হোম > সারা দেশ > চট্টগ্রাম

সড়ক দুর্ঘটনার পর আইসিইউতে কুবি শিক্ষার্থী

কুবি প্রতিনিধি

মোটরসাইকেল দুর্ঘটনায় কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) দুজন শিক্ষার্থীসহ তিনজন আহত হয়েছেন। গতকাল সোমবার দিবাগত রাত সাড়ে ১১টার দিকে কুমিল্লার বিজয়পুর রেলক্রসিং এলাকায় এ দুর্ঘটনা ঘটে। 

আহতদের মধ্যে রয়েছেন কুবির অ্যাকাউন্টিং অ্যান্ড ইনফরমেশন স্টাডিজ বিভাগের ১১তম ব্যাচের শিক্ষার্থী হাবিব হৃদয়, ম্যানেজমেন্ট স্টাডিজ বিভাগের দশম ব্যাচের শিক্ষার্থী আরিফুল ইসলাম এবং একটি বেসরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তা সাইফুল। এর মধ্যে হাবিব আশঙ্কাজনক অবস্থায় কুমিল্লা ট্রমা সেন্টারের আইসিইউতে ভর্তি আছেন। 

এ ব্যাপারে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের ডেপুটি চিপ মেডিকেল অফিসার ডা. মাহমুদুল হাসান খান বলেন, ‘আমি ট্রমা হাসপাতালের ডিউটি ডাক্তারদের সঙ্গে কথা বলে জেনেছি, তাঁর অবস্থা খুবই সংকটাপন্ন। এ ধরনের রোগীর ৪৮ থেকে ৭২ ঘণ্টা পর্যন্ত ক্রিটিক্যাল সময়। তাঁর মাথার খুলির সামনের দুইটা পার্ট ভেঙে গেছে। বর্তমান তাঁর জ্ঞান যায় আবার আসে—এমন অবস্থায় আছে। আমাদের বিসিএফ বা কমা স্কেলের রেটিং ১৫ পর্যন্ত নরমাল। কিন্তু তার ১০ অথবা ১২ হচ্ছে।’ 

এ দুর্ঘটনায় মুখে ও পায়ে আঘাত পেয়েছেন আরিফুল ইসলাম। তিনি বলেন, ‘আমরা ১০-১২ জন কয়েকটা মোটরসাইকেলে করে একসঙ্গে যাচ্ছিলাম। এর মধ্যে বিজয়পুর রেলক্রসিংয়ের দিকে মোড় ঘুরতে গিয়ে আমাদের বাইকটা রেলক্রসিংয়ের সঙ্গে যে ছোট ছোট পিলারগুলো থাকে, তার সঙ্গে ধাক্কা লাগে। হাবিব বাইক চালাচ্ছিল, সাইফুল ভাই ও আমি পেছনে ছিলাম।’ 

এ বিষয়ে প্রক্টর কাজী মোহাম্মদ কামাল উদ্দিন বলেন, ‘বিষয়টা বিশ্ববিদ্যালয়ের বাইরে হলেও আমি খোঁজ-খবর নিয়ে দেখছি। যদি কোনো সহযোগিতার প্রয়োজন হয় তাহলে বিশ্ববিদ্যালয়ের স্টুডেন্ট হিসেবে তা করা হবে।’ 

চট্টগ্রামে বিরোধপূর্ণ জমি: ১ বছর নিয়ে ২০ বছর ইজারা

বেপরোয়া পর্যটক সামলাতে হিমশিম অবস্থা কর্তৃপক্ষের

বউভাতে যাওয়ার পথে মাইক্রোবাস নিয়ন্ত্রণ হারিয়ে কনের নানি নিহত

৯ জুলাই যোদ্ধা চাকরি পেলেন চট্টগ্রাম বন্দরে

১০ বছর পর দম্পতির কোলজুড়ে একসঙ্গে পাঁচ সন্তান

‘সাম্প্রদায়িক উত্তেজনা সৃষ্টি করতে পরিকল্পিতভাবে হিন্দুদের বাড়িতে আগুন’

টেকনাফে গুলিবিদ্ধ শিশুটিকে পাঠানো হচ্ছে ঢাকায়, মাথার খুলির এক পাশ খুলে রাখা হয়েছে

মেরিন একাডেমি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের মিলনমেলা

চট্টগ্রামে নালা থেকে বস্তাবন্দী মরদেহ উদ্ধার

সড়ক থেকে উদ্ধার সেই শিশু দাদির জিম্মায়, বাবা কারাগারে