হোম > সারা দেশ > চট্টগ্রাম

চট্টগ্রামে জোড়া খুনের মামলায় ৩ জনের কারাদণ্ড

 নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম

প্রতীকী ছবি

২৪ বছর পর চট্টগ্রামে ফটিকছড়িতে চাঞ্চল্যকর জোড়া খুনের মামলায় তিনজনকে আমৃত্যু কারাদণ্ড দিয়েছেন আদালত। আজ মঙ্গলবার চট্টগ্রামের অতিরিক্ত জেলা জজের প্রথম আদালতের বিচারক হাফছা ঝুমা এ রায় ঘোষণা করেন। একই সঙ্গে আসামিদের ২০ হাজার টাকা করে অর্থদণ্ডের আদেশ দেন আদালত।

এ ছাড়া অভিযোগ প্রমাণিত না হওয়ায় তিন আসামিকে খালাস দেওয়া হয়। নুরুল ইসলাম নামের এক আসামি বিচার চলাকালে মৃত্যুবরণ করায় তাঁকে মামলা থেকে অব্যাহতি দেওয়া হয়।

দণ্ডিত ব্যক্তিরা হলেন মো. শাখাওয়াত ওরফে শওকত, মো. বশর ও মো. বেলাল। তাঁরা একই এলাকার বাসিন্দা।

মামলার নথি থেকে জানা গেছে, ২০০০ সালে ১৬ মার্চ চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার দক্ষিণ পাইন্দং এলাকায় পূর্বশত্রুতার জেরে নজরুল ইসলাম ও ইউনুছ নামের দুই যুবককে গুলি করে হত্যার ঘটনা ঘটে। এ ঘটনায় নিহত একজনের বাবা বাদী হয়ে ফটিকছড়ি থানায় ১১ জনকে আসামি করে একটি হত্যা মামলা করেন।

২০০১ সালে পুলিশ তদন্ত শেষে আদালতে অভিযোগপত্র দাখিল করে। ২০০৫ সালে ১৫ জুন মামলায় সাতজনের বিরুদ্ধে অভিযোগ গঠন করে বিচার শুরুর আদেশ দেন আদালত। অভিযোগ গঠনের দীর্ঘ সময় শেষে আজ (বুধবার) চাঞ্চল্যকর মামলাটির রায় ঘোষণা করা হয়।

মিরসরাইয়ে বিপিসির পাইপলাইন থেকে তেল চুরি: তদন্ত কমিটি গঠন, থানায় মামলা, গ্রেপ্তার ১

ডিসি পার্কে মাসব্যাপী ফুল উৎসব শুরু: ১৪০ প্রজাতির দেশি-বিদেশি ফুলের সমাহার

বাসচালকের জেদে বেপরোয়া গতি, আগুনে পুড়ল দুই শিশুসহ চার প্রাণ

চট্টগ্রামে ৩৫ সোনার বার ছিনতাই: চাকরিচ্যুত পুলিশ সদস্যসহ গ্রেপ্তার ৬

চট্টগ্রাম-১৪ আসনের বিএনপি প্রার্থীর সমন্বয়কারীর গাড়ি ভাঙচুর, গুলি

চট্টগ্রামে কাবিনের দিন কনের বাড়িতে পৌঁছাল বরের মৃত্যুর খবর

অগ্রণী ব্যাংক: বন্ধকি সম্পত্তি গোপনে বিক্রি ব্যাংকের ৩২৬ কোটি ঝুঁকিতে

চট্টগ্রাম-১৪ আসন: দেড় বছরে বিএনপির প্রার্থী জসিমের সম্পদ ২১ থেকে ৪১ কোটি

সুড়ঙ্গ খুঁড়ে পাইপলাইনের তেল চুরির চেষ্টা, চাপ সামলাতে না পেরে পালালেন যুবক

আরএসআরএমের কারখানা উচ্ছেদ করল চা বোর্ড