হোম > সারা দেশ > চট্টগ্রাম

অস্ত্র–মাদকসহ চট্টগ্রামে জিয়া মঞ্চের নেতা গ্রেপ্তার

 নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম

চট্টগ্রামের কর্ণফুলীতে জিয়া মঞ্চের নেতা নজিবুল হক শাওনসহ (৩০) দুজনকে গ্রেপ্তার করেছে যৌথ বাহিনী। গতকাল রোববার রাতে উপজেলার চরপাথরঘাটার বাসা থেকে তাঁদের গ্রেপ্তার করা হয়। এ সময় তাঁদের কাছ থেকে মাদকদ্রব্য ও বেশ কিছু ধারালো অস্ত্র উদ্ধার করা হয়।

গ্রেপ্তার নজিবুল হক শাওন ওই এলাকার মো. নুরুল আবছারের ছেলে। তিনি জিয়া মঞ্চ কর্ণফুলী উপজেলা কমিটির সদস্যসচিব। অপরজন তাঁর ভাই নেছারুল হক সচিব (৩০)।

এ বিষয়ে কর্ণফুলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ শরীফ বলেন, আজ সোমবার এ ঘটনায় কর্ণফুলী থানায় পুলিশ বাদী হয়ে তাঁদের বিরুদ্ধে অস্ত্র, মাদকসহ একাধিক ধারায় পৃথক চারটি মামলা করেছে। ওই মামলায় আসামিদের গ্রেপ্তার দেখিয়ে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

পৃথক মামলার এজাহারে জানা যায়, মাদকদ্রব্য ক্রয়-বিক্রয়ের গোপন সংবাদ পেয়ে যৌথ বাহিনী ওই বসতঘরে অভিযান চালায়। এ সময় যৌথ বাহিনী তল্লাশি চালিয়ে আসামিদের হেফাজত থেকে চারটি রামদা, আটটি চাকু, চারটি চাপাতি ও দুটি ছোরা উদ্ধার করে। এ ছাড়া তাঁদের কাছ থেকে পাঁচটি ইয়াবা বড়ি ও ৯ গ্রাম গাঁজা পাওয়া যায়।

নাব্যতা-সংকটে পায়রা বন্দরের জাহাজ ভিড়ছে চট্টগ্রামে

প্রতীক বরাদ্দের আগে ভোট চাওয়ায় জামায়াত প্রার্থী শাহজাহান চৌধুরীকে শোকজ

মোটরসাইকেল থামিয়ে ইয়াবা সেবনের জন্য ৫০০ টাকা দাবি, না দেওয়ায় খুন

চট্টগ্রাম ১৩: বিএনপি প্রার্থী সরওয়ার জামাল নিজামকে শোকজ

মহাসড়কে প্রাইভেট কার থামিয়ে পাঁচজনকে কুপিয়ে জখম

চাঁদপুরে নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের দায়ে ২ প্রার্থীকে শোকজ

চবিতে নিয়োগে অনিয়মের অভিযোগ, অভিযান চালিয়ে নথিপত্র নিল দুদক

বাঁশখালীতে ঘুষের টাকাসহ পরিবার পরিকল্পনার অফিস সহকারী আটক

চট্টগ্রামে ৩৫ সোনার বার ছিনতাই: বহিষ্কৃত ছাত্রদল নেতা বার্মা সাইফুলসহ গ্রেপ্তার ৪

কুবিতে ভর্তি পরীক্ষার প্রবেশপত্র ডাউনলোড করা যাবে ২৫ জানুয়ারি থেকে