হোম > সারা দেশ > চাঁদপুর

চাঁদপুরে কোহিনুর হত্যা মামলায় ২ জনের মৃত্যুদন্ড

চাঁদপুর প্রতিনিধি

চাঁদপুরে কোহিনুর বেগম হত্যা মামলায় প্রধান আসামি নাজমা আক্তারসহ দুইজনকে মৃত্যুদন্ড দিয়েছেন আদালত। আজ রোববার চাঁদপুরের জ্যেষ্ঠ জেলা ও দায়রা জজ মো. মহসিনুল হক এই রায় দেন। একই সঙ্গে উভয়কে ১০ হাজার টাকা করে অর্থদণ্ড ও অনাদায়ে তিন মাসের সশ্রম কারাদণ্ড প্রদান করা হয়। 

ভিকটিম শহরের রহমতপুর আবাসিক এলাকার প্রবাসী আব্দুল মান্নান খানের স্ত্রী। দণ্ডপ্রাপ্ত আসামি নাজমা আক্তার নয়ন (৪২) ওই এলাকার ভুঁইয়া বাড়ির আলমগীর হোসেন ফারুকের স্ত্রী এবং অপর আসামি রফিক ওরফে (দেন্ধা রফিক) একই বাড়ির আবদুর রশিদের ছেলে। 

আদালতে রাষ্ট্রপক্ষের আইনজীবী পাবলিক প্রসিকিউটর (পিপি) রণজিৎ রায় চৌধুরী বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি আজকের পত্রিকাকে বলেন, ‘মামলাটি আদালতে চলমান অবস্থায় ১৫ জনের সাক্ষ্য গ্রহণ করা হয়। আসামিদের অপরাধ স্বীকার, সাক্ষ্য প্রমাণ ও মামলার নথিপত্র পর্যালোচনা শেষে আদালতে এই রায় দেন। আসামিরা পলাতক ছিলেন। তাদের অনুপস্থিতিতে আদালত এই রায় দেন।’ 

মামলার বিবরণ থেকে জানা গেছে, প্রধান আসামি নাজমা আক্তারের কাছ থেকে ভিকটিম কোহিনুর বেগম নগদ পাঁচ লাখ টাকা পাওনা ছিলেন। এই টাকা দীর্ঘদিন না পেয়ে ঘটনার দিন ২০১৫ সালের ২২ আগস্ট রাত আনুমানিক সাড়ে ৮টার দিকে কোহিনুর টাকার জন্য গেলে নাজমা ও সহযোগী রফিক তাকে ধারালো দা দিয়ে কুপিয়ে এবং হাতুড়ি দিয়ে ফিটিয়ে হত্যা করে। 

এই ঘটনায় পরদিন ২৩ আগস্ট চাঁদপুর সদর মডেল থানায় হত্যা মামলা দায়ের করে কোহিনুর বেগমের ভাই আবদুল মালেক মোহন। মামলাটির তদন্তের দায়িত্ব দেওয়া হয় থানার তৎকালীন উপপরিদর্শক (এসআই) মো. মাসুদ রানা শামীম। তিনি এই ঘটনায় জড়িত আসামি নাজমা আক্তার নয়ন ও রফিককে গ্রেপ্তার করে আদালতে সোপর্দ করেন এবং ২০১৬ সালের ৩০ এপ্রিল আদালতে অভিযোগপত্র দাখিল করেন। আদালতে আসামি পক্ষের আইনজীবী ছিলেন মো. রফিকুল ইসলাম। 

কোহিনুর বেগমের বোন বিউটি বেগম আজকের পত্রিকাকে বলেন, ‘বোনকে তো আর ফিরে পাওয়া যাবে না। কিন্তু আদালত যে রায় দিয়েছে, তাতে আমার পরিবার ও বোনের স্বামী–সন্তানরা সন্তুষ্ট।’

চট্টগ্রামে সংসদ নির্বাচন: তিন আসনে বিএনপির প্রার্থী নিয়ে উত্তেজনা

পেট্রোলিয়াম করপোরেশন: দেড় বছরেও চালু হয়নি ৮ হাজার কোটি টাকার প্রকল্প

সাঈদ আল নোমানের বিরুদ্ধে মনোনয়নপত্র দাখিলের সময় আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ

ভোটের মাঠে যারা বাধা হবে, তাদের অস্তিত্ব থাকবে না: আমীর খসরু

কুমিল্লা-৪: হাসনাত আবদুল্লাহর সমর্থনে সরে দাঁড়ালেন জামায়াত প্রার্থী

পটিয়ায় বাস-ট্রাকের মুখোমুখি সংঘর্ষে ট্রাকচালক নিহত, আহত ৪

সাতকানিয়ায় খালের পাড় কেটে মাটি বিক্রি

সাতকানিয়ায় বন্দুকসহ এক ব্যক্তি গ্রেপ্তার

চট্টগ্রাম-১৪ আসনে ধানের শীষ পেলেন বেনজীরের ব্যবসায়িক সহযোগী জসিম

চট্টগ্রামে গিয়াস কাদেরের আসনে গোলাম আকবরকেও মনোনয়ন বিএনপির