হোম > সারা দেশ > চট্টগ্রাম

বড়পুকুরিয়া খনির এমডিসহ দুর্নীতিতে অভিযুক্ত কর্মকর্তা-কর্মচারীর অপসারণ দাবি 

ফুলবাড়ী (দিনাজপুর) প্রতিনিধি

দিনাজপুরের বড়পুকুরিয়া কোল মাইনিং কোম্পানি লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালকসহ (এমডি) প্রতিষ্ঠানটিতে দুর্নীতে অভিযুক্ত স্থায়ী ও অস্থায়ী কর্মকর্তা কর্মচারীদের অপসারণের দাবিতে মানববন্ধন হয়েছে। 

আজ রোববার দুপুর ১২টা থেকে বেলা ১টা পর্যন্ত খনির মূল ফটকের সামনে ব্যানার ফেস্টুন হাতে এই মানববন্ধন করেন ফুলবাড়ী-পার্বতীপুরের বৈষম্যবিরোধী ছাত্র জনতা। এ সময় আগামী ৭২ ঘণ্টার মধ্যে তাদের অপসারণের আল্টিমেটাম ঘোষণা করা হয়। 

মানববন্ধন শেষে খনির প্রশাসনিক কর্মকর্তা (নিরাপত্তা) মোহাম্মদ আলীর হাতে দাবি সংবলিত স্মারকলিপি তুলে দেন এবং এর অনুলিপি বিদ্যুৎ জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয় ও জেলা প্রশাসক দিনাজপুর বরাবর দেন। 

মানববন্ধনে বক্তব্য দেন বৈষম্যবিরোধী শিক্ষার্থী সাগর হোসেন, গোলাম মোরশেদ, মেহেদী-হাসানসহ অনেকে। এ সময় তাঁরা বলেন, খনির দুর্নীতিবাজ কর্মকর্তারা নিয়োগ বাণিজ্য, শ্রমিক নির্যাতনসহ নানা অপকর্ম করেছেন। তাই তাঁরা বড়পুকুরিয়া কয়লা খনির (এমডি) ব্যবস্থাপনা পরিচালকসহ, স্থায়ী ও অস্থায়ী কর্মকর্তা কর্মচারীদের অপসারণের জোর দাবি জানান। তাঁরা বলেন, আগামী ৭২ ঘণ্টার মধ্যে তাঁদের অপসারণ না হলে কঠোর আন্দোলনে যাবেন। 

বিষয়টি নিয়ে কথা বলতে বড়পুকুরিয়া কোল মাইনিং কোম্পানী লিমিটেড এর এমডি সাইফুল ইসলাম সরকারের মোবাইল ফোনে কল দেওয়া হলে তিনি ধরেননি।

রাজনৈতিক প্রশ্রয়ে ভয়ংকর

বাংলাদেশে আসার অপেক্ষায় হাজার হাজার বার্মিজ গরু

মাত্র দেড় বছর আগে র‍্যাবে যোগদান করেছিলেন বিজিবি সদস্য মোতালেব

জঙ্গল সলিমপুরে সন্ত্রাসীদের আস্তানা গুঁড়িয়ে দেওয়া হবে: র‍্যাবের ডিজি

মিরসরাইয়ে লরির ধাক্কায় প্রাণ গেল সবজি ব্যবসায়ীর

জঙ্গল সলিমপুর: মাইকে ঘোষণা দিয়ে র‍্যাবের ওপর ৫০০ দুর্বৃত্তের হামলা

চট্টগ্রাম বন্দর: ২ ‘মাঘেও’ বন্দর থেকে ছাড়া পাচ্ছে না ত্রাণের শীতবস্ত্র

জঙ্গল সলিমপুরে সশস্ত্র সন্ত্রাসীকে গ্রেপ্তার করে ফেরার পথে হামলার মুখে পড়ে র‍্যাব, গুলিবিদ্ধ হন মোতালেব

হাটহাজারীতে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে প্রাণ গেল তরুণের

সিএমপির গণবিজ্ঞপ্তি প্রত্যাখ্যান ও চসিক মেয়রের পদত্যাগের দাবি এনসিপির