হোম > সারা দেশ > কক্সবাজার

টেকনাফে আসামির হামলায় পুলিশ সদস্য আহত, গ্রেপ্তার ৩ ভাই

টেকনাফ (কক্সবাজার) প্রতিনিধি

কক্সবাজারের টেকনাফে গ্রেপ্তারি পরোয়ানাভুক্ত আসামিকে গ্রেপ্তার করতে গিয়ে হামলার শিকার হয়ে পুলিশের সহকারী উপপরিদর্শক (এএসআই) আহত হয়েছেন বলে জানা গেছে। তাঁকে টেকনাফ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হয়েছে।

আজ সোমবার ভোর রাতে সাবরাং ইউনিয়নের মুন্ডার ডেইল এলাকায় হামলার শিকার হন তিনি। হামলার শিকার পুলিশ সদস্যের নাম মো. সাখাওয়াত। 

সকালে এ ঘটনায় অভিযুক্ত তিন ভাইকে আসামি করে থানায় মামলা করে পুলিশ। পরে তাঁদের গ্রেপ্তার করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

 
গ্রেপ্তারি পরোয়ানাভুক্ত আসামির নাম—মো. সাকের মিয়া (৩৭)। তিনি সাবরাং ইউনিয়নের মুন্ডার ডেইল এলাকায় কবির আহমদের ছেলে। সাকের মিয়া টেকনাফের আত্মস্বীকৃত ও আত্মসমর্পণকারী ১০২ মাদক কারবারিদের মধ্যে একজন। অন্যেরা হলেন—সাকেরের সহোদর মনু মিয়া (৪০), রফিকুল ইসলাম (২৯)। 

এ বিষয়ে টেকনাফ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল হালিম বলেন, ‘থানার মানব পাচার মামলার ওয়ারেন্টভুক্ত আসামি ও আত্মস্বীকৃত আত্মসমর্পণকারী কবির আহমদের ছেলে মো. সাকের মিয়াকে গ্রেপ্তার করতে পুলিশের একটি দলকে পাঠানো হয়। এ সময় আসামি ও তাঁর দুই ভাই পুলিশের সঙ্গে বাগ্‌বিতণ্ডায় জড়ায়, এবং একপর্যায়ে পুলিশের ওপর হামলা করে। এ সময় আহত হন এএসআই মো. সাখাওয়াত। পরে তাদের তিনজনকেই গ্রেপ্তার করা হয়।’ 

ওসি আরও বলেন, ‘আসামি সাকেরের বিরুদ্ধে মাদক, মানব পাচার, অস্ত্রসহ মোট ৪টি মামলা রয়েছে।’ 

রাউজানে ভোটের মাঠ: সম্পদে এককভাবে এগিয়ে গোলাম আকবর, গিয়াসের স্ত্রী-সন্তানেরা ধনী বেশি

আনোয়ারায় সড়কের পাশ থেকে উদ্ধার দুই শিশুর পরিচয় মিলেছে, বাবা-মায়ের বিরুদ্ধে মামলা

মহাসড়কে দোকান যানজটে ভোগান্তি

ভোটের মাঠে: জয়ের সমীকরণ পাল্টে দেবে পাহাড়ি ভোটার

চাঁদপুরে হেফাজতে নির্যাতন, ৪ পুলিশ সদস্যের বিরুদ্ধে মামলা

চট্টগ্রামে থার্টি ফার্স্ট নিয়ে ৬ নির্দেশনা সিএমপির

খামারে ডাকাতের হানা, অস্ত্র ঠেকিয়ে ১২ গরু লুট

চন্দনাইশে অলিপুত্রের সমর্থনে সরে দাঁড়ালেন জামায়াতের প্রার্থী

খালেদা জিয়ার মৃত্যুতে জাতি অভিভাবকসুলভ নেতৃত্বকে হারাল: চট্টগ্রাম সাংবাদিক ইউনিয়ন

চট্টগ্রামে সংসদ নির্বাচন: তিন আসনে বিএনপির প্রার্থী নিয়ে উত্তেজনা