হোম > সারা দেশ > চট্টগ্রাম

বড়পুকুরিয়া খনির এমডিসহ দুর্নীতিতে অভিযুক্ত কর্মকর্তা-কর্মচারীর অপসারণ দাবি 

ফুলবাড়ী (দিনাজপুর) প্রতিনিধি

দিনাজপুরের বড়পুকুরিয়া কোল মাইনিং কোম্পানি লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালকসহ (এমডি) প্রতিষ্ঠানটিতে দুর্নীতে অভিযুক্ত স্থায়ী ও অস্থায়ী কর্মকর্তা কর্মচারীদের অপসারণের দাবিতে মানববন্ধন হয়েছে। 

আজ রোববার দুপুর ১২টা থেকে বেলা ১টা পর্যন্ত খনির মূল ফটকের সামনে ব্যানার ফেস্টুন হাতে এই মানববন্ধন করেন ফুলবাড়ী-পার্বতীপুরের বৈষম্যবিরোধী ছাত্র জনতা। এ সময় আগামী ৭২ ঘণ্টার মধ্যে তাদের অপসারণের আল্টিমেটাম ঘোষণা করা হয়। 

মানববন্ধন শেষে খনির প্রশাসনিক কর্মকর্তা (নিরাপত্তা) মোহাম্মদ আলীর হাতে দাবি সংবলিত স্মারকলিপি তুলে দেন এবং এর অনুলিপি বিদ্যুৎ জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয় ও জেলা প্রশাসক দিনাজপুর বরাবর দেন। 

মানববন্ধনে বক্তব্য দেন বৈষম্যবিরোধী শিক্ষার্থী সাগর হোসেন, গোলাম মোরশেদ, মেহেদী-হাসানসহ অনেকে। এ সময় তাঁরা বলেন, খনির দুর্নীতিবাজ কর্মকর্তারা নিয়োগ বাণিজ্য, শ্রমিক নির্যাতনসহ নানা অপকর্ম করেছেন। তাই তাঁরা বড়পুকুরিয়া কয়লা খনির (এমডি) ব্যবস্থাপনা পরিচালকসহ, স্থায়ী ও অস্থায়ী কর্মকর্তা কর্মচারীদের অপসারণের জোর দাবি জানান। তাঁরা বলেন, আগামী ৭২ ঘণ্টার মধ্যে তাঁদের অপসারণ না হলে কঠোর আন্দোলনে যাবেন। 

বিষয়টি নিয়ে কথা বলতে বড়পুকুরিয়া কোল মাইনিং কোম্পানী লিমিটেড এর এমডি সাইফুল ইসলাম সরকারের মোবাইল ফোনে কল দেওয়া হলে তিনি ধরেননি।

মেরিন একাডেমি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের মিলনমেলা

চট্টগ্রামে নালা থেকে বস্তাবন্দী মরদেহ উদ্ধার

সড়ক থেকে উদ্ধার সেই শিশু দাদির জিম্মায়, বাবা কারাগারে

চট্টগ্রামে ছুরিকাঘাতে পুলিশ সদস্য হত্যা মামলায় ১০ জনের যাবজ্জীবন

মিয়ানমার সীমান্তে গোলাগুলি: টেকনাফের গুলিবিদ্ধ শিশুটি লাইফ সাপোর্টে

ফেনী হাসপাতালে অপারেশন থিয়েটারে রান্না করার ঘটনায় দুই নার্স বরখাস্ত

নিয়ন্ত্রণ হারিয়ে বাস ঢুকল ফলের দোকানে

চট্টগ্রামে পোর্ট কলোনিতে মোটরসাইকেলচালকের ছুরিকাহত মরদেহ, পুলিশ বলছে হামলা অন্য এলাকায়

ব্যাংক থেকে টাকা তুলে বের হতেই ছোঁ মেরে নিয়ে গেল ছিনতাইকারী

ওমানে সড়ক দুর্ঘটনায় ফটিকছড়ির এক পরিবারের তিনজন নিহত