ্তার করেছে যৌথ বাহিনী। গতকাল রোববার রাতে উপজেলার চরপাথরঘাটার বাসা থেকে তাঁদের গ্রেপ্তার করা হয়। এ সময় তাঁদের কাছ থেকে মাদকদ্রব্য ও বেশ কিছু ধারালো অস্ত্র উদ্ধার করা হয়।

গ্রেপ্তার নজিবুল হক শাওন ওই এলাকার মো. নুরুল আবছারের ছেলে। তিনি জিয়া মঞ্চ কর্ণফুলী উপজেলা কমিটির সদস্যসচিব। অপরজন তাঁর ভাই নেছারুল হক সচিব (৩০)।

এ বিষয়ে কর্ণফুলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ শরীফ বলেন, আজ সোমবার এ ঘটনায় কর্ণফুলী থানায় পুলিশ বাদী হয়ে তাঁদের বিরুদ্ধে অস্ত্র, মাদকসহ একাধিক ধারায় পৃথক চারটি মামলা করেছে। ওই মামলায় আসামিদের গ্রেপ্তার দেখিয়ে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

পৃথক মামলার এজাহারে জানা যায়, মাদকদ্রব্য ক্রয়-বিক্রয়ের গোপন সংবাদ পেয়ে যৌথ বাহিনী ওই বসতঘরে অভিযান চালায়। এ সময় যৌথ বাহিনী তল্লাশি চালিয়ে আসামিদের হেফাজত থেকে চারটি রামদা, আটটি চাকু, চারটি চাপাতি ও দুটি ছোরা উদ্ধার করে। এ ছাড়া তাঁদের কাছ থেকে পাঁচটি ইয়াবা বড়ি ও ৯ গ্রাম গাঁজা পাওয়া যায়।

আনোয়ারায় সড়কের পাশ থেকে উদ্ধার দুই শিশুর পরিচয় মিলেছে, বাবা-মায়ের বিরুদ্ধে মামলা

মহাসড়কে দোকান যানজটে ভোগান্তি

ভোটের মাঠে: জয়ের সমীকরণ পাল্টে দেবে পাহাড়ি ভোটার

চাঁদপুরে হেফাজতে নির্যাতন, ৪ পুলিশ সদস্যের বিরুদ্ধে মামলা

চট্টগ্রামে থার্টি ফার্স্ট নিয়ে ৬ নির্দেশনা সিএমপির

খামারে ডাকাতের হানা, অস্ত্র ঠেকিয়ে ১২ গরু লুট

চন্দনাইশে অলিপুত্রের সমর্থনে সরে দাঁড়ালেন জামায়াতের প্রার্থী

খালেদা জিয়ার মৃত্যুতে জাতি অভিভাবকসুলভ নেতৃত্বকে হারাল: চট্টগ্রাম সাংবাদিক ইউনিয়ন

চট্টগ্রামে সংসদ নির্বাচন: তিন আসনে বিএনপির প্রার্থী নিয়ে উত্তেজনা

পেট্রোলিয়াম করপোরেশন: দেড় বছরেও চালু হয়নি ৮ হাজার কোটি টাকার প্রকল্প