হোম > সারা দেশ > চট্টগ্রাম

কাপ্তাইয়ের রাইখালীতে দুই গ্রুপের গোলাগুলিতে একজন নিহত

প্রতিনিধি, কাপ্তাই (রাঙামাটি) 

রাঙামাটির কাপ্তাই ও রাজস্থলী উপজেলার সীমান্তবর্তী এলাকায় দুই গ্রুপের গোলাগুলিতে একজন নিহত হয়েছেন। আজ বৃহস্পতিবার চন্দ্রঘোনা থানার আওতাধীন ২ নম্বর রাইখালী ইউনিয়ন এর ৮ নম্বর ওয়ার্ডের তিনছড়ি নোয়াপাড়া এলাকায় এই ঘটনা ঘটে। কাপ্তাই সার্কেলের অতিরিক্ত দায়িত্বে থাকা অতিরিক্ত পুলিশ সুপার তাপস রঞ্জন ঘোষ বিষয়টি নিশ্চিত করেছেন।

তাপস রঞ্জন ঘোষ জানান, দুপুরে গোলাগুলির খবর পেয়ে চন্দ্রঘোনা থানার পুলিশ ঘটনাস্থলে চলে যায়। তিনি আরও জানান, তিন ছড়ি নামক এলাকায় ৪৫ বছরের এক যুবকের লাশ উদ্ধার করা হয় এবং তার মাথায় আঘাতের চিহ্ন পাওয়া যায়। আগামী কাল ময়নাতদন্তের পর বিষয়টি পরিষ্কার হবে। তবে ঘটনার সঙ্গে কারা জড়িত তা নিশ্চিত হওয়া যায়নি।

তবে বিভিন্ন সূত্র থেকে জানা যায়, চন্দ্রঘোনা থানায় নারানগিরি ও মিতিয়াছড়ি এলাকায় সন্ত্রাসী সংগঠনের দুই গ্রুপের মধ্যে দফায় দফায় ৫০-৬০ রাউন্ড গুলি বিনিময় হয়। এতে একজন নিহতের খবর পাওয়া গেছে। নিহত ব্যক্তি পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতির সদস্য বলেও জানা যায়। 

রাঙামাটির অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) মারুফ আহমেদ জানান—পুলিশ ঘটনাস্থলে গেছে। সেখানে মোবাইল নেট না থাকায় তাঁদের সঙ্গে যোগাযোগ করা সম্ভব হচ্ছে না। তাঁরা ফিরে না আসা পর্যন্ত বিস্তারিত কিছুই বলা যাচ্ছে না। পাহাড়ে চারটি আঞ্চলিক দলের প্রভাব রয়েছে। এই ঘটনা কারা ঘটিয়েছে, কে নিহত হয়েছেন তা জানাতে চাইলে তিনি বলেন, এখনো বিষয়গুলো পরিষ্কার না। ওসি ফিরে আসলে আপনাদের জানানো হবে। 
 
রাঙামাটির কাপ্তাই উপজেলার রাইখালী ইউপি চেয়ারম্যান সায়ামং মারমা বলেন, আমিও স্থানীয়ভাবে গোলাগুলি বিষয়টি শুনেছি। বিভিন্নভাবে এলাকায় খবর নেওয়ার চেষ্টা করছি। দুর্গম এলাকা ও মোবাইল নেটওয়ার্ক না থাকায় যোগাযোগ করা সম্ভব হচ্ছে না। 

এদিকে শেষ খবর পাওয়া পর্যন্ত রাত সাড়ে ৯টায় চন্দ্রঘোনা থানার ওসি ইকবাল বাহার চৌধুরীর নেতৃত্বে পুলিশ ঘটনাস্থল থেকে লাশটি উদ্ধার করে চন্দ্রঘোনা থানায় নিয়ে আসেন।

কুমিল্লায় র‍্যাবের অভিযানে পুলিশের লুট হওয়া চায়নিজ রাইফেল উদ্ধার

রাঙামাটিতে গাছবোঝাই মিনি পিকআপ খাদে পড়ে নিহত ২, আহত ১

নোয়াখালীতে ৬২ মণ জাটকা জব্দ, আটক ৬ জনকে জরিমানা

বর্ষার দুর্ভোগ কাটাল সামিরা দুরহাট ছড়ার টেকসই ভেলা

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় প্রশাসনকে ৪৮ ঘণ্টার আলটিমেটাম ছাত্রদলের

জুলাই সনদে একাত্তর ও বিসমিল্লাহ বাদ নিয়ে কিছু বলা হয়নি: আলী রীয়াজ

আওয়ামী লীগের ২ শতাধিক নেতা-কর্মীর বিএনপিতে যোগদান

চকরিয়ায় বাসের ধাক্কায় আহত মোটরসাইকেল আরোহী নিহত

উপাচার্য-উপ-উপাচার্যের পদত্যাগসহ চার দফা দাবিতে চবি ছাত্রদলের অবস্থান

চট্টগ্রাম-২ আসনের বিএনপি প্রার্থী সরোয়ার আলমগীরকে শোকজ