হোম > সারা দেশ > চট্টগ্রাম

বাংলাদেশ-যুক্তরাষ্ট্র নৌবাহিনীর প্রশিক্ষণ মহড়া শুরু

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম

চট্টগ্রামে বাংলাদেশ নৌবাহিনীর বিশেষায়িত সোয়াডস ঘাঁটিতে বাংলাদেশ-যুক্তরাষ্ট্র নৌবাহিনীর ২৬ দিনব্যাপী যৌথ প্রশিক্ষণ মহড়া উদ্বোধন হয়েছে। আজ রোববার সকালে বনৌজা নির্ভীকে ‘এক্সারসাইজ টাইগার সার্ক-৪০’ নামে এই মহড়া শুরু হয়। এটি শেষ হবে ১৫ জুন। 

উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম নৌ অঞ্চলের আঞ্চলিক কমান্ডার রিয়ার অ্যাডমিরাল আবদুল্লাহ আল মামুন চৌধুরী। উপস্থিত ছিলেন বাংলাদেশে যুক্তরাষ্ট্রের দূতাবাসের সেকেন্ড সেক্রেটারি ও রাজনৈতিক উপদেষ্টা ম্যাক্সওয়েল মার্টিন, ডিফেন্স এটাচি নাথান মোর। 

ম্যাক্সওয়েল মার্টিন বলেন, ‘মার্কিন যুক্তরাষ্ট্র বাংলাদেশকে সমর্থন করতে প্রতিশ্রুতিবদ্ধ। যুক্তরাষ্ট্রের সঙ্গে বাংলাদেশের যে সিকিউরিটি কোআপারেশন রয়েছে, সেটির প্রেক্ষিতে এই মহড়া গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।’ 

মহড়ায় অন্যদের মধ্যে সশস্ত্র বাহিনী বিভাগ, সেনাবাহিনী, নৌবাহিনী এবং চট্টগ্রাম নৌ অঞ্চলের বিভিন্ন কর্মকর্তা ও আমন্ত্রিত অতিথিরা উপস্থিত ছিলেন। 

কমডোর সোয়াডস কমান্ডের ব্যবস্থাপনায় অনুষ্ঠিত ওই প্রশিক্ষণ মহড়ায় বাংলাদেশ সেনা ও নৌবাহিনীর স্পেশাল ফোর্স এবং যুক্তরাষ্ট্রের স্পেশাল ফোর্স অংশগ্রহণ করছে। যৌথ প্রশিক্ষণ মহড়ার মূল লক্ষ্য দুই দেশের সশস্ত্র বাহিনীর মধ্যে বিদ্যমান সু-সম্পর্ক উন্নয়নের পাশাপাশি উভয় দেশের কৌশলগত সক্ষমতা বৃদ্ধি এবং পারস্পরিক প্রযুক্তিগত ও পদ্ধতিগত জ্ঞান অর্জন।

মেরিন একাডেমি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের মিলনমেলা

চট্টগ্রামে নালা থেকে বস্তাবন্দী মরদেহ উদ্ধার

সড়ক থেকে উদ্ধার সেই শিশু দাদির জিম্মায়, বাবা কারাগারে

চট্টগ্রামে ছুরিকাঘাতে পুলিশ সদস্য হত্যা মামলায় ১০ জনের যাবজ্জীবন

মিয়ানমার সীমান্তে গোলাগুলি: টেকনাফের গুলিবিদ্ধ শিশুটি লাইফ সাপোর্টে

ফেনী হাসপাতালে অপারেশন থিয়েটারে রান্না করার ঘটনায় দুই নার্স বরখাস্ত

নিয়ন্ত্রণ হারিয়ে বাস ঢুকল ফলের দোকানে

চট্টগ্রামে পোর্ট কলোনিতে মোটরসাইকেলচালকের ছুরিকাহত মরদেহ, পুলিশ বলছে হামলা অন্য এলাকায়

ব্যাংক থেকে টাকা তুলে বের হতেই ছোঁ মেরে নিয়ে গেল ছিনতাইকারী

ওমানে সড়ক দুর্ঘটনায় ফটিকছড়ির এক পরিবারের তিনজন নিহত