দিনাজপুরের বড়পুকুরিয়া কোল মাইনিং কোম্পানি লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালকসহ (এমডি) প্রতিষ্ঠানটিতে দুর্নীতে অভিযুক্ত স্থায়ী ও অস্থায়ী কর্মকর্তা কর্মচারীদের অপসারণের দাবিতে মানববন্ধন হয়েছে।
আজ রোববার দুপুর ১২টা থেকে বেলা ১টা পর্যন্ত খনির মূল ফটকের সামনে ব্যানার ফেস্টুন হাতে এই মানববন্ধন করেন ফুলবাড়ী-পার্বতীপুরের বৈষম্যবিরোধী ছাত্র জনতা। এ সময় আগামী ৭২ ঘণ্টার মধ্যে তাদের অপসারণের আল্টিমেটাম ঘোষণা করা হয়।
মানববন্ধন শেষে খনির প্রশাসনিক কর্মকর্তা (নিরাপত্তা) মোহাম্মদ আলীর হাতে দাবি সংবলিত স্মারকলিপি তুলে দেন এবং এর অনুলিপি বিদ্যুৎ জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয় ও জেলা প্রশাসক দিনাজপুর বরাবর দেন।
মানববন্ধনে বক্তব্য দেন বৈষম্যবিরোধী শিক্ষার্থী সাগর হোসেন, গোলাম মোরশেদ, মেহেদী-হাসানসহ অনেকে। এ সময় তাঁরা বলেন, খনির দুর্নীতিবাজ কর্মকর্তারা নিয়োগ বাণিজ্য, শ্রমিক নির্যাতনসহ নানা অপকর্ম করেছেন। তাই তাঁরা বড়পুকুরিয়া কয়লা খনির (এমডি) ব্যবস্থাপনা পরিচালকসহ, স্থায়ী ও অস্থায়ী কর্মকর্তা কর্মচারীদের অপসারণের জোর দাবি জানান। তাঁরা বলেন, আগামী ৭২ ঘণ্টার মধ্যে তাঁদের অপসারণ না হলে কঠোর আন্দোলনে যাবেন।