হোম > সারা দেশ > চট্টগ্রাম

পাওনা টাকা নিয়ে দুই পক্ষের মারামারির মধ্যে পড়ে প্রাণ গেল পথচারীর 

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম

চট্টগ্রামে পাওনা টাকা নিয়ে বিরোধের জেরে দুই পক্ষের শ্রমিকদের মারামারির মধ্যে পড়ে ছুরিকাঘাতে এক পথচারী নিহত হয়েছেন। গতকাল বৃহস্পতিবার রাত ৯টার দিকে নগরের ইপিজেড থানার আকমল আলী রোডের পকেট গেট এলাকায় এ ঘটনা ঘটেছে। এ ঘটনায় আরও এক তরুণ আহত হয়েছেন। 

নিহত মেহেদী হাসান (১৯) ভোলার লালমোহন থানার গোবিন্দ বাজার এলাকার বাসিন্দা। আহত আরেক তরুণের নাম মো. রিফাত (১৯)। 

ইপিজেড থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ হোসাইন আজকের পত্রিকাকে বলেন, একটি পোশাক কারখানার শ্রমিক সাদিকের কাছে আরেক শ্রমিক রমজান ১ হাজার টাকা পাওনা ছিল। এই টাকা নিয়ে মূলত ঘটনার দিন কারখানার ভেতর দুজনের মধ্যে কথা-কাটাকাটি হয়। সেখানে তাঁরা মারামারিও করেন। পরে অন্য শ্রমিকেরা গিয়ে মারামারি থামালে এ সময় তাঁরা একে অপরকে দেখে নেওয়ার হুমকি দেন। 

রাতে কারখানা ছুটির পর সাদিক ও রমজানের হয়ে পোশাকশ্রমিকদের দুই পক্ষ পকেট গেট এলাকায় মারামারিতে জড়িয়ে পড়েন। এ সময় অপর একটি কারখানার শ্রমিক মেহেদী হাসান ঘটনার সময় ছুরিকাঘাত হন। পরে তাঁকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মেহেদীকে মৃত ঘোষণা করেন। 

ওসি বলেন, ‘মেহেদী হাসানও একজন পোশাকশ্রমিক। ঘটনার সময় তাঁর কারখানা ছুটি হয়েছিল। তিনি ওই পথ দিয়ে বাসায় ফিরছিলেন। আমরা জানতে পারি, মেহেদী নিরীহ ছিল। তিনি এই ঘটনার সঙ্গে জড়িত ছিলেন না।’ 

তিনি বলেন, শুক্রবার বিকেলে নিহতের স্বজনেরা থানায় এসেছেন। একটি হত্যা মামলা করার বিষয়টি প্রক্রিয়াধীন রয়েছে। 

চমেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ উপপরিদর্শক (এসআই) নুরুল আলম আশেক জানান, গতকাল বৃহস্পতিবার রাত ১০টার দিকে ইপিজেড থানা এলাকা থেকে ছুরিকাঘাতে আহত দুজনকে হাসপাতালে নেওয়া হয়। এদের মধ্যে একজনকে মৃত ঘোষণা করেন, অন্যজন হাসপাতালের ক্যাজুয়ালটি ওয়ার্ডে ভর্তি আছেন।

রাজনৈতিক প্রশ্রয়ে ভয়ংকর

বাংলাদেশে আসার অপেক্ষায় হাজার হাজার বার্মিজ গরু

মাত্র দেড় বছর আগে র‍্যাবে যোগদান করেছিলেন বিজিবি সদস্য মোতালেব

জঙ্গল সলিমপুরে সন্ত্রাসীদের আস্তানা গুঁড়িয়ে দেওয়া হবে: র‍্যাবের ডিজি

মিরসরাইয়ে লরির ধাক্কায় প্রাণ গেল সবজি ব্যবসায়ীর

জঙ্গল সলিমপুর: মাইকে ঘোষণা দিয়ে র‍্যাবের ওপর ৫০০ দুর্বৃত্তের হামলা

চট্টগ্রাম বন্দর: ২ ‘মাঘেও’ বন্দর থেকে ছাড়া পাচ্ছে না ত্রাণের শীতবস্ত্র

জঙ্গল সলিমপুরে সশস্ত্র সন্ত্রাসীকে গ্রেপ্তার করে ফেরার পথে হামলার মুখে পড়ে র‍্যাব, গুলিবিদ্ধ হন মোতালেব

হাটহাজারীতে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে প্রাণ গেল তরুণের

সিএমপির গণবিজ্ঞপ্তি প্রত্যাখ্যান ও চসিক মেয়রের পদত্যাগের দাবি এনসিপির