চাঁদপুর শহরের পুরান বাজার এলাকায় অস্বাস্থ্যকর পরিবেশে লবণ উৎপাদন করায় মেসার্স জনতা সল্ট মিলসমালিককে ১০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।
রোববার (২৫ মে) বেলা ১টা থেকে বিকেল ৪টা পর্যন্ত বিএসটিআই কুমিল্লা অফিস ও চাঁদপুর জেলা প্রশাসনের যৌথ উদ্যোগে এই অভিযান পরিচালনা করা হয়।
ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন জেলা প্রশাসক কার্যালয়ের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মাসুদ রানা।
সন্ধ্যায় বিএসটিআই কুমিল্লা অফিস থেকে এসব তথ্য বিজ্ঞপ্তিতে জানানো হয়।
এতে বলা হয়, অস্বাস্থ্যকর পরিবেশে লবণ উৎপাদন করার অপরাধে শহরের পুরান বাজার মেসার্স জনতা সল্ট মিলসমালিককে ভোক্তা-অধিকার সংরক্ষণ আইনে ১০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়। একই সঙ্গে পণ্যের গুণগতমান পরীক্ষার জন্য নির্বাহী ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে লবণের নমুনা সংগ্রহ করা হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, জনস্বার্থে এ ধরনের মোবাইল কোর্ট অভিযান অব্যাহত থাকবে।