হোম > সারা দেশ > চট্টগ্রাম

পাওনা টাকা নিয়ে দুই পক্ষের মারামারির মধ্যে পড়ে প্রাণ গেল পথচারীর 

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম

চট্টগ্রামে পাওনা টাকা নিয়ে বিরোধের জেরে দুই পক্ষের শ্রমিকদের মারামারির মধ্যে পড়ে ছুরিকাঘাতে এক পথচারী নিহত হয়েছেন। গতকাল বৃহস্পতিবার রাত ৯টার দিকে নগরের ইপিজেড থানার আকমল আলী রোডের পকেট গেট এলাকায় এ ঘটনা ঘটেছে। এ ঘটনায় আরও এক তরুণ আহত হয়েছেন। 

নিহত মেহেদী হাসান (১৯) ভোলার লালমোহন থানার গোবিন্দ বাজার এলাকার বাসিন্দা। আহত আরেক তরুণের নাম মো. রিফাত (১৯)। 

ইপিজেড থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ হোসাইন আজকের পত্রিকাকে বলেন, একটি পোশাক কারখানার শ্রমিক সাদিকের কাছে আরেক শ্রমিক রমজান ১ হাজার টাকা পাওনা ছিল। এই টাকা নিয়ে মূলত ঘটনার দিন কারখানার ভেতর দুজনের মধ্যে কথা-কাটাকাটি হয়। সেখানে তাঁরা মারামারিও করেন। পরে অন্য শ্রমিকেরা গিয়ে মারামারি থামালে এ সময় তাঁরা একে অপরকে দেখে নেওয়ার হুমকি দেন। 

রাতে কারখানা ছুটির পর সাদিক ও রমজানের হয়ে পোশাকশ্রমিকদের দুই পক্ষ পকেট গেট এলাকায় মারামারিতে জড়িয়ে পড়েন। এ সময় অপর একটি কারখানার শ্রমিক মেহেদী হাসান ঘটনার সময় ছুরিকাঘাত হন। পরে তাঁকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মেহেদীকে মৃত ঘোষণা করেন। 

ওসি বলেন, ‘মেহেদী হাসানও একজন পোশাকশ্রমিক। ঘটনার সময় তাঁর কারখানা ছুটি হয়েছিল। তিনি ওই পথ দিয়ে বাসায় ফিরছিলেন। আমরা জানতে পারি, মেহেদী নিরীহ ছিল। তিনি এই ঘটনার সঙ্গে জড়িত ছিলেন না।’ 

তিনি বলেন, শুক্রবার বিকেলে নিহতের স্বজনেরা থানায় এসেছেন। একটি হত্যা মামলা করার বিষয়টি প্রক্রিয়াধীন রয়েছে। 

চমেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ উপপরিদর্শক (এসআই) নুরুল আলম আশেক জানান, গতকাল বৃহস্পতিবার রাত ১০টার দিকে ইপিজেড থানা এলাকা থেকে ছুরিকাঘাতে আহত দুজনকে হাসপাতালে নেওয়া হয়। এদের মধ্যে একজনকে মৃত ঘোষণা করেন, অন্যজন হাসপাতালের ক্যাজুয়ালটি ওয়ার্ডে ভর্তি আছেন।

১০ বছর পর দম্পতির কোলজুড়ে একসঙ্গে পাঁচ সন্তান

‘সাম্প্রদায়িক উত্তেজনা সৃষ্টি করতে পরিকল্পিতভাবে হিন্দুদের বাড়িতে আগুন’

টেকনাফে গুলিবিদ্ধ শিশুটিকে পাঠানো হচ্ছে ঢাকায়, মাথার খুলির এক পাশ খুলে রাখা হয়েছে

মেরিন একাডেমি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের মিলনমেলা

চট্টগ্রামে নালা থেকে বস্তাবন্দী মরদেহ উদ্ধার

সড়ক থেকে উদ্ধার সেই শিশু দাদির জিম্মায়, বাবা কারাগারে

চট্টগ্রামে ছুরিকাঘাতে পুলিশ সদস্য হত্যা মামলায় ১০ জনের যাবজ্জীবন

মিয়ানমার সীমান্তে গোলাগুলি: টেকনাফের গুলিবিদ্ধ শিশুটি লাইফ সাপোর্টে

ফেনী হাসপাতালে অপারেশন থিয়েটারে রান্না করার ঘটনায় দুই নার্স বরখাস্ত

নিয়ন্ত্রণ হারিয়ে বাস ঢুকল ফলের দোকানে