হোম > সারা দেশ > কক্সবাজার

কক্সবাজারে নারী পর্যটককে যৌন হয়রানির অভিযোগ, আটক ৫

কক্সবাজার প্রতিনিধি

গ্রেপ্তার ব্যক্তিরা। ছবি: সংগৃহীত

কক্সবাজার সমুদ্রসৈকতে ঘুরে বেড়ানোর সময় এক নারী পর্যটককে যৌন হয়রানির অভিযোগে পাঁচ যুবককে আটক হয়েছে। আজ মঙ্গলবার ভোরে তাঁদের আটক করা হয় বলে জানিয়েছে ট্যুরিস্ট পুলিশ। আটক যুবকেরা হলেন আনোয়ার আক্তার নিহাদ (২৪), রাব্বি (২৪), আকিব (২০), জিন মিয়া (১৭) ও আমিনুল হোসেন (১৮)। তাঁদের মধ্যে একজন কক্সবাজারের, একজন চট্টগ্রামের ও তিনজন কিশোরগঞ্জ জেলার বাসিন্দা।

ট্যুরিস্ট পুলিশ কক্সবাজার অঞ্চলের অতিরিক্ত ডিআইজি মো. আপেল মাহমুদ এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, ভোরে লাবণী ও সুগন্ধা পয়েন্টের মধ্যবর্তী এলাকায় সৈকতে ঘুরতে বের হয়েছিলেন এক নারী পর্যটক এবং তাঁর স্বামী। হঠাৎ করে কয়েকজন যুবক তাঁদের ঘিরে ধরেন এবং নানা অজুহাতে কথা বলা শুরু করেন।

একপর্যায়ে যুবকদের একজন ওই নারীর শরীরে হাত দেওয়ার চেষ্টা করলে তিনি চিৎকার দিয়ে ওঠেন। সঙ্গে সঙ্গে বাকিরাও ঘিরে ধরে শ্লীলতাহানির চেষ্টা করেন।

এ সময় সৈকতে টহলে থাকা ট্যুরিস্ট পুলিশ ঘটনাস্থলে এসে পাঁচজনকে আটক করে। এ ছাড়া তাঁদের সঙ্গে থাকা আরও দুজন পলাতক রয়েছেন। তাঁদের বিষয়ে জিজ্ঞাসাবাদ অব্যাহত রয়েছে জানান তিনি।

আটক যুবকদের বিরুদ্ধে নারী ও শিশু নির্যাতন দমন আইনে কক্সবাজার সদর থানায় মামলা হয়েছে জানিয়ে অতিরিক্ত ডিআইজি মো. আপেল মাহমুদ আরও বলেন,পর্যটকদের নিরাপত্তা নিশ্চিত করতে টুরিস্ট পুলিশ সার্বক্ষণিক সক্রিয় রয়েছে।

সেন্ট মার্টিনগামী জাহাজে আগুন, এক কর্মচারী নিহত; ১৫ জন জীবিত উদ্ধার

সীতাকুণ্ডে জমির সীমানা নিয়ে বিরোধে বৃদ্ধকে পিটিয়ে হত্যার অভিযোগ

চট্টগ্রামে হাদি হত্যার বিচার দাবিতে ইনকিলাব মঞ্চের বিক্ষোভ

চেসকোড বিজয় দিবস আন্তর্জাতিক দাবায় চ্যাম্পিয়ন রবিউল

লাঠিতে ভর দিয়ে করতে হয় যাতায়াত, একই পরিবারে ছয় প্রতিবন্ধীর মানবেতর জীবন

চট্টগ্রামে সড়ক দুর্ঘটনায় নিহতের হার ২৯ শতাংশ বৃদ্ধি, অর্ধেকই পথচারী

ভবন পরিকল্পনা অনুমোদনে ঘুষ দাবি, সিডিএ কার্যালয়ে দুদকের অভিযান

ফটিকছড়িতে ইজিবাইক উল্টে নারী নিহত

বসতঘরে আগুনে প্রাণ গেল দাদি-নাতনির

লক্ষ্মীপুরে বিএনপি নেতার ঘরে তালা লাগিয়ে অগ্নিসংযোগ: চার দিন পর হত্যা মামলা