হোম > সারা দেশ > চট্টগ্রাম

চবি স্টোরের মালামাল নিলাম ছাড়া চায় ছাত্রলীগ, না দেওয়ায় হামলা

চবি প্রতিনিধি

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) কেন্দ্রীয় স্টোরে হামলার ঘটনায় জড়িত ছাত্রলীগের নেতাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে উপাচার্যকে ২৪ ঘণ্টা সময় বেঁধে দিয়েছে বিশ্ববিদ্যালয় কর্মকর্তা সমিতি। আজ বৃহস্পতিবার বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. শিরীণ আখতার এর কাছে পাঠানো এক চিঠিতে এ কথা জানানো হয়। 

অভিযুক্তরা হলেন-বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের তিন সহসভাপতি নজরুল ইসলাম সবুজ, মোফাজ্জল হায়দার মোফা ও সাদেক হোসেন টিপু। তাদের বিরুদ্ধে আগে থেকেই বিভিন্ন বিতর্কিত কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগ আছে। 

চিঠিতে বলা হয়েছে, গত ২৭ ফেব্রুয়ারি অনুষ্ঠিত বিশ্ববিদ্যালয়ের বোর্ড অব রেসিডেন্স, হেলথ অ্যান্ড ডিসিপ্লিনারি কমিটির সভার সিদ্ধান্ত অনুযায়ী গত ১৫ মার্চের মধ্যে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ছাত্র নয় এমন ব্যক্তিদের আবাসিক হল ও ক্যাম্পাস ত্যাগের নির্দেশনা দেয় কর্তৃপক্ষ। ওই সময়ের পর ক্যাম্পাস বা ক্যাম্পাস সংলগ্ন এলাকায় এমন কাউকে পাওয়া গেলে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করার কথা জানায় চবি প্রশাসন। 

কিন্তু দুঃখজনক হলেও সত্য যে, এই সিদ্ধান্তের বাস্তবায়ন না হওয়ায় গতকাল (৫ এপ্রিল) দুপুরে বিশ্ববিদ্যালয়ে বিভিন্ন ঘটনার সঙ্গে সম্পৃক্ত নজরুল ইসলাম সবুজ, বহিষ্কৃত শিক্ষার্থী মোফাজ্জল হায়দার মোফা ও সাদেক হোসেন টিপুর নেতৃত্বে আরও কিছু চিহ্নিত ব্যক্তি বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় স্টোরে সম্পদ বিনষ্ট করার উদ্দেশ্যে হামলা চালায়। ওই সময়ে কেন্দ্রীয় স্টোরের ডেপুটি রেজিস্ট্রার (প্রশাসন) অফিস কক্ষে অফিশিয়াল কাজে ব্যস্ত ছিলেন। 

আরও বলা হয়, নজরুল ইসলাম সবুজ চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় সমাজতত্ত্ব বিভাগের ঝাড়ুদার ফজলুল করিমের ছেলে। তিনি শোভা কলোনিতে বসবাস করে এবং ইতিপূর্বে বিভিন্ন অফিসে বিশেষ করে রেজিস্ট্রার দপ্তরের এস্টেট শাখা, প্রকৌশল দপ্তর ও পরীক্ষা নিয়ন্ত্রক দপ্তরে গিয়ে সিনিয়র কর্মকর্তাদের হুমকি-ধমকি দেন। 

চিঠিতে এ ঘটনায় জড়িত অছাত্রদের বিরুদ্ধে আগামী ২৪ ঘণ্টার মধ্যে ব্যবস্থা গ্রহণ না হলে আগামী ৯ এপ্রিল থেকে লাগাতার কর্মবিরতি পালন করার কথা জানানো হয়। 

এ বিষয়ে জানতে চাইলে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সভাপতি রেজাউল হক রুবেল আজকের পত্রিকাকে বলেন, ‘বিষয়টি শুনেছি। আমরা যাচাই-বাছাই করে দেখছি। সত্যতা পাওয়া গেলে সাংগঠনিক ব্যবস্থা নেওয়ার জন্য কেন্দ্রের কাছে সুপারিশ করব।’

এ বিষয়ে কেন্দ্রীয় স্টোরের ডেপুটি রেজিস্ট্রার (প্রশাসন) ও চবি অফিসার সমিতির সভাপতি রশীদুল হায়দার জাবেদ আজকের পত্রিকাকে বলেন, ‘বিশ্ববিদ্যালয়ের কিছু পুরোনো মালামাল স্টোরে জমা আছে। যেগুলো কয়েকটি কমিটির মাধ্যমে নিলামে তোলা হয়। কিন্তু ছাত্রলীগের কয়েকজন সেগুলো নিলাম ছাড়া নিতে চেয়েছে। আমরা না দেওয়াতে তারা টেবিল চাপড়িয়ে অশোভন আচরণ করে।’ 

তিনি আরও বলেন, ‘পরবর্তীতে কর্মকর্তারা এগিয়ে আসলে তারা বাইরে গিয়ে গালিগালাজ করে। এই ঘটনায় অফিসার সমিতির কার্যনির্বাহী কমিটির জরুরি সভার সিদ্ধান্ত অনুযায়ী জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে আমরা উপাচার্যকে ২৪ ঘণ্টার আলটিমেটাম দিয়েছি। অন্যথায় আমরা আগামী ৯ এপ্রিল হতে লাগাতার কর্মবিরতি পালন করব।’ 

তবে অভিযোগ অস্বীকার করেছেন অভিযুক্ত মোফাজ্জল হায়দার মোফা আজকের পত্রিকাকে বলেন, ‘স্টোরের প্রধান জাভেদ ভাই বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সহসভাপতি ছিলেন। আমাদের একটা ইফতার পার্টির বিষয়ে ওনার সঙ্গে কথা বলতে গিয়েছিলাম। আমাদের কোনো কথায় হয়তো জাভেদ ভাই মনঃক্ষুণ্ন হয়েছেন। এ জন্য তিনি আমাদের বড় ভাই হিসেবে শাসিয়েছেন। এটা সেখানেই মীমাংসা হয়ে গেছে।’ 

এ বিষয়ে জানতে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. শিরীণ আখতারের মোবাইলে কল দিলে তিনি রিসিভ করেননি।

মেরিন একাডেমি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের মিলনমেলা

চট্টগ্রামে নালা থেকে বস্তাবন্দী মরদেহ উদ্ধার

সড়ক থেকে উদ্ধার সেই শিশু দাদির জিম্মায়, বাবা কারাগারে

চট্টগ্রামে ছুরিকাঘাতে পুলিশ সদস্য হত্যা মামলায় ১০ জনের যাবজ্জীবন

মিয়ানমার সীমান্তে গোলাগুলি: টেকনাফের গুলিবিদ্ধ শিশুটি লাইফ সাপোর্টে

ফেনী হাসপাতালে অপারেশন থিয়েটারে রান্না করার ঘটনায় দুই নার্স বরখাস্ত

নিয়ন্ত্রণ হারিয়ে বাস ঢুকল ফলের দোকানে

চট্টগ্রামে পোর্ট কলোনিতে মোটরসাইকেলচালকের ছুরিকাহত মরদেহ, পুলিশ বলছে হামলা অন্য এলাকায়

ব্যাংক থেকে টাকা তুলে বের হতেই ছোঁ মেরে নিয়ে গেল ছিনতাইকারী

ওমানে সড়ক দুর্ঘটনায় ফটিকছড়ির এক পরিবারের তিনজন নিহত