হোম > সারা দেশ > চট্টগ্রাম

বড়পুকুরিয়া খনির এমডিসহ দুর্নীতিতে অভিযুক্ত কর্মকর্তা-কর্মচারীর অপসারণ দাবি 

ফুলবাড়ী (দিনাজপুর) প্রতিনিধি

দিনাজপুরের বড়পুকুরিয়া কোল মাইনিং কোম্পানি লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালকসহ (এমডি) প্রতিষ্ঠানটিতে দুর্নীতে অভিযুক্ত স্থায়ী ও অস্থায়ী কর্মকর্তা কর্মচারীদের অপসারণের দাবিতে মানববন্ধন হয়েছে। 

আজ রোববার দুপুর ১২টা থেকে বেলা ১টা পর্যন্ত খনির মূল ফটকের সামনে ব্যানার ফেস্টুন হাতে এই মানববন্ধন করেন ফুলবাড়ী-পার্বতীপুরের বৈষম্যবিরোধী ছাত্র জনতা। এ সময় আগামী ৭২ ঘণ্টার মধ্যে তাদের অপসারণের আল্টিমেটাম ঘোষণা করা হয়। 

মানববন্ধন শেষে খনির প্রশাসনিক কর্মকর্তা (নিরাপত্তা) মোহাম্মদ আলীর হাতে দাবি সংবলিত স্মারকলিপি তুলে দেন এবং এর অনুলিপি বিদ্যুৎ জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয় ও জেলা প্রশাসক দিনাজপুর বরাবর দেন। 

মানববন্ধনে বক্তব্য দেন বৈষম্যবিরোধী শিক্ষার্থী সাগর হোসেন, গোলাম মোরশেদ, মেহেদী-হাসানসহ অনেকে। এ সময় তাঁরা বলেন, খনির দুর্নীতিবাজ কর্মকর্তারা নিয়োগ বাণিজ্য, শ্রমিক নির্যাতনসহ নানা অপকর্ম করেছেন। তাই তাঁরা বড়পুকুরিয়া কয়লা খনির (এমডি) ব্যবস্থাপনা পরিচালকসহ, স্থায়ী ও অস্থায়ী কর্মকর্তা কর্মচারীদের অপসারণের জোর দাবি জানান। তাঁরা বলেন, আগামী ৭২ ঘণ্টার মধ্যে তাঁদের অপসারণ না হলে কঠোর আন্দোলনে যাবেন। 

বিষয়টি নিয়ে কথা বলতে বড়পুকুরিয়া কোল মাইনিং কোম্পানী লিমিটেড এর এমডি সাইফুল ইসলাম সরকারের মোবাইল ফোনে কল দেওয়া হলে তিনি ধরেননি।

প্রতীক বরাদ্দের আগে ভোট চাওয়ায় জামায়াত প্রার্থী শাহজাহান চৌধুরীকে শোকজ

মোটরসাইকেল থামিয়ে ইয়াবা সেবনের জন্য ৫০০ টাকা দাবি, না দেওয়ায় খুন

চট্টগ্রাম ১৩: বিএনপি প্রার্থী সরওয়ার জামাল নিজামকে শোকজ

মহাসড়কে প্রাইভেট কার থামিয়ে পাঁচজনকে কুপিয়ে জখম

চাঁদপুরে নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের দায়ে ২ প্রার্থীকে শোকজ

চবিতে নিয়োগে অনিয়মের অভিযোগ, অভিযান চালিয়ে নথিপত্র নিল দুদক

বাঁশখালীতে ঘুষের টাকাসহ পরিবার পরিকল্পনার অফিস সহকারী আটক

চট্টগ্রামে ৩৫ সোনার বার ছিনতাই: বহিষ্কৃত ছাত্রদল নেতা বার্মা সাইফুলসহ গ্রেপ্তার ৪

কুবিতে ভর্তি পরীক্ষার প্রবেশপত্র ডাউনলোড করা যাবে ২৫ জানুয়ারি থেকে

অলি আহমদের বিরুদ্ধে গাড়িতে হামলার অভিযোগ বিএনপির প্রার্থীর সমন্বয়কের